নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যতো দূরে যাই অমর একুশে এসেছিলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

যতো দূরে যাই

যতো দূরে যাই,
তুমি ততো অধিক— প্রকট হয়ে ওঠো;
আমি অধীরতরো হয়ে ওঠি— তোমার কামনায়
মনে হয় তোমাকে বলে দিই—
এই হৃদয়ের তীব্র আকূতি
খরস্রোতা নদীর মতো ভেঙে দিতে চায় সকল বাঁধা ।

বলা হয়ে ওঠেনা আর মুখ ফুঁটে কখনো তা
তুমি ঠিকই বুঝে ফেলো রংধনুর সাত রং এই বুকে; উঠেছে জ্বলোচ্ছ্বাস
তোমাকে ভিজিয়ে দেবে ভালোবাসার দ্রাক্ষাজলে।

প্রচ্ছন্নতা তুমি কখনোই ছিলে না
গভীর রাতের নির্জনতায় তুমি হয়ে ওঠো অতলান্তিক জল;
আমি তাতে সাঁতার কেটে তুলে আনি নীল পদ্মরাগ,
তোমার অনুপস্থিতি উপস্থিতির চেয়ে কম আততায়ি নয়!!

তুমি আমাকে ছুড়ে দিও—আগ্নেয়গিরির জ্বালামুখে যেন ফিরে না আসি আর!!
অথবা টেনে নিও তোমার বুকে যেখানে মৃগনাভীর সুঘ্রাণে
— বেদনার হয় সলিল সমাধি।
হায়! তুমি যদি ভালোবাসিতে না পারো!

জানি হৃদয় তোমার এক সুবিশাল আকাশ
তুমি বেছে নিও কি করণিয় তোমার আর কি করবে?
আমার ছোট্ট তরী ভাসাবে নাকি তোমার নদীর জলে...


অমর একুশে এসেছিলো

অমর একুশে এসেছিলো—
তাই রক্ত গোলাপ ফুটেছিল যেন তপ্ত মরুর খরায়!

অমর একুশে এসেছিলো—
তাই আমার ভাইয়ের পবিত্ররক্তে রঞ্জিত হয়েছিল
বাংলার মাটি
অমর একুশে এসেছিলো—
তাই দৃপ্ত শপথে জেগেছিল বাংলা বর্ণমালা

অমর একুশে এসেছিলো—
বলেই আরো প্রিয়ো হয়ে ওঠেছিল কিংবদন্তী
বাংলা বর্ণমালা; প্রিয়তমার মতই প্রিয়ো।

অব্যর্থ বাংলা বর্ণগুলো সাজিয়ে দিই কবিতা করে
প্রিয়তমা ছুটে আসে হৃদয়ের আকাশে
যেভাবে ভেসে আসে মেঘ শরতের আকাশে
সালাম বরকত রফিক তোমরা চিরঞ্জীবি হয়ে ওঠো
শহীদ মিনারে ফুলের প্লাবনে —সমুধুর বাংলা গানে
একুশ এসেছিলো বলেই আমরি বাংলাভাষা—
আজও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে...






মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

হাবিব বলেছেন: মাশাআল্লাহ, সুন্দর এবং চমৎকার কবিতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


২১'এর ইতিহাস প্রমাণ করেছে যে, অদক্ষ লোকজনের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছিলো; বাংলাদেশের বেলায়ও সেটাই ঘটেছিলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: অমর একুশে বাংলার ইতিহাসের গর্বজনক অধ্যায়...ভাষার জন্য জীবন দেয়ার ঘটনা সারা পৃথিবীতে বিরল। বাংলাদেশের মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে দেশের জন্যও।

আপনাকে খাটো করে দেখছিনা। আপনিও একজন মুক্তিযুদ্ধা। তবে এখন অনেক মুক্তিযুদ্ধাদের খাটো করা হয় এমনকি রাজাকারও বলা হয়। যারা বলে তারা লিলিপুট। লিলিপুটেরা কিছু বললে গায়ে মাখতে নেই।।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

শিখা রহমান বলেছেন: সেলিম দুটো কবিতাই ভালো লেগেছে। দুটো কবিতা্ দু'রকম সুন্দর তবে কবিতার আবেগ মন ছুঁয়ে যায়।

ভালো থাকুন আবেগী কবি। শুভকামনা সতত!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় শিখা..কবিতার শিখা । ভালো থাকবেন সবসময় এইশুভকামনা থাকলো।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: দু'টাই খুব সুন্দর হয়েছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

সুমন কর বলেছেন: ....একুশে পড়লাম এবং সুন্দর। +।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একুশ এসেছিল বলেই আমরি বাংলা ভাষা
আজো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়ে - - -

+++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন বিদ্রোহী ভৃগু।।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতার ঐশ্বর্য আপনার হৃদয় ভরা আবেগ।
শিখা রহমান এর মত আমিও বলছি- দুটো কবিতা্ দু'রকম সুন্দর তবে কবিতার আবেগ মন ছুঁয়ে যায়
৩ নং মন্তব্য-প্রতিমন্তব্যে দু'কবি দু'জনকে এত আন্তরিকতা ও অন্তরঙ্গতার সাথে কমপ্লিমেন্ট করেছেন---খুব ভাল লেগেছে। এজন্য উভয়কে ধন্যবাদ।
উভয় কবিতায় ভাল লাগা + +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা সামান্য কবিতা খানি কষ্ট করে এসে পাঠ করে এমন অসামান্য কমেন্ট করার জন্য। শিখা রহমান দারুন কবিতা লিখছেন, কবিতা পাঠ করতে এবং লিখতে ভালোবাসেন তার কবিতা প্রেম দৃষ্টান্ত দেবার মতো....



ভালো থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা আপনার জন্য।।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবি চমৎকার কবিতা।

২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.