নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রতীক্ষার শেষ হোক
শীতের কুয়াশায় দুঃখরা ঢেকে যাক।
মান অভিমানের সংঘাতময় পরিস্থিতির বিলোপ হোক ।
চেতনার ঠোঁট থেকে মধু ঝরুক শীতকালিন মৌচাকের মত
হৃদয়টা হয়ে যাক শিউলি ফুলের মত শুভ্র
আর মানব বলয়গুলো হয়ে যাক নয়ন জুড়ানো ফুলেল সরষে ক্ষেত।
হলুদের বনে হারিয়ে যাক নীল বেদনা
আর নয় তিক্ততা
শান্তির শাদা পায়রা উড়ুক ।
পাখির ডানার মত সম্পূরক হোক আমাদের মন।
ব্যবধান কাব্যর হোক অবসান ।
সুখের নোঙর তোল মন ।
অতীতের ভুলগুলো শুধুমাত্র চলার পথে শুদ্ধ হবার শিক্ষা হোক।
ক্ষণিকের জীবনে কয়েকটা স্বর্ণকমল ফুটুক এখন
সময়ের ডানায় ভর করে
রচিত হোক মহেন্দ্র ক্ষণ
হৃদয়টা হয়ে যাক অসীম আকাশ ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
সুমন কর বলেছেন: কবি, প্রতীক্ষার শেষ হবে বইমেলায় !! আপনার বই বের হচ্ছে....
ভালো লাগা রইলো।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮
কল্লোল পথিক বলেছেন: প্রতিক্ষার প্রহর শেষ হোক কবি এই কামনা করি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতা ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২০
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।মুগ্ধপাঠ কবি।এমন কবিতা বারবার পাঠে ভালো লাগা আরো বৃদ্ধি পেতে থাকে
+++
৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা ।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
তানজির খান বলেছেন: খুব ভাল লিখেছেন ভাই। কবিতায় ভাল লাগা রেখে গেলাম।আপনাকে অনুসরনে নিলাম। আমার লেখায় আপনার নিমন্ত্রণ রইল ভাই।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
অন্ধবিন্দু বলেছেন:
মানব বলয়গুলো হয়ে যাক নয়ন জুড়ানো ফুলেল সরষে ক্ষেত। যে সরষে ক্ষেতে ভুত থাকবে নে।
কি বলেন কবি ? ঠিক বললুম কিনা!
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সময়ের ডানায় ভর করে
রচিত হোক মহেন্দ্র ক্ষণ
হৃদয়টা হয়ে যাক অসীম আকাশ ।
বাহ! কি গভীর উপলব্ধি।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদয়মালতীর সাফল্য কামনা করছি ।
শুভ কামনা জানবেন সেলিম আনোয়ার ভাই ।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হৃদয়টা হয়ে যাক অসীম আকাশ ।
কোথায় আপনি? ভালো আছেন তো???
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
নুরএমডিচৌধূরী বলেছেন: প্রতীক্ষার শেষ হোক
শীতের কুয়াশায় দুঃখরা ঢেকে যাক।
মান অভিমানের সংঘাতময় পরিস্থিতির বিলোপ হোক ।
চেতনার ঠোঁট থেকে মধু ঝরুক শীতকালিন মৌচাকের মত
হৃদয়টা হয়ে যাক শিউলি ফুলের মত শুভ্র
আর মানব বলয়গুলো হয়ে যাক নয়ন জুড়ানো ফুলেল সরষে ক্ষেত।
হলুদের বনে হারিয়ে যাক নীল বেদনা
আর নয় তিক্ততা
শান্তির শাদা পায়রা উড়ুক ।
পাখির ডানার মত সম্পূরক হোক আমাদের মন।
ব্যবধান কাব্যর হোক অবসান ।
সুখের নোঙর তোল মন ।
অতীতের ভুলগুলো শুধুমাত্র চলার পথে শুদ্ধ হবার শিক্ষা হোক।
ক্ষণিকের জীবনে কয়েকটা স্বর্ণকমল ফুটুক এখন
সময়ের ডানায় ভর করে
রচিত হোক মহেন্দ্র ক্ষণ
হৃদয়টা হয়ে যাক অসীম আকাশ ।
এক নিঃশাসেই পড়লাম
++++++++++
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
এত কল্পনা, এত আশা, এট ব্যাকুলতা কি দেয়ালে মাথা ঠুকে ঘুরছে গ্রহ থেকে গ্রহান্তরে!