নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সাধনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

কিসের ভালবাসা আর কিসের স্নেহ!
যদি সব বিজর্সন দিতে না পারে কেহ!
তার তরে যে দিতে পারে অনায়াসে সব
কেন গো সুরম্য অট্টালিকা এত সস্তা দর!

কেনই বা এত ঝড় মিথ্যে সন্দেহে
যে ঝড়ের তোরে ভেঙে যায় পবিত্র সাধনালয়!
তাজিন ডং , বঙ্গোপসাগর অথবা
সুভলং পাহাড়ে লুকিয়ে থাকা অপরূপ শ্যামলিমা!

কেন গো এত জিঘাংসা কাতর!!
কেন নিরীহ প্রাণ হত্যা করো
পবিত্র গঙ্গাজল স্নানে যদি মোছে যায় পাপের পাহাড়
আল্লাহ যদি কেবল অজুহাত খোঁজেন মানুষের ক্ষমার ।

কেন সাধনাকে নিলামে দিয়ে তুচ্ছ করো
মনে রেখো জেরুজালেম কিংবা ট্রয় নগরী মানব ইতিহাসে আজও অক্ষয়
মলয় সাগরের মনোরম জুতা দ্বীপ যেখানে পা পরেনি কোনদিন
তার নাম মনে রেখেছে কে কবে ?

কলুষতা মোছে যায় ইবাদত থেকে যায়
প্রজ্জ্বলিত অগ্নিকুন্ড থেকে অক্ষত বেড় হয়ে আসে অনায়াসে
মুসলমান জাতির পিতা ইবরাহিম
চরম পাপিষ্ঠেরও স্বর্গলাভ হতে পারে যদি চান মহান অসীম ।
গরিমার সুউচ্চ হিমালয় শিখর
নিয়ত ভেঙে পরে প্রকৃতির জিঘাংসায়
সাধনা হতে হয়!
গভীর অরণ্যে জীর্ণ শীর্ণ অচেনা কোন গৃহে
প্রতিদিন উপাসনা হয় পাঁচবার
অজস্র সাধনার ভীড়ে
হয়তো কোনটি হয়ে ওঠে কবুলিয়াতের দরজার।

নিজেকে পরাজিত কেন ভাবো ?
জিতে গেছো সবাই
খসে পরেছে দূর ইতিহাসের তারা
জীবনের দায়ভার হলো তার বুঝি সারা ।

সাধনার কি হলো দশা !
সে যে ক্রমাগত দূরতম কোন দ্বীপ
গোটা কয়েক কাপ চা শাদা আথবা কালো
কিংবা দুপুর বেলার অনাকাঙ্খিত খাবার!
ঝড়ের রাতে সারাক্ষণ জেগে থাকা নিভু নিভু প্রদীপের আলো।

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মনে রেখো জেরুজালেম কিংবা ট্রয় নগরী মানব ইতিহাসে আজও অক্ষয়
মলয় সাগরের মনোরম জুতা দ্বীপ যেখানে পা পরেনি কোনদিন
তার নাম মনে রেখেছে কে কবে ?

তাইতো !!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

যুক্তি আছে ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

কল্লোল পথিক বলেছেন: নিজেকে পরাজিত কেন ভাবো ?
জিতে গেছো সবাই
খসে পরেছে দূর ইতিহাসের তারা
জীবনের দায়ভার হলো তার বুঝি সারা ।



চমৎকার কবিতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

সুমন কর বলেছেন: পড়তে ভালো লেগেছে কিন্তু কিছু শব্দের ব্যবহার ভালো লাগেনি।

কবি, কেমন আছেন?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: অনুমান করছি কোন শব্দ !
অনুমান ভুল হতে পারে ।
যেভাবে মনে এসেছে লিখে ফেললাম ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি সত্যি শিলাবৃষ্টি হলো । অনেক কিছু তছনছ হলো ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো।ধন্যবাদ ভাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হয়েছে কবি। ভালোলাগা জানবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

নেক্সাস বলেছেন: নিজেকে পরাজিত কেন ভাবো ?
জিতে গেছো সবাই
খসে পরেছে দূর ইতিহাসের তারা
জীবনের দায়ভার হলো তার বুঝি সারা ।



বেশ শক্তিশালী কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: সুন্দর কবিতা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

অলওয়েজ ড্রিম বলেছেন: কিছু কথা খুবই মূল্যবান।

কেমন আছেন প্রিয় সেলিম ভাই? অনেক দিন কথা হয় না। আসবেন নাকি সামনের আড্ডায়? আপনাকে পেলে অনেক ভাল লাগবে।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করবো । কমেন্টে আর পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

কাবিল বলেছেন: ভাল হইছে।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।আর শুভকামনা থাকলো কাবিল ।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

"কেন সাধনাকে নিলামে দিয়ে তুচ্ছ করো
মনে রেখো জেরুজালেম কিংবা ট্রয় নগরী মানব ইতিহাসে আজও অক্ষয়
মলয় সাগরের মনোরম জুতা দ্বীপ যেখানে পা পরেনি কোনদিন
তার নাম মনে রেখেছে কে কবে ?"

অসাধারণ!

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম চন্দ্রকথা রাজশ্রী ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: আপনি অবিরাম কবিতা লিখতে পারেন।
++++++

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনুপ্রাণিত হলাম । হয়তো কবিতা হয়ে ওঠে।অসাধারণ কোন কবিতা এখনো লিখতে পারিনি ।


কমেন্টে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন: স্পিচলেস কাব্য কবি ভাই

++++

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা ভাল থাকবেন সবসময় ।

১৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

আমিই মিসির আলী বলেছেন:
নিজেকে পরাজিত কেন ভাবো ?
জিতে গেছো সবাই
খসে পরেছে দূর ইতিহাসের তারা
জীবনের দায়ভার হলো তার বুঝি সারা

অসাধারণ।
+

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.