নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৮৩ জন- স্বাস্থ্য অধিদপ্তর
১৮ বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু আর গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ হাজার যা গত ১৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জুলাই মাসের ২২ তারিখে ৪০৩ জন, ২৩ তারিখে ৪৭৩ জন, ২৪ তারিখে ৫৬০ জন, ২৫ তারিখে ৫৪৭ জন এবং ২৬ তারিখে ৩৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।ঢাকার বাইরেও পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন ২১ জন।ফেনীতে সদর হাসপাতালে ২৬ জন। এখানে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪৬ জন। চিকিৎসকরা জানান, ফেনীর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকায় আক্রান্ত হয়ে এসেছেন। রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন ২০ জন। এরমধ্যে আতিকুল নামে এক পুলিশ সদস্যকে রাখা হয়েছে আইসিইউতে। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি ২৯ জন, বরিশাল মেডিকেলে ১২ জন, নোয়াখালীতে ১০ জন আর জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে দুজন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। (তথ্যঃ বিভিন্ন পত্রিকা ও নেট)
জীবানুবাহি স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে। ডেঙ্গু মুক্ত শহর গড়তে হলে শহরকে এডিস মশা মুক্ত শহরে পরিণত করতে হবে। ডেঙ্গুর জীবানুবাহি প্রতিটি মানবের সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। আর বাচ্চাদের প্রয়োজনে মশারির ভেতর রাখতে হবে। ঢাকা মহানগরীতে বদ্ধ জলাশয় কম নয়। সেগুলো সহ বাড়ির গাছের টবের পানি, ফ্রিজের পানি, বাথরুমে সংরক্ষিত পরিষ্কার পানি ডেঙ্গুর বংশ বৃদ্ধির জন্য অনুকূল।ঢাকা মহানগরী দুই কোটি লোকের আবাস স্থল। ঘনবসতি এলাকা হওয়াতে সময়মত সচেতন না হলে আর কর্তাব্যক্তিগণ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মহামারি দেখা দিতে পারে। মানুষের মৃত্যু সবচেয়ে বেশি ঘটে থাকে মশার কামড়ে। সে বিবেচনায় মশা বিষধর সাপের চেয়ে মানুষ হত্যায় বেশি পারঙ্গম কথাটি মাথায় রাখতে হবে। প্রয়োজনে মশক নিধনের ও ডেঙ্গুমুক্ত শহরের দাবীতে রাজধানীর বুকে মানব বন্ধন হতে পারে। কারণ ধর্ষণ, হত্যার বিরুদ্ধে মানব বন্ধন প্রতিবাদ হলে ডেঙ্গুর বিরুদ্ধে হবে না কেন। এ ব্যাপারে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। শুধু ধামাচাপা দেয়ার জন্য অথবা দলের লাভের জন্য মিথ্যে প্রচার অন্তত এই ডেঙ্গু বিষয়ে কাম্য নয়।সঠিক তথ্য যাচাই বাছাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হলো সুশাসন। বর্তমান সরকারের কাছে আমরা ডেঙ্গু বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নগরকে ডেঙ্গুমুক্ত করে নাগরিকদের ডেঙ্গুর আশংকা মুক্ত করার আকূল আহবার জানাই।
ডেঙ্গু বিষয়ে কোন প্রহসনমূলক বক্তব্য অপ্রত্যাশিত
—আমরা চাই সঠিক তথ্য
আমরা চাই সুস্হ— ডেঙ্গুমুক্ত জীবন
বদ্ধ জলাশয় গুলোর প্রয়োজনীয় সংস্কার
যারা আক্রান্ত তাদের রক্ত দিন— জীবন বাঁচান
বিনামূল্যে ডেঙ্গুরোগীর সুচিকিৎসার দাবী জানাই
আমরা কর্তৃপক্ষের নিকট নিরাপদ বাসযোগ্য দেশ চাই
ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে সম্যক জ্ঞান চাই
সুস্হ নগর জীবন চাই
আমরা ডেঙ্গুমুক্ত আবাস চাই
পাঠ করলে লাভবান হবেন মে থেকে সেপ্টেম্বর-ডেঙ্গুজ্বরের এখনি সময় এখনি সময় সাবধানতার - শায়মা হক আমরা পোস্ট দিয়েও দায়িত্ব পালন করতে পারি।
আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট যা আমাদের ডেঙ্গু ও ডেঙ্গু রোগ প্রতিরোধ ও প্রতিকারে আমাদের সম্যক ধারণা দিতে কার্য
কর ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস ।
রাসায়নিক পদার্থ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে মশা থেকে বাঁচার উপায় । লিখেছেন - কাল্পনিক _ভালবাসা
বাড়িতে থাকা তেল দিয়েই মশার বিরুদ্ধে যুদ্ধ করুন, ব্লিচ বা অন্য ক্যামিকেলের চেয়ে আমাদের খাবার তেল পরিবেশের জন্য কম ক্ষতিকর। লিখেছেন- নতুন
মশা নিধনে ‘মশামাছ’ লিখেছেন সত্যপথিক শাইয়্যান
ডেংগু জ্বরের টিকা উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিৎ। লিখেছেন -চাঁদগাজী
মশা দিয়ে মশা নিয়ন্ত্রণের চমৎকার দুটি বৈজ্ঞানিক পদ্ধতি।দায়িত্বশীলদের কার্যকরী পদক্ষেপ না নেয়োর সম্ভাব্য কারণ। লিখেছেন-জুনায়েদ বি রাহমান
এডিস মশার হাত থেকে বাঁচার কিছু কৌশল। লিখেছেন - নতুন নাকিব
মশা সমস্যা সমাধানে ঢাকার সিটি মেয়রদের ব্যর্থতা ও দায়িত্বপালনে অস্বীকৃতি; সমস্যা সমাধানে সরকারের জন্য একটি প্রস্তাবনা। লিখেছেন- মোস্তফা কামাল পলাশ
ডেংগু কন্ট্রোল এ—বিদেশি অভিজ্ঞতা । লিখেছেন - কলাবাগান১
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। আমাদের আরো সচেতন হওয়া উচিৎ ।
২| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেডিস এডিস মশা তো খুব ভয়ঙ্কর!
