নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি পুরাতন কবিতা
একজন অমলকান্তি— একজন নূর হোসেন,
আরো অনেক একজন..
সেদিন প্রতিবাদ মুখর হয়েছিলেন
গণতন্ত্র মুক্তির দাবিতে তাদের কেউ কেউ
এখনো বেঁচে আছেন মমি হয়ে
কেউ আবার বুলেট ঝাঁঝরা হয়ে
মরে পড়ে ছিলেন কুকুরের মত—প্রতিবাদে স্বৈরাচারের
গদি টলে গেছে —
মুক্তিকামী মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে
এখন সময় বদলে গেছে—যারা গণতন্ত্র রক্ষা করবেন বলে
জনসমক্ষে শপথ নিতেন—সিংহাসনের লোভে তারা হিংস্র
হায়েনার চেয়ে বর্বর—তারা এখন মানুষের বাক ও বিবেকের স্বাধীনতা
গোগ্রাসে গলধকরণ করেন—মানুষ এখন আর উম্মুক্ত বক্ষে অথবা পিষ্ঠে
লেখেনা গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক
তারা এখন তৈল মর্দনে ব্যস্ত অন্যথা হলে রাজাকার পদবি জুটে
দেশদ্রোহিতার মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে কেউ আর বলতে চায়না
‘গণতন্ত্র চাই’ —এ দেশে যে যায় লংকায় সেই হয় রাবন
মেঘনাদ বধ কাব্য লেখার সাহস টুকু হারিয়ে গেছে
চাটুকারে ভরে গেছে দেশ
অমল নূর হোসেনরা বুকে পাষাণ বেঁধেছে
আজ একজন স্বৈরাচারের মৃত্যু হয়েছে প্রবঞ্চক ক্ষমতার চাটুকারিতায়
স্বাভাবিক নিয়মেই—যে দেশে প্রকৃত দেশপ্রেমিকের স্বাভাবিক মৃত্যু নেই ।
তুমি ব্যতিক্রমী
তুমি বড়ো ব্যতিক্রমী
তবু প্রেমের যে হয় না ব্যতিক্রম
দু’চোখে কেবল তার রঙিন স্বপন
গন্তব্য একটা ই .
জানিগো ভালো লাগে না.
আমারো ঠিক তা ই..
আমিও চাই সম্পূরক প্রেমের অটুট বন্ধন
সুখের অসুখে ভেসে প্রেমের নিকুঞ্জ বন
তুমি আমি শুধু দু’জনায়
তুমি— বড়ো ব্যতিক্রমী, ভালোবাসিগো তোমায়
চারিদিকে যেন অথৈ জলরাশি —তুমি ছাড়া
এই ছন্নছাড়া জীবনে— আর কেহ নাই কিছু নাই…
হে অনুজ
হে অনুজ, আপনার পদচারণায়
আমার অতীত পদধ্বনি শুনি
এ আমার ব্যর্থতা যদি সঠিক পথটি
না রেখে যেতে পারি—না দেখাতে পারি আলো
ধ্রুব তারার মতো
চলার পথে —বাঁধা আসে
তাই কী নদী থেমে থাকে
নদী ছুটে যদি ভুল পথে
পাহাড় সমীপে—ভুল বুঝে
ঠিকই সে ফিরে আসে
গন্তব্য তার অথৈ সমুদ্র
নদী জানে—তবু সব নদী
পায়না সন্ধান—মাঝপথে হয় ইতি
যদি হারায় স্রোত—পথচলার গতি
যদি তেমন হয়—আমার আছেগো সংশয়
আমার গন্তব্য যেন সাগর হয়
তবেই যদি পারি—নচেৎ সকলি অপচয়।
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: হা হা বলেন কি? নূর হোসেনের মত পরিণতি যেন আপনার না হয় । অশেষ কৃতজ্ঞতা প্রথম কমেন্টে ।
২| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
ঢাবিয়ান বলেছেন: নুর হোসেনদের আত্মত্যাগ পুরোপুরি বৃথা গেছে।
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গ বন্ধু শহীদ জিয়া জাতীয় চার নেতা....সহ আরো অনেকের স্বাভাবিক মৃত্য হয় নি । কিন্তু স্বাধীন বাংলাদেশে এরশাদ সাহেব প্রথম সৈরাচার হয়েও স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন । আর আমাদের মতো আমপাবলিক তো আছেই ।।।
৩| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
বিলুনী বলেছেন:
কেও আবার বুলেট ঝাঁঝরা হয়ে
মরে পরে ছিলেন কুকুরের মত-প্রতিবাদে স্বৈরাচারের
শুনেছি ভাল কিছুর জন্য সংগ্রামে কেও মরলে শহীদ বাচলে গাজী
নুর হুসেন খানের মত যারা প্রতিবাদী সংগ্রামে বুলেট ঝাঁঝরা হয়ে মরে গিয়ে কবির কলমের আচরে
যদি তারা কুকুরের অভিধায় কবিতায় স্থান পায়, তাহলে শহীদদের প্রতি এমনতর ভক্তি দেখে মন ভারী হয়ে আসে
আবার গনতন্ত্রকামী সকলের কাছে প্রাতস্মরনীয় শহীদ নুর হোসেন খানের নামটিও সঠিকভাবে উচ্চারিত হতে দেখা যায়নি কবিতাতে । কবিতায় মত দেখায় এসমস্ত লেখায় সঠিক শব্দ প্রয়োগ দাবী রাখে ।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: নূর হোসেন একটি প্রতিবাদ। আমাদের জাতীয় বীর কোন সন্দেহ নেই। আমি ছোট হলেও মনে আছে আমার চাচা তখনো ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে শেষে দিকে আর কি। সারা ঢাকা সেদিন স্তবধ হয়ে গিয়েছিল্ । পরবর্তী প্রজন্ম তা অতটা অনুধাবন করতে পারবেন না। এটা কবিতা।কবিতার ভাষা । আমি তো ভালা না। কিন্তু এতো খারাপ ভাববেন না।
সেদিন গণতন্ত্রকে কুকুরের মতই গুলি করে হত্যা করা হয়েছে জনাব।
আপনি কি শব্দ ব্যবহার করতেন বলুন তো দেখি।
আপনার মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত। ভাল থাকুন সুপ্রিয় ব্লগার ।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি বেশি ভাল হয়নি বোধ হয়!!!
