নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশা ফরাক্বাবাঁধ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২১


নদী কোথায়? নদী তো নেই আর আগের মতো
সে এখন মৃতপ্রায় ফারাক্কা বাঁধের
করাল গ্রাসে—
সেখানে এখন সব আবাদি জমি,
মানুষ ব্যস্ত এখন তার চাষে বাসে।
সর্বনাশা পদ্মার ঢেউ এখন আর এখানে যায় না দেখা
পদ্মা নদী মৃতপ্রায় এখানকার অধিবাসির ভবিষ্যৎ যেন ঘোর সঙ্কটে
এখানের ভূগর্ভস্থ পানীয় জলে আর্সেনিকের মাত্রা বেশি
আর্সেনোকোসিসের হিংস্রথাবায় মরবে মানুষ
বৃদ্ধ—শিশু গর্ভবতী নারী তার এক মস্ত আয়োজন
পরিলক্ষিত হলো । নদী কোথায় নৌকোও নেইে
এখনতো ধানী জমি নৌকোমাঝি অলস বসে
এখানে পদ্মানদী মরে গেছে সর্বনাশা ফরাক্বাবাঁধ
সর্বগ্রাসী। আহা পদ্মা নদী জন্মভূমির বুকে,
মাতৃস্তন্যরূপে সতত ছিলে প্রবাহমান
বঙ্গ বদ্বীপ সৃষ্টিতে তোমার ক—তো অবদান!
অস্তিত্ব তোমার আজ হুমকীর মুখে
আমরা যেন মারছি তোমায় গলাটিপে
প্র তিদিন একটু একটু করে ফারাক্কাবাধ অভিশাপ
তোমার লাশের গন্ধ যায় কি আর নাসারন্ধ্রে সবার
মরেও তুমি অন্ন দাও আমরা যেন কৃতঘ্ন অতি
তোষামদে লোভে পড়ে সব ভুলে যাই
তোমার মতো উপকারি বন্ধু আছে ক’জন
ভেবে ভেবে ব্যথিত হৃদয় অজানা আশংকা বুকে ।


ছবি ঃ নিজস্ব এলবাম

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪২

সোহানী বলেছেন: কে মনে রেখেছে ফারাক্কাকে??

কবিতায় ভালোলাগা।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


ফারাক্কার প্রভাব নিয়ে সঠিক ধারণা দেবেন, এমন মানুষ পেলাম না এখনো; আমাকে যেতে হবে একবার।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৬

কালো যাদুকর বলেছেন: একটি রিয়েল কবিতা। ফারাক্কাতে যেমন বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে, ইন্ডিয়ারও হচ্ছে বা হবে। ন্যাচারাল পানি প্রবাহ কখনো সুফল বয়ে আনে না। উন্নত দেশগুলাতে অনেক বছর ধরেই ন্যাচারাল পানি প্রবাহ ফিরিয়ে দেয়ার বড় বড় প্রজেক্ট হচ্ছে।

আর্সেনিক আক্রান্ত পা খানা দেখে খারাপই লাগছে।

ক্রমাগত উষ্ঞ পৃথিবীতে বৃস্টি বারছে, বারছে বন্যা। এই ফারাক্কার স্পিল ওয়ে গুলো ছেড়ে দেয়া ছাড়া ভারতের উপায় থাকবে না। তখন বাংলাদেশের অন্য সমস্যা হবে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

কালো যাদুকর বলেছেন: আগের মন্তব্যে পরতে হবে " ন্যাচারাল পানি প্রবাহ বাধা দান করা কখনো সুফল বয়ে আনে না"।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের পানি আগ্রাসন নিয়ে আমি একটা ব্লগ লিখেছিলাম প্রমত্তা তিস্তা! একটি নদীর অপমৃত্যু!! অতপর একটি জাতির করুণ আর্তনাদ!! নামে। বাংলাদেশে সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ মুগ্ধতা ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: এক রাশ মুগ্ধতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.