নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে ক্ষণিকের অতিথি বুঝবে এখন!!!!

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

হে ক্ষণিকের অতিথি,
গৃহবন্দি থাকে না পৃথিবী,
আপন কক্ষপথে অবিরাম ছুটে চলে
সুষম তার গতি,
ভেবো না তুমিই অধিপতি,
মক্কার তাওয়াফ বন্ধ হয়ে গেছে
আলোক ঝলমলে নিউইয়র্ক এখন মৃত্যুপুরী
প্যারিসের চোখ ধাঁধানো স্থাপত্য
দর্শনে নেই কোন দর্শনার্থী, লিওনার্দো দা ভিঞ্চি
পাওলো পিকাসোর মাইকেল এঞ্জেলোর সব সৃষ্টি
অর্থহীন মনে হয়
ইতালির কলোসিয়াম, দিল্লির তাজমহল
এখন জনশূন্য,
স্প্যানিশ ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে
লন্ডনে বৃটিশ প্রধানমন্ত্রী এ যাত্রা বেঁচে গেলেন
ইতালির প্রধানমন্ত্রী তাকিয়ে আছেন
শূন্য আকাশের দিকে
সেখান থেকে যদি কোন মুক্তির বার্তা আসে।
আর কোন আশা নেই অবলা পৃথিবীর বুকে।
ফিলিপাইনে সরকারের কঠোর নির্দেশ
পথে দেখলেই গুলি,
চাইনিজ ভাইরাস খেলে যায় বউচি ডাংগুলি
হে ক্ষণিকের অতিথি হয়তো কোন দিন
নতুন সূর্য আবারও ছড়াবে দ্যুতি
তবুও তো
এখনকার আলীঙ্গনে মৃত্যুর পরোয়ানা,
এখনকার চুম্বনে ক্ষুধার্ত হায়েনা,
এখনকার সঙ্গমে সীমাহীন দূর্গতি।
এখনকার রাজপথে হাটে বাজারে জনসমাগমে
যমদূতের নিত্য আনাগোনা,
হে ক্ষণিকের অতিথি জীবনটা ক্ষুদ্র অতি
পনের দিনেই যেন শেষ হয়ে যাবে গোটা পৃথিবী,
কোভিড নাইনটিন অদৃশ্য শত্রু মানবজাতির
কুকুর ছানাটি ক্রোড়ে করে পরম আদরে
এখন আর কেউ করে না তারে
অন্ন পরিবেশন,
ক্ষুধা আর হানাহানি এখন নিত্য আয়োজন।
হে ক্ষণিকের অতিথি,
এখন গৃহবন্দি মানব জীবন
এখন আর তোমার নেই গুরুত্ব কোন
পূর্ণিমার চাঁদ তুমি খুঁজো না এখন,
অক্সিজেনের ঘাটতি মনে হলে
ভেবে নিও সময় ঘণিয়ে এসেছে
রিক্ত হাতে ছেড়ে যেতে হবে এখন
ভালোবাসার পৃথিবী।

হে ক্ষণিকের অতিথি, হয়তো সিরিয়ার শিশুটি
বলে দিয়েছে আল্লাহর কাছে
তার সব অভিযোগ;
হয়তো ফিলিস্তিনের মজলুমের ক্রন্দন রোল
পৌঁছে গেছে স্রষ্টার দরবারে,
হয়তো কাশ্মীরের নব্বই হাজার মানুষের লাশ হাজার হাজার নিষ্পাপ রমনীর শ্লীলতাহানি মজলুমের ফরিয়াদ পৌঁছে গেছে কুন ফায়াকুনের মালিকের কাছে,
হে ক্ষণিকের অতিথি হয়তো কাশ্মীরের সুদীর্ঘ সাতমাসের লকডাউনে নিপীড়িত নাফিসা ওমরদের প্রার্থনা মোতাবেক স্রস্টার চলিছে ছবক দান সুষ্পস্ট বুঝিয়ে দিতে লকডাউন
কতটা মর্মান্তিক, বুঝিতে চাহিলেনা
যুদ্ধের ভয়াবহতা অসহায় নির্যাতিত বন্দী নারী ও শিশুর ক্ষুধার্ত পাষাণ পৃথিবী, ভোগ বিলাসিতায় মত্ত থেকে বুঝোনি হায় যুদ্ধ বিধ্বস্ত মানুষের করুণ পরিনতি সীমাহীন দূর্গতি।
হে ক্ষণিকের অতিথি, বুঝবে এখন।
এই সব বিলাসিতা ধন সম্পদ খুবই সাময়িক
সময় কত মূল্যবান কত মূল্যবান জীবন
গৃহবন্দি মানুষের মন,
বদ্ধ খাঁচায় বন্দী প্রাণি যেন
ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা..
অসহায় মানুষের একই অনুভূতির সম্মিলিত একটি পৃথিবী এখন।
এখন আর কেউ নেই মানুষের শাসিত শোষিত অত্যাচারে নিষ্পেষিত ।
জনসেবা এখন
মানুষের ধর্ম তবু তো তারা গৃহবন্দি
কোভিড নাইনটিনের করাল আঘাতে
পৃথিবী ছেড়ে চলে যেতে হয়
লকডাউন মনটাউন।
পৃথিবীর সব পরাশক্তি
এখন সব থেকে বেশি
নিষ্পেষিত নিপীড়িত অসহায়
বাতাসে যেন ভেসে আসে
অসহায় মানুষের ক্রন্দন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৫

বিজন রয় বলেছেন: প্রত্যেকটি মানুষ আসলে এই পৃথিবীর জন্য ক্ষণিকের অথিতি।

অনেক অনেক ভাল কবিতা এটি।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চার হাত পা আলা প্রাণি একার তোরা মানুষ হ!
সৃষ্টিকর্তাকে ভুলে অহমিকার ডামাডোলে করেছো জাহির
তুমি সেরা জীব, ক্ষমতা তোমার অসীম।
কোথায় তোমার বজ্র নিনাদ দেখাও দেখি !
তুচ্ছ তোমার রণ হুংকার অদৃশ্য এক ভাইরাস করেনা কেয়ার!
ক্ষমাতা তোমার কতটুকু বোঝ গেছে তা,
এবার তোরা মানুষ !

আপনার চমৎকার কবিতার কাছে আমার এ ক্ষুদ্র প্রয়াস

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১১

নেওয়াজ আলি বলেছেন: অনন্য , লেখা পড়ে বিমোহিত হলাম।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮

আরোগ্য বলেছেন: স্যালুট এমন একটা কবিতা রচনা করার জন্য। নিঃসন্দেহে প্রিয়তে।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০০

ইমরান নিলয় বলেছেন: কথাটা ভালো বলছেন। কিছুই থামে না, কিছুই চলে না। আমরাই চালাই।

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: বিজন রয় ১ম কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: নূর মোহাম্মদ নূরু যথার্থ কবিতা।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.