নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রবল ঘূর্ণিঝড় বুলবুল কোটি বাঙালির চক্ষুশূল হয়ে
যখন আছড়ে পড়ে— সমুদ্রউপকূলে, কে গড়ে তুলে রক্ষণব্যুহ?
বার বার নিজেকে শপে দিয়ে— সাইক্লোন টর্ণেডো থেকে।
আমাদের যেন নিত্য করে প্রাণদান সুপ্রিয় সুন্দরবন।
বৃক্ষগুলো তার ভেঙে হয় তচনচ সৌন্দর্য তার কমে যায়
তবুতো স্তুতি বন্দনায় প্রতিনয়ত কবিতা হয়ে যায়
প্রিয়তমা, সে তোমারই মতো!— তোমারে বুকে লয়ে
আমিও বেঁচে থাকি অনন্ত যৌবনে বর্ষায় শীতে বসন্তে
ভালোবাসার মৌবনে।
আমরা ভুলে যাই— মনে থাকে সিডর বুলবুল
টেবিল চাপড়াই— কাগজের পাতায় পাতায়
কত লেখা ধ্বংসযজ্ঞ আমরা কেবল পাঠ করে যাই।
জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে গেছে বহুগুনে
সাইক্লোন টর্নেডো তাই— মানুষেরই কর্মফলে;
মানুষই বড়িয়ে তুলে এসব অনাকাঙ্ক্ষিত
ধ্বংসযজ্ঞ আশংকা —অজ্ঞতার বশে
এর দায় এড়াতে পারবে না কেহ,
উন্নত বিশ্বই সবথেকে বেশি দায়ি
ওজন লেয়ার ফুটো করা সিএফসি সহ
বাকিসব বিষাক্ত গ্যাস উৎপাদন করে।
তবে আগে এসেছিলো বরফযুগ উষ্ণযুগ
পর্যায়ক্রমে বহুবার— এই অবণীর পরে
স্বাভাবিক কারণেই বরফযুগে সমুদ্রপৃষ্ঠের
উচ্চতা হ্রাস— উষ্ণযুগে তা বেড়ে যায়
আমরা আছি উষ্ণযুগে আশংকা আছে তাই
বঙ্গোপসাগর উপকূলে...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে!
প্রিয়তমা ভেবে দেখো আছে কী উপায়?
এতটুকু বলতে পারি
বৃক্ষরাজি আমাদেরই বাঁচিয়ে রাখে
প্রবল ধ্বংসযজ্ঞ থেকে;
তবু আমরাই ধ্বংস ডেকে আনি
বন কেটে উজাড় করে— ওজন লেয়ার ফুটো করে
কৃতজ্ঞতা হে সুন্দর বন।
তুমি বাঁচিয়ে রাখো সিডর বুলবুল ধ্বংসযজ্ঞ থেকে
প্রিয়তমা, তুমিও বাঁচিয়ে রাখো
যৌবনের তাড়নায় বিপর্যয় ঠেকিয়ে রেখে
তাইতো ভালোবাসি তোমাকে
যেমন বাসি ভালো ম্যাংগ্রোভ সুন্দরবন ।
১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
২| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষের সাথে সুন্দরবনের কথা বলার কোনো ভাষা নেই। তারপরও বাকরুদ্ধ ভাবেই বার বার প্রমাণ করছে সুন্দরবন বাংলাদেশের পরম বন্ধু, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের মাথার উপর ছায়া - কিন্তু এটি দেশের অতি অতি শিক্ষিত জনগণ কেনো বোঝেন না?
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: রামপাল প্রকল্প তা্ইব সুন্দরবনের চেয়ে গুরুত্ব পূর্ণ হয়ে যায় ।সুন্দরবন আমাদের কত বড় বিপর্যয় থেকে নিয়ত রক্ষা করে । সুন্দরবন ক্ষত বিক্ষত হয় অথচ প্রযোজনীয় নার্সিং পায়না নিজেকে স্বরূপে ফিরিয়ে আনতে । এতটা্ বিবেচনাহীন আমরা ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
হাবিব বলেছেন: তারপরও হুশ হবে না আমাদের
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: হাবিব স্যার ব্লগে সুস্বাগতম। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: অথচ সেই সুন্দরবন উজার করার জন্য আমরা তৎপর
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রকৃতির প্রতি আমরা বরাবরই হানিকারক । সেটা নদী হোক বন হোক অথবা পাহাড়। আমরা সব নষ্ট করি তারা ক্ষত বিক্ষত হয়েও বিলিয়ে যায়।
৫| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০
কিরমানী লিটন বলেছেন: আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের রক্ষা কবচ সুন্দরবন বেঁচে থাকুক। কবিতায় মুগ্ধতা। শুভকামনা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরবনের ক্ষয় ক্ষতি নিরূপন করে দ্রুত সেগুলো হীল করার উদ্যোগ নেয়া উচিৎ। সিডর বুলবুল এগুলো আসতেই থাকবে ক্লাইমেট চেঞ্জ গ্লোবালর ওয়ার্মিং যাই বলি না কেন এসবের প্রতিক্রিয়ায় সাইক্লোন বেড়ে গেছে কয়েকগুণ । তার মোকাবেলায় সুন্দর বনের নার্সিং করা আবশ্যক হয়ে দাড়িয়েছে । সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১
কিরমানী লিটন বলেছেন: আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের রক্ষা কবচ সুন্দরবন বেঁচে থাকুক। কবিতায় মুগ্ধতা। শুভকামনা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরবন বেঁচে থাকুক ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন: গাছই আমাদের প্রকৃত বন্ধু।
আর সুন্দরবনের তো তুলনা হয় না। সেই বনকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি ....।