নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা বাঁচিতে জানেসত্যি করে বলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪১



ভালোবাসা বাঁচিতে জানে

তুমি কী তবে সফল . ভবে?
সেদিন আমাকে পাশে না পেয়ে!!
জেনে রেখো পৃথিবীর সব প্রেম
মাথা করেছে হেট—আমার প্রেমে।
এখন হয়তো বলিতে পারো
প্রেম বলে কিছু নাই
বুঝিতে তো পারো —প্রেম ছিল এই বুকে
হয়তো মরে গেছে—হয়তো বা আছে বেঁচে শোকে
বলো কজনে ভালোবাসতে জানে?
ক’জনে পাখির ডানায় ভাসিতে জানে?
ক’জনে লিখতে পারে কবিতা ?
বলো ক’জনে লিখেছে তা—শাশ্বত ভালোবাসা নিয়ে বুকে।
বলো কতবার দেখেছো চাঁদ—ভরা পূর্ণিমায়?
কতোবার ভিজেছো বর্ষার জলে— রিমঝিম বৃষ্টিতে?
কতোবার ভাসিয়েছো তরী—গন্তব্যহীন ঠিকানায়?
কতোবার হয়েছো মুক্ত বিহঙ্গ— ইচ্ছে ডানায় ভর করে?
—নীল আকাশের সীমানায় ।
জানো এইখানে সব ছিলো তোমার—আর কোথা পাবে না তা
আর সব কেবলই ব্যর্থতা—
কতোবার নেয়েছো ভালবাসা জলে?
বলো কতবার পূর্ণ হলে?—প্রেম হয় না কখনো হিসাব গুনে গুনে
তাহলে গোধূলীর আলোয় ভালোবাসতো না রবি সাগর;
চাঁদের প্রেমে পৃথিবীর বুকে উঠতো না জোয়ার,
কবিতা হতো না লেখা— তোমার কারণে্
ভালোবাসার হয় না ব্যকরণ— তবু ভালোবাসা নয় অকারণ
ফিনিক্স পাখির মতো—ভালোবাসা বাঁচিতে জানে ।




সত্যি করে বলো


সত্যি করে বলো
কতোবার হয়েছো আঁখি ছলো ছলো?
আমারি বেদনায়;
বলিতে কী পারো—একবারো নয়?
বলো কতোবার চেয়েছো কাছে?
হৃদয়ের ছোট্ট ঘরে
কতোবার দিতে চেয়েছো ঠাঁই
অপার মমতায়— শুধু আমায়।

কতোটা ভালোবেসে
আমার কবিতা করেছো পাঠ?
আমার সাফল্য ফলক ঘেটে
তোমার অপার আনন্দ লাভ ।

কখনো কী ভাবোনি ছোট্ট জীবন ..
আমি জানিতে চাই।

কতোবার তোমার নিষ্কাম প্রেম
সীমনা পেরিয়ে ?
হয়ে গেছে কামনার প্রস্ফুটিত রক্তগোলাপ।
এই ভ্রমরের অন্বেষণে
বলো কতোবার হয়েছে মনে?
সঙ্গোপনে —তোমার আমার আড্ডার টেবিলে
এক কাপ উষ্ণ চা—উষ্ণতা পৌষের শীত দূর করে
অথবা রাতের ডিনার ।

কতবার হয়েছে মন হিজলের বন
বার বার ডাকতে থাকা ঘুঘু
কতবার হয়েছে মনে?
এক নিমিষে আসিতে উড়ে—বক্ষে আমার
ইচ্ছে ডানায় ভর করে—
যেখানে এক সমুদ্র পিপাসা
ওগো, শুধু তোমার কারণে ।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন: সুন্দর +

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি, আমি কিন্তু লিখি না কবি তা। কবিতা এমনই হলো....... আমি এখন বেঁচে আনন্দে বিভোর। বেচে থাকা মানে ভালো থাকা বেচে মানে ভালোবাসার অপার সম্ভাবনা।

বলতে গেলে হৃদয় আমার নাচেরে আজিকে ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

ইসিয়াক বলেছেন: ভালোবাসা বাঁচিতে জানে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাকার আছে মানে
কেন এ বেঁচে থাকা স্রষ্টা জানে,

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা সুরভিকে আবৃত্তি করে শোনালাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: তারপর কবিতা আবৃত্তি শুনে তিনি কী বললেন। অশেষ কৃতজ্ঞতা কমেন্টে রাজীব নুর।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয়তমাকে আবৃত্তি করে শুনানোর খুব ইচ্ছে করছে। বেশ লিখেছেন প্রিয়জন!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি অশেষ কৃতজ্ঞতা কমেন্টে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.