নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ডাহুক পাখি বিড়ম্বনা

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২১

বল বৃষ্টির ঢল,
রাজপথে ঢেউ তুলে—আর কতদিন
উছলিয়া চপল জলে—ছুটে চলা তোর
তটিনীর মতন
তাতে পথিকের পথচলা—ব্যস্ত নগরে
ট্রাফিক জ্যামে—বন্দী থেকে
অথবা ডাহুক পাখি—নগ্নপায়ে..
এ কেমন নগর জীবন!!
অপরিকল্পিত নগরায়নের অভিশাপে;
উন্নয়নের মহাসড়কে—উন্নয়নের কানামাছি খেলা।
কে উ কী দেবে না খুলে বাঁধা দু’চোখ?
ভূতাত্ত্বিক জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক
রাজনীতির গোলকধাঁধা—তবেই জল পাবে নদী
রাজপথে নামবে না ঢল নিরবধি
যেন জোয়ার এলে সমুদ্রের উত্তাল জল—ঢেউয়ের মতন
তাতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে
করিতে হবে না মুণ্ডুপাত; অভিসম্পাত সময়ের শ্রাদ্ধ করে
সোনার হরিণ সিংহাসনের—বাণী বন্দনা
তবেই হবে—ভূতাত্ত্বিক জ্ঞানের সঠিক প্রয়োগ
অবকাঠামো বিনির্মাণে
মুক্তি দিবে নগর জীবন— দুঃসহ এই নরক যন্ত্রণা থেকে।
প্রিয়তমা ঘুম ভেঙে এবার ওঠো প্রস্ফুটিতো ফুলের মতো
সবাইকে দাও জাগিয়ে সুঘ্রাণে জাগরণি মন্ত্রযপে আমার প্রাণে
প্রেরণা দাওগো ঢেলে নিয়েছি আবার কলম তুলে
এবার ওঠো লক্ষ্মীসোনা কথা দিলাম এবার হবে..
যৌবনের অনুরাগে .

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৭

অর্থনীতিবিদ বলেছেন: ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের রাজপথে বয়ে চলা নদীর জলে চুবানো দরকার।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৪

এমজেডএফ বলেছেন: ভালো লাগলো।
কবিতা চমৎকার হয়েছে। সমসাময়িক দুঃসহ যন্ত্রনা থেকে মুক্তির বাণী কবি নজরুলের সুরে...

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ,মুগ্ধ হলাম,শেষ পাঁচ লাইনের কথাগুলো হৃদয় ছুয়েছে।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কিছুটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৫| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩০

নজসু বলেছেন:




জোশশশশসসসসস.....
দারুণ লেগেছে প্রিয় কবি।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: পায়ের ফুল প্যান্ট গুটিয়ে ডাহুক পাখির মতন রাস্তা পার হওয়া লাগে। সেটি হলো ডাহুক পাখি বিড়ম্বনা। #:-S

৬| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: জলাবদ্ধতার জন্য আমাদের জনগনও অনেক দায়ী, সবাই সচেতন হলে সমস্যা কমবে।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনি কি ভেবেছেন পানির লিচিং হওয়ার জায়গা কত খানি আছে এই শহরে । শহরের পৃষ্ঠে কনক্রিট আর সিমেন্টের আচ্ছাদন পানি ভূগর্ভে যেতে দিচ্ছে না। নেই পরিকল্পিন ড্রেইনেজ সিস্টেম। এখন রাস্তাগুলো ড্রেইনের ভূমিকায়। আর জনগণ কিন্তু সচেতন হয়ে জন্মায় না। সরকার কর্তৃপক্ষ যেখানে সচেতন নয় । মানুষ কিভাবে সচেতন হয় । তাদের সচেতন করে গড়ে তুলতে হয়। এর দায়ভার এড়াতে পারবে না সরকার কিংবা সুশীল সমাজ। প্রকৌশলিদের পাশাপাশি ভূতত্ত্ববিদদের এসব রাস্তাঘাট ও অবকাঠামো নির্মানে ব্যবহার করতে হবে। না হলে রাস্তা ঘাট নদী নালার মতো আমার ডুবিয়ে মারবে। নদীর ভাঙনের মতো ভাঙনও করতে পারবে দূর্বল স্থাপনা হলে।

৭| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: আমি জনগন বলতে আমারা সবাইকেই বুঝিয়েছি।

ঢাকা নগর পরিকল্পনা ছাড়াই গড়ে উঠছে তাই নতুন সমস্যার সাথে খাপ খাওয়াতে পারছেনা।

সরকার শুধুই খালেদা হাসিনা না. প্রতিটা সরকারী বেসরকারী অফিসে আমরাই কাজ করি।

আমরাই আমাদের শহরের জন্য পযাপ্ত কাজ করছিনা।

১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কথা সত্য বলেছেন। ঢাকার সমস্যা প্রাধান্য না দিয়ে আমরা পরে আছি পার্বত্য এলাকা নিয়ে অথচ বাস করছি ঢাকায়। আমাদের সবারই এক যুগে কাজ করা উচিৎ ঢাকা তথা দেশকে রক্ষা করার জন্যে ।
অনেক পরে ব্লগে এলেন ।ব্লগে সুস্বাগতম হে!

৮| ১৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৯

নজসু বলেছেন:




আমরা যারা গ্রামে থাকি আপনাদের মতো এতো বিড়ম্বনা আর ঝামেলা পোহাতে হয়না।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার বেশ আছেন। তবে সমস্যা হলো গ্রামগুলো আর গ্রাম থাকছে। শহুরে পলিউশন ঢুকে যা্চেছ গ্রামের ভিতর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.