৪| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: নুর হোসেন বাংলাদেশের চিত্র। এই দেশের ৯৯% লোকজন নুর হোসেন। গত ইলেকশনে খালেদা জিয়া সরকারের জন্য নুর হোসেনরা ব্লগে ফেসবুকে ইউটিউবে আন্দোলোন করেছে।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: একমত। এরশাদ সাব রা কোনদিন শহীদ নূর হোসেন দের উচ্চতায় উঠতে পারবেন না। শহীদ নূর হোসেন দেখিয়ে গেছেন প্রমান করে গেছেন আমরা বীরের জাতি। স্বৈরাচার বিরোধি আন্দোলনে তিনিই অগ্রনায়ক। তাকে লাল সালাম।
বিজ্ঞ ব্লগার তার বিষয়টি কবিতায় ওভাবে উল্লেখ করে তাকে কি হেয় করা হয়েছে মনে হয়? এ বিষয়ে আপনার অভিমত কি? তাহলে কবিতাটি বাদ দিয়ে দিই। এরশাদ সাবের অনেক ভক্ত গুণগ্রাহী আছেন। আমার কেবল শহীদ নূর হোসেনের কথা মনে আসছিল। আর কবিতা আমার মন থেকে সৃষ্ট। এরশাদ অনেক উন্নয়নও করেছেন । বাংলাদেশের রাজনীতির ভারসাম্য ও হয়ে ওঠেছিলেন।
সুবিধাবাদী যে তিনি তাতে কোন সন্দেহ নেই। তারপরও ইন্না নিল্লাহ আমি ঠিকই পড়েছি।
৫| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
নীল আকাশ বলেছেন: @ মাহমুদ ভাই এভাবে অকাতরে মানুষ গুম করলে এরপর এইসব জায়গাও নুর হোসেনদের পাবেন না।
আসুন সমবেত কন্ঠে এরশাদের জন্য একুশে পদকের দাবী তুলি।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের সরকার যেন জনগনের হয়।এই কামনা করা তো দূষের কিছু নয়।
এরশাদ একুশে পদক????
