নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদা, এইখানে আসছো না যেচলুন সাহায্যের দুহাত বাড়াই

৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯

প্রিয়ংবদা, এইখানে আসছো না যে


প্রিয়ংবদা,
এইখানে আসছো না যে আর!
ব্লগাকাশে পাখির কলরবে— ভাসছোনা কেনো আর?

মেঘ থেকে বৃষ্টির ছন্দ এনে,
ফুল থেকে গন্ধ এনে, পাখির চঞ্চু থেকে কাকলী এনে
কোলাহল মুখর ক্ষণ রচনার ব্রত নিয়ে—
তুমি কি হারালে তবে—দূর অজানায়?

গ্রীষ্মের দাবদাহে অতীষ্ঠ— এই জীবন
এমন সময়, এক পশলা বৃষ্টি হয়ে তুমিও পাশে নাই
মনে হয় চলেছি পথ একা তাই—
গড়েছি আবাস যেন তপ্ত মরুর বুকে; অকূল দরিয়ায়
যেন মরুর মরিচিকা— ভালোবাসা ক্ষণে ক্ষণে
মরছে যেথা— প্রিয়াহারার শোকে ..

দুঃখাগাঁথা কহিছে কেবল দু’চোখ বাহিয়া বহিছে অশ্রুজল
যেন শোকনদী বহিছে শুধু— তোমার কামনায়,

তুমি আসলেই চন্দ্রিমা রাত; তুমি আসলেই আনন্দ নদী;
তুমি আসলেই খুশির ফুয়ারা;—
হায়! কাছে এসে পাশে বসে বাসিতে ভালো যদি।

আঙুলে আঙুলে ঝড় তুলে— অযাচিত ঘূর্ণিবাত
যেতাম আমি ভুলে..এই মন আমার হারিয়ে যেত
তোমার ঘন দীঘল কালো চুলে।

তোমার হাসি যেন এক ফালি চাঁদ— রুপোলি আলোর ঝিলিক
যেন ভেসে থাকা বালি হাঁস— পদ্মফোঁটা জলে...



চলুন সাহায্যের দু’হাত বাড়াই

ঐ যে পথশিশু পথের ধারে
হাত পেতে দাঁড়িয়ে নির্বিকার
অন্ন –বস্ত্র- বাসস্থান- শিক্ষালাভে
তাদেরও আছে অধিকার,
মানুষের মতো করে বাঁচিবার

সুনাগরিক হয়ে তারাও বাড়াতে পারে
এদেশের সম্মান—আমরা যদি
মুক্ত হস্তে করি তাদের দান;
যাকাত ফেতরা ছদকার সদ্ব্যবহারে
একদিন তারাও হতে পারবে স্বাবলম্বি
কেবল ভোগ বিলাসিতায় মত্ত না থেকে
বিবেকের দ্বার যদি খুলে দিই— তাদের দিকে
তাতেই মিলিতে পারে পরিত্রান
চেতনার দীপ জ্বেলে চলো সবাই
— তাদের পাশে দাঁড়াই;
সাহায্যের দু’হাত বাড়াই—
মনে রেখো তারাতো মানুষ—
মানুষের উপর কোন মন্দির- ক্বাবা নাই।


অফিসে আসার পথে দেখলাম একটা ছোট্ট শিশু রাস্তার পাশে শুয়ে আছে একা। পাশে কেউ নেই। বয়স কত আর হবে। দুই বছর হতে পারে। হৃদয়টা মোচর দিয়ে ওঠলো। আহারে একটা ফুল যেন পড়ে আছে। কত সুন্দর অপাপবিদ্ধ সেই চেহারা। কতটা অনিরাপদ কতটা অসহায়। সেও তো মানুষ। তারও আছে মানুষের মত আদরে সোহাগে বড় হবার। আমাদের বিলাসিতা একটু না হয় কমই হলো। বিলাসিতার রেসে কিছুটা না হয় পিছনেই থাকি। তাদের জন্য কিছু তো করতে পারি। রমযান মাসে একটা ফরয আদায় করলে অন্য মাসের ৭০ গুন সওয়াব । দান করলেও। যাকাত দিলেও তেমন বেশি ফায়দা হবে। তাই বলি চলুন সবাই সাহায্যের দু’হাত বাড়াই । বিশেষ করে পথশিশুদের জন্য কিছু একটাতো করি। শুধু আমার সন্তান নয় সকল মানব শিশু যাতে থাকে দুধে ভাতে। তারা সবাই স্রষ্টার সৃষ্টি। স্রষ্টা আমাদের যেমন ভালোবাসেন ।তেমনি তাদেরও ভালোবাসেন।

উৎসর্গঃ শায়মা হক ও অন্যরা যারা শিশুদের গড়ে তোলার কাজ অতীব আনন্দের সঙ্গে করে থাকেন।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা শায়মা পু নি ।,......। এত সুন্দর কবিতা পড়ে তুমি কী বলবা

বাপরে বাপ প্রেমের কবিতা একখান।

সুন্দর হইছে অনেক

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। অগ্রিম ঈদ মোবারক।

২| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৩৪

সাগর শরীফ বলেছেন: সুন্দর!

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৩

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।

++

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:২৭

মুক্তা নীল বলেছেন:
পথ শিশুদের জন্য এ আহবানে --ভালো লাগা রইলো। খুব সুন্দর করে কথা গুলো বলেছেন। আর কবিতাও ভালো হয়েছে ।
ধন্যবাদ জানবেন।

৩১ শে মে, ২০১৯ ভোর ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। পথশিশুরাও শিশু। তাদেরও রয়েছে অধিকার।

৫| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:১৫

ওমেরা বলেছেন: একের বোঝা দশের লাঠি। আসুন সবাই মিলে কিছু করি ।

৩১ শে মে, ২০১৯ ভোর ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ।

৬| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


দেশে পথশিশুগুলো আসলে জাতীর শিশু; শেখ হাসিনা এদের দেখেন না, উনার ভাবনাশক্তি খুবই সীমিত

০১ লা জুন, ২০১৯ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ৩০ শে মে, ২০১৯ রাত ৮:০১

হাবিব বলেছেন: সুকান্তের মত করে করে কবে বলতে পারবো আমরা?

০১ লা জুন, ২০১৯ রাত ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: জানি না।

৮| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:৫৬

বলেছেন: ভালো লাগা রলো

০১ লা জুন, ২০১৯ রাত ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সরকার এদের জন্য কিচ্ছু করবে না। শুধু বড় বড় কথা বলবে।

০১ লা জুন, ২০১৯ সকাল ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু কিছু একটা করা দরকার। তাদের মানব সম্পদে পরিণত করা দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।

১০| ৩০ শে মে, ২০১৯ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! ভালো লাগা রেখে গেলাম। ++
শুভেচ্ছা নিয়েন।

০১ লা জুন, ২০১৯ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রিয়ংবদা এখন কেনাকাটায় ব্যস্ত:D

০১ লা জুন, ২০১৯ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.