নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন-বাস্তবতা

১৭ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৩



নিজেকে স্বপ্ন ভেবে অধরা হলে
অথচ রক্তমাংসে গড়া; স্বপ্ন তুমি নও—
অধরা থেকেও তুমি অনূভূতির শোকেসে
বাস্তবতার চেয়ে বেশি—বাস্তব হয়ে রও ।

ফুলের বুকে যখন ভ্রমর বসে মধু আহরণে
ফুলের জীবন পূর্ণ হয় তখন পরাগায়নে;
এতো অলীক নয়—এ যে মিথোজীবিতা
তবু প্রতীক্ষার প্রহর গুনে
ভ্রমরের স্বপ্ন ফুল— ফুলের স্বপ্ন ভ্রমর
নহে মিথ্যে নয়।

ওগো বাদলদিনের প্রথম কদমফুল
প্রতীক্ষায় আছো কী না?

ওগো ফুল, আমি ভ্রমর
বাসবো ভালো তোমায়—
ভালোবেসে মধুর রসে সিক্ত হবো তাই;
তোমার মনের ছোট্ট ঘরে গড়বো বসত
আছিগো প্রতীক্ষায়—অনাদি কাল ধরে
এ অবণীর পরে ।

থাকলে তুমি দূরে রাখলে অনাদরে
এই জীবন নরকযন্ত্রণাসম
থাকি যেন কোমায়—

থাকলে তুমি কাছে রাখলে পাশে পাশে
এই জীবন যে স্বর্গসম
আর কিছু না চাই...


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: কবির জীবনে কি প্রেম আসেনি??

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কি যেন একটা গান আছে না প্রেম একবার এসেছিলো জীবনে....

২| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৫

বলেছেন: অলীক মানুষ ধরা দেক।।

ভালোলাগা রইল।।

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবা।দ ।

৩| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ওগো বাদল দিনের প্রথম কদমফুল
প্রতীক্ষায় আছো কী না?


সেলিশ ভাই, বাদল দিনের প্রথম কদমফুল জীবনে বিষাদ তৈরি করে এই কথার সত্যতা কতোটুকু জানেন কি ?

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: বাদল দিন শুরু হয়েও হলো না.....আবার গরম। কদমফুল আমারভীষণ প্রিয়। প্রিয়রাই জীবন বিষাদে ভরিয়ে তুলতে পারে।

৪| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ক্রিকেট নিয়ে কি আপনার কোনো কবিতা আছে?

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা।

৬| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর।
পোস্টে চতুর্থ লাইক।
শুভেচ্ছা নিয়েন।

১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: ইশ ! এমনিতেই মনে প্রেমের ছড়াছড়ি তার উপর ভাইয়ার এমন একখান প্রেমের কবিতা ।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আজকে বোধ হয় কবিতা পোস্ট করতে পারবো না । যদিও মাথায় কবিতা ঘুরাঘুরি করছে। দারুন ব্যস্ত সময় পার করছি....

৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৩

মাহমুদুর রহমান বলেছেন: পবিত্র কোরআন সূরা আল মূলকের দুই নম্বর আয়াতে উল্লেখ আছে,
তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য।তাই জীবনে যত ভালো কিছু আর খারাপ কিছু আসুক আমাদের আল্লাহ্‌র প্রতি ভরসা রাখতে হবে।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.