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল৮ থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৮৩ জন।এই সংখ্যা গত এক মাসের (২৬ জুন-২৭ জুলাই) মধ্যে সর্বোচ্চ। এর আগে সবচেয়ে বেশি ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছিল গত ২৪ জুলাই।ডেঙ্গুর প্রকোপের মধ্যে শুক্রবার ঢাকার শিশু হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভিঅধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, বছরের শুরুর দিন থেকে শনিবার (২৭ জুলাই) পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে থেকে ৭ হাজার ৮৪৯ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
সচেতন হই, সাবধানে থাকি......
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন:
আপনার কমেন্ট পাঠকদের সচেতন করে তুলতে সহায়তা করবে।
৩| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৩
মুক্তা নীল বলেছেন:
প্রয়োজনীয় পোস্ট ।এখন আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর।
জানিনা, নগরবাসী রেহাই পাবে কি না ?
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন:
নগরবাসী নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে হবে ব্যক্তিগত উদ্যোগে । সরাকরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে । না হলে রাস্তায় প্রতিবাদ। আন্দোলন করা উচিৎ সুশীল সমাজের আবাল বৃদ্ধবণিতা সবার ।
৪| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
নারীর ক্ষমতায়নের ফলাফল, নারী মশা ভয়ংকর খেলায় মেতে উঠেছে। প্রধানমন্ত্রী ফিরে না আসা অবধি কোন ব্যবস্হা নেয়া কি সঠিক হবে?
২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন:
মশার বংশবৃদ্ধি জমা পানিতে। প্রধানমন্ত্রী ছাড়া সবাই এখন তোতাপাখি । প্রধান মন্ত্রী ছাড়া কেহ সিদ্ধান্ত নেবার সাহস ও যোগ্যতা না থাকা সরকারের দূর্বলতা। এর দায় প্রধান মন্ত্রী এবং তোতাপাখি সভার কেউ এড়াতে পারবে না । সবাই সমান পাপী স্রষ্টার দরবারে।
৫| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
৮ ১০ বছর আগে বিমান যাত্রাপথে আমেরিকার জন হপকিন্স এক প্রফেসরের সাথে দেখা হয়েছিল। তখন ডেঙ্গু বড় খবর।
উনি একজন ইপিডিমিলজিষ্ট, বাংলাদেশেও বেশ কিছুদিন মহামারি নিয়ে কাজ করেছিলেন।
ডেঙ্গু থেকে কিভাবে বাচা যায়?
প্রশ্নের জবাবে উনি বলেছিলেন ডেংগু বা ম্যালেরিয়ার মশা মারতে এলোপাথারি স্প্রে করে মশা মারাটা বোকামি। আসলে মশা মারাটাই বোকামি, মশা এমনিতেই আড়াই থেকে ৩ দিনের ভেতর মারা যায়।
বাতাসে স্প্রে / ধোঁয়া না মেরে মশার উত্তপত্তিস্থল ধ্বংশ করতে হবে।
(জমে থাকা পানি তে কেরসিন বা ডিডিটি বা অন্য কিটনাশক স্প্রে করে)
নাগরিকরা সবাই সচেতন হলে বাড়ীর আসেপাসে মশার উত্তপত্তিস্থল ধ্বংশ করতে অংশগ্রহন করলে ডেংগু উপদ্রব কমে যাওয়ার কথা।
২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: মশা মারতে —কামান দাগো
___________________
মশা মারতে —কামান দাগো
মশা নয় তুচ্ছ প্রাণী কোন
মানবজীবন নাশের সক্ষমতায়
তাদের সমান আর কেহ নাই—বিপন্ন এই বসুন্ধরায়
কামান দাগালে মরবে না মশা—
সে তো কথার কথা—দিতে হবে সঠিক দাওয়াই
ঢাকাশহর আক্রান্ত আজি এডিস মশায়—ডেঙ্গু জ্বরে
মরছে মানুষ কষ্টে মানুষ—মশার কামড়ে হায়
এতো বিষ কালনাগিনীর দাঁতেও নাই
মশাকে তুচ্ছ জ্ঞান করো না আর
কত মানুষ মশার কামড়ে পগারপার—তার কোন ইয়ত্তা নাই
কতো মেয়র দিলেন কথা
মশামুক্ত ঢাকার শহর—ফাঁকা বুলি এ কথা ভাই
কেহ কথা রাখিতে পারেন নাই
মেয়র গেলেন মেয়র আসলেন—এটাই প্রমানিত
মশা মারার সক্ষমতা —কোন মেয়রেরই নাই!!
