নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তিনি কবি ছিলেন বলেই—
কবিতা লিখেছিলেন, অমন একখানি
কবি ছিলেন বলেই— তাঁর অমন মুখের বাণী
সেই ক—তো যুগ আগে তবু আজও রয়ে গেছে
বাংলার অগণিত মানুষের মুখে মুখে
কবি ছিলেন বলেই—
দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে
আয়েশী জীবন ছেড়ে
সুদীর্ঘ ছাব্বিশ বছর তিনি জেলে কাটিয়েছিলেন।
আমরা যতই বাঙালি হই কতক দিনের জন্যে
তিনি আমাদের মানুষ করেছিলেন।
তবেইতো এদেশ স্বাধীন হয়েছিলো
কতক মানুষ আবারো বাঙালি হওয়াতে
স্বপরিবারে তিনি নিহত হয়েছিলেন
এখনো চারিদিকে কতো অনিয়ম দেখি!
কবি গুরুর সঙ্গে তাই সুর মিলিয়ে বলি
হে বঙ্গ জননী! আঠারো কোটি সন্তানেরে রেখেছো বাঙালি করে
মানুষতো করোনি।
এখন কী আর তেমন কবি আছে!!
যার যাদুর পরশে অযাচিত ভেদাভেদ ভুলে বাঙালি আবারো মানুষ হবে;
আর গর্বভরে জনসমুখে বলবে
হে কবিগুরু! ভুল বলেছিলেন,
এখন আঠারো কোটি দেশপ্রেমিক মানুষের বাস সোনার বাংলাদেশে ।
কবি ছিলেন বলেই তিনি অমন হৃদয় কাড়া ...
তিনি কবি ছিলেন বলেই—
তাঁর ডাকে দেশের জন্য জীবন দিতে বাঙালি পিছপা হতো না ।
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহান মুজিব বর্ষে কবিতা খানি মাননীয় প্রধান মন্ত্রী মহোদয় কে উৎসর্গ করা হলো ।
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২১
নজসু বলেছেন:
বাংলাদেশই তো তার একটা বিশাল কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নাই । যিনি কবিতা পাঠক কবিতা আবৃত্তি করেন কবিকে ধারণ করেন তিনিতো কবি । কবি না হলে কী তিনি পারতেন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে ও দেখাতে? । বাংলাদেশের মানুষকে আবেগে জড়াতে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একজন কবি এটাই সত্য । উনার বক্তব্য গুলো একেকটা কবিতা ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক স্যালুট জানাই
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
'বাংলাদেশ' কে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন,বস।
শুভকামনা।
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনাকেও ।
বাংলাদেশ কবিতার মতো একটি দেশ । সারা পৃথিবীতে দৃষ্টান্ত দেবার মতো একটি দেশ যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
জোবাইর বলেছেন: চমৎকার কবিতা!
পড়ায় মুগ্ধতা!!
কবি ছিলেন বলেই—
বাঙালির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে
ভারতের অবহেলিত জীবন থেকে
'জয় বাংলা'র দেশে এনে
দিয়েছিলেন আবাস, শেষ ঘুমে রেখেছিলেন মসজিদের পাশে।
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: তার কবি প্রেম দৃষ্টান্ত দেবার মতো । তিনি কবিগুরুকে আত্নস্থ করেছিলেন । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অনন্য অসাধারণ
তিনি সাম্যের গান গেয়েছিলেন অনেকদিন জেলও খেটেছিলেন যথার্থ মহা বিদ্রোহী ভৃগু তিনি হয়েছিলেন । তাঁর কবিতা আমাদের স্বাধীনতায় মুক্তিযুদ্ধে অনেকখানি শক্তি দিয়েছিলো ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
উনাকে যিনি হত্যা করেছিলেন, তিনিও কবি ছিলেন? আপনার কবির সংখ্যা কত জন?
১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: তিনি যথার্থই কবি ছিলেন । কবিগণ হত্যা করতে জানেন না । কবিরা স্বপ্ন দেখতে ও দেখাতে জানেন ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অসাধারণ একটা কবিতা পড়লাম। ++