তবে হ্যা কাউকে ব্যক্তিগত আক্রমন আমি পছন্দ করি না সমর্থনও করিনা। আমার অনেক প্রিয় সিনিয়র ব্লগার এখন আর ব্লগিং করেন না। অনেক জুনিয়রও। বিষয়টি আমাকে তাড়িত করে খুব। সবাই যেন সম্মান নিয়ে ব্লগিং করতে পারেন এই শুভকামনা করি।
কারো সম্মানে আঘাত না করে ব্লগিং করা যায়।
ভুল গুলো সংশোধন হোক। আমারটা সবার আগে হোক। ব্লগ ভালো থাকুক। ভালো থাকুক ব্লগার।
৬| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নজসু বলেছেন:
মৃত মানুষটাকে (এরশাদ) আল্লাহ মাফ করুন।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ।
তবে ইতিহাস বিকৃতি না হোক। বায়াসড না হোক ।
কমেন্টে ধন্যবাদ।
৭| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কবিতার কোলাজ ।
প্রথম কবিতায় দ্রোহের বিস্ফোরণ পেলাম।
দ্বিতীয় কবিতায় সত্যিই 'তুমি ব্যতিক্রমী' অনুভূতি বয়ে চলুক জীবনভর।
তৃতীয় কবিতায়, অনুজ এর প্রতি আহ্বান সত্য হোক।+++++
শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: তৃতীয় কবিতাটি আমাকে অনুজ ভেবে করা ।
সিনিয়র ব্লগাররা অবশ্যই বুঝবেন। সিনিয়রদের অনুসরণ করে জুনিয়ররা। তারা ভুল করলে অনেকে ভুল করে পথ হারাতে পারে
দারুন কমেন্টে আপনি আমাকে অনুপ্রাণিত করেন।অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।
৮| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই যুগে প্রতিবাদী দেখতে হলে চিড়িয়াখানায় যেতে হবে। বাঘের পশম ধরে টান দিলে সে প্রতীবাদ করে।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। দারুন কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা বলেন কি? নূর হোসেনের মত পরিণতি যেন আপনার না হয় । অশেষ কৃতজ্ঞতা প্রথম কমেন্টে ।
ভালো থাকুন।
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সব সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। নূর হোসেনের হাতে গণ্তন্ত্রের পতাকা। এবার কমেন্ট করি আপনি নূর হোসেনের মত বিখ্যাত ব্যাক্তিটি হয়ে ওঠেন। আর সুদীর্ঘ জীবন লাভ করুন। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা আপনার জন্য ।
১০| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৮
আমিই মুসাফির বলেছেন: এযুগের নুর হোসেন সব মরছে
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: তা বলতে পারেন। তবে আমি চাই তার মত মুক্তিকামী আ গণতন্ত্রমনা হোক আমাদের শাসক শ্রেণী। তারাতে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নন।
১১| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মরহুম বিশ্বকবিকে আল্লাহ ক্ষমা করুন। তবে সুরেন্দ্রলাল ত্রিপুরা সহ যাদের কবিতা উনি চুরি করে নিয়ে এসেছেন তারা ক্ষমা করবে কিনা জানা নেই।
একটা কথা হচ্ছে,
উনাকে জান্নাত এ জায়গা দিয়ে দিলে আল্লাহ র কিছু কমবে না।
কবিতাগুলো ভাল হয়েছে সেলিম ভাই।
প্লাস++++
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
স্রষ্টা বেহেশতের মালিক আবার দোজখের । আমি চাই না আমার শত্রুও জাহান্নামে যাক। আখের আমার ললাটওে তো একটা ঠিকানা হবে ।
১২| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৭
শ্রেষ্ঠ অফিসার বলেছেন: কটি পূরাতন কবিতা - কেমনে হয়?
১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কেন যেন এমনটিই মনে হলো। আপনার মতে কবিতার নাম কি হওয়া উচিৎ?
কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৭
অর্থনীতিবিদ বলেছেন: অগ্রজরাই অনুজদের পথ দেখায়। তাদের দেখানো পথটি অনেক গুরুত্বপূর্ণ। অমল, নুর হোসেনরা একসময় পথ দেখিয়ে গেছে। তাদের আত্মত্যাগ কতটুকু সফল হয়েছে তা সময়ই বলতে পারবে। তবে তাদের আত্মত্যাগ যেন অপচয় না হয় তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। ছোটরা বড়দের কাছ থেকে শিখবে বা শিখে। আমাদের দায়িত্ববোধ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করে ।
১৪| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুপ্রিয় ব্লগার সব সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। নূর হোসেনের হাতে গণ্তন্ত্রের পতাকা। এবার কমেন্ট করি আপনি নূর হোসেনের মত বিখ্যাত ব্যাক্তিটি হয়ে ওঠেন। আর সুদীর্ঘ জীবন লাভ করুন। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা আপনার জন্য ।
আপনার কবিতা যেমন সুন্দর। আপনি মন্তব্যও করেন খুব সুন্দর।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আবারো এস কমেন্ট করাতে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৫| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আবারো এস কমেন্ট করাতে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
কবিতা আমি লিখতে পারি না। যারা কবিতা লিখতে পারে তাদের আমি পছন্দ করি।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি গল্প লিখেন প্রবন্ধ লিখেন সবাই সবকিছু লিখলে কেমন হবে। আমি কবিতা লিখি। শায়মা ছবি আকে গান গায় কবিতা লিখতো অং বং আরকি কোরিওগ্রাফির ও এক্সপার্ট হাসান মাহবুব গল্প লিখে, গিয়াস লিটন রম্য লিখে। একেক জন একেকটা করে। আপনিও দারুন লিখেন। হাসান মাহবুব কবিতা অতটা ভালো লিখতে পারেন না। তবু লেখে। আপনিও তো দেখি মাঝে মাঝে লিখেন। ...
১৬| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:০০
সুমন কর বলেছেন: সুন্দর। কেমন আছেন?
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর আমি ভালো আছি।
১৭| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৮
কালো যাদুকর বলেছেন: নুর হোসেনের জীবন বৃথা গেছে। আমাদের আমি থেকে ২ /৩ বছর ঝরে গেছে। জেনারেল এরশাদ কে নামাতে গিয়ে টিয়ার গ্যাস খেয়েছি। এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ পাইনি। দেশ ছাড়তে হয়ছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আমার ভালো নাম কিন্তু নূর হোসেন খান।