নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বাংলার অপরূপ রূপ— আমি দেখিয়াছি;
বৃষ্টির নূপুর টাপুর টুপুর —নদে এলো বান,
খোলা হওয়া উন্মুক্ত প্রান্তর—সবুজের অবুঝ মায়া
জুড়িয়ে দিয়েছে এই অন্তর; সবুজ ধানে ছেয়ে গেছে
—বিস্তীর্ণ মাঠ।
ফসলী জমি বৃষ্টির জলে নেয়ে সেজেছে অপসরা রূপে
যেন হাঁটুভাঙা জল তার।
তারি মাঝে ভাঙিছে ধরলা গড়িছে ধরলা
সন্তর্পণে শুনেছি তার— কল কল ধ্বনি;
এইতো জগৎ সংসার!
ভাসিছে নৌকা তটিনীর বুকে
ভাসিছে কেবল সময়ের স্রোত
—ছলনাময়ী জীবন সম্ভার।
বিরহ-ব্যথার লেশমাত্র—
কোথাও যেন তার নেই অবশেষ আর;
রূপসী বাংলা যেন স্নেহময়ী জননী
তার স্নেহে আছে— স্বান্তনার বাণী
এমনটি কোথাও কেহ পা বে না কো আর...
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ধরলা নদী। ধরলা নদীর উপর এই রাবার ড্যাম। ইরিগেশন পারপাজে নির্মিত । গোধূলীর সময়ে ছবিটি তোলা হয়েছে । দুঃখের বিষয় নদীর ভাঙনের পার্শ্বে বোধহয় রিসোর্ট গড়ার উদ্যোগ নেয়া হয়েছে । ওটা ভেঙে যাবে। দূর্বল পরিকল্পনা ।
২| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২
ইসিয়াক বলেছেন: সুন্দর কাব্য গাঁথা
প্রাণজুড়িয়ে গেলো।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪
রোকসানা লেইস বলেছেন: বাংলার রূপ সব সময়ই সুন্দর কিন্তু অসুন্দর হয়ে যায় দূর্নীতির তোপে। হাটুজল বন্যা হয়ে ডুবিয়ে দিচ্ছে শরতের শেষে
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: পাটগ্র্রামে টানা চারদিন বৃষ্টি । ওর একটু অবসর হলে বড়শি দিয়ে মাছ ধরতে বেড়িয়ে গেছি । ধরেছি বেশ কয়েকটি সবগুলো রুই মাছ!!! বিস্ময়কর । টেকসই পরিকল্পনার অভাবে অনেক স্থাপত্য নষ্ট হয়ে যায় ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো এখন বুঝছি
ধন্যবাদ আপনাকে
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার ব্লগবাড়িতে দুইবার আসার জন্য ।
৫| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: কয়েকদিন আপনাকে দেখছিলাম না!
যাক, এসেই দিলেন মন ভরানো একটি কবিতা!
বাংলার রূপের যে শেষ নেই।
শুভদুপুর।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের গ্রাম গুলো খুব সুন্দর। তবে শহর গুলো নয়।
কবিতা বরাবরের মতোই সুন্দর। প্রানবন্ত।
০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
অবশেষে, বিরহ বেদনা থেকে একটু স্বস্তি
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। যথার্থ কমেন্ট ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম, ২৬ শে সেপ্টেম্বর থেকে আপনি অনুপস্থিত, অথচ আপনি ব্লগে প্রায় নিয়মিত থাকেন, আমি ভেবেছিলাম আজ রাতে আপনাকে নিয়ে লিখবো আপনাকে ব্লগে দেখছিনার কারণ কি? - আপনি কেমেন আছেন প্লিজ জানাবেন।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাকে অবসর দিলাম কয়দিনের ।
বলতে গেলে কবিতা তোমায় ছুটি .....
৯| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাংলার অপরূপ রূপে মুগ্ধ হলাম। ++
আপনি সম্ভবত বান উল্লেখ করতে চেয়েছেন।
বাণ অর্থে-তির,শায়ক।
সন্তর্পণে।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: তাইতো খেয়াল করি সুপ্র্রিয় পদাতিক চৌধুরি।
টাইপো শুদ্ধি করন করা হলো ।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে
১০| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
রাকু হাসান বলেছেন:
কবিতাটি পড়ার সময় জীবনানন্দ দাসের কথা মনে পড়েছে। ভালো লাগছে।
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: জীবনানন্দ দাশ আমার প্রিয় কবিদের একজন । সবুজের সমারোহ দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য ।
১১| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
.................রূপের তোমার নাইকো শেষ
বাংলাদেশ ......................................
০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
সত্যি বাংলাদেশের রুপের শেষ নেই ।
১২| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
আমাকে তো কবিতা লেখা শিখালেন না??
০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কি বলবো রাজীব নূর ।আপনি প্রতিদিন গল্প লিখছেন কবিতা লিখর সময় আপনার কোথায়?
লিখতে থাকুন দেখেন হয়ে যাবে্ ক্ষণ ।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ২:০২
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা
রূপসি বাংলা যেন স্রেহময়ী জননী
তার স্নেহে আছে - শান্তনার বাণী
ধরলার উপর রাবার ড্যাম কতই সুন্দর জানি
ঢাকার ৪০ মাইল দুরে ছোট্ট ক্ষিরু নদীর পরে
গড়া রাবার ড্যামে গিয়ে দেখুন কি রূপ তার ধরে
গাজীপুরের ডা্ইং কারখানার দুষিত বর্জে
তার এক কালের নয়ন কারা সুন্দর পানি
কাল কুচ কুচে রং ধারন করে মরনের কারণ
হয়েছে তার বুকে ও কুলে থাকা হাজার প্রাণীর ।
শুভেচ্ছা রইল
০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: নদী দূষণ মুক্ত রাখতে প্রযোজনীয় সব কিছু করা দরকার। আর দূষণ নিয়ন্ত্রনে এনে ওয়েস্ট মেনেজমেন্ট বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেবার এখনই সময় ।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন দেশটি আর কোথায় খুঁজে পাব ?
০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য। অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
কিন্তু ধরালা কী?