মশার সামনে সকল মেয়র যেন
তুচ্ছ অতি তালপাতারই সেপাই
আমাদেরই লড়তে হবে মিলে সকল বোন—ভাই
সম্মিলিত প্রচেষ্টায়
সুতীব্র প্রতিবাদে ঢাকা শহর প্রকম্পিত করে
এক দফা এক দাবি মশামুক্ত ঢাকা চাই
আমরা সবাই কামান দাগাই
তবেই যদি সম্ভাব্য মহামারি থেকে
—দেশবাসি রক্ষা পায়
—প্রিয়তমা শান্তি পায় ।
........................................................................
.....কবিতা কেমন হলো?...মশা মারা নিয়ে কবিতা এই টাই
৬| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: আমার বাসায় চারজন্য ডেংগু রুগী।
ঢাকা শহরের হাসপাতাল গুলোর অবস্থাও ভালো না।
আমার বাসায় চারজন্য ডেংগু রুগী।
ঢাকা শহরের হাসপাতাল গুলোর অবস্থাও ভালো না।
২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: খুব বেদনাদায়ক সুপ্রিয় রাজিব নূর। এর থেকে পরিত্রাণ চাই। দোয়াও করি স্রষ্টার দরবারে
হে স্রষ্টা আমাদের রক্ষা করো।
৭| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৬
নীল আকাশ বলেছেন: খুব ভাল পোস্ট। কালকে রাতেই এই খবর শুনলাম।
প্রয়োজনীয় পোস্ট, এটা স্টিকি করার আবেদন জানাচ্ছি।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:২২
জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে। দেশে জরুরী অবস্থা জারি করে মশক নিধনে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।এবং বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোতে আগাম ছুটি ঘোষণা করার দাবি জানাচ্ছি।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: শুধু জানি পরিস্থিতি ভয়াবহ। আমাদের সবার সতর্ক হওয়া উচিৎ। আপনার মতামত অযৌক্তিক নয় । ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। এমনকি ব্লগেও। সবার সার্বিক সচেতনতার কোন বিকল্প নেই। অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে ।
৯| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫০
আখেনাটেন বলেছেন: ডেঙ্গু এবার একটি আতঙ্ক।
নিজেদের বাড়ির চারপাশ নিজেদেরই সাফ করে রাখতে হবে। জনগণের সচেতনতার পাশাপাশি সরকারও ভালোভাবেই টনক নড়া দরকার বিপর্যয় ঘটার আগে।
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সরকার কেমন যেন ধামাচাপা দিয়ে পার পাবার চেষ্টা করে। এক্ষেত্রে হীতে বিপরীত হতে পারে। গণরোষে পড়ার আগে সরকারের টনক নড়া উচিৎ। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসা উচিৎ। প্রকৃতই জনগণের সেব হয়ে ওঠা উচিৎ ।
সুন্দর কমেন্ট আখেনাটেন ।
১০| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১:২২
ভবিষ্যত বলেছেন: নিজেকে সচেতন হতে হবে.... সরকারের আশায় বসে না থেকে নিজে সচেতন হন..মনে করবেন আপনি আপনার পরিবারের সরকার...
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। ডেঙ্গু নিয়ে দারুন কিছু পোস্টের অবতারণা করছেন কয়েকজন সম্মানিত বিচক্ষণ ব্লগার। সকৃতজ্ঞচিত্তে তাদের লিংকও এখানে সংযুক্ত করা হলো । এ সেনসিটিভ বিষয়ে সম্যক ধারণা লাভ অতীব প্রয়োজনীয় সেই বিবেচনায় ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৭
ইসিয়াক বলেছেন: আচ্ছা আমরা এত দায়িত্বজ্ঞানহীন কেন?আর নিজেদের আশপাশটাই বা এত অপরিচ্ছন্ন রাখি কেন?
আসুন সবাই মিলে গাছ লাগাই ।নিজের আশেপাশে জায়গা পরিষ্কার রাখি। সুস্থ থাকি ভালো থাকি।
ধন্যবাদ