নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রভু এই মম ফরিয়াদ তোমার দরবারে!!!!

১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০


ক্ষুধিত নারী দিতেছে চিৎকার,
করিতেছে বাতাস ভারী,
করোনা মহামারী নিতেছে প্রাণ কেড়ে
বৃদ্ধা জননী দূর বনবাসে করোনা সন্দেহে।
নিষ্ঠুর সন্তান চরম স্বার্থপর
বৃদ্ধ বাবার জানাজা দিতে হয়েছে অপারগ।
তবুও তো সন্তানের লাশ কোলে
সন্তান হারা পিতার আহাজারি;
এখনো বাতাসে ভাসে ..
প্রভু সহিতে না পারি, তুমি তো প্রভু জগৎপিতা
করোগো করুনা এবার ক্ষান্ত দাও
করোনা মহামারি, কি করে সহিবে তুমি?
পিতার কাঁধে সন্তানের লাশ, আর্তপীড়িতের মজলুমের ক্রন্দন রোল যখন উঠিবে গগণ ফাড়ি।
ত্রাণ চাইতে গিয়ে বৃদ্ধ হলেন রক্তাক্ত মার খেয়ে!
ত্রাণের মাল হইলো হরিলুট বিবেকের মাথা খেয়ে
তথাকথিত নির্মম দস্যু সেবকদের হাতে।
জানি না কি হবে ক্ষুধিত পাষাণ যখন হবে জীবন্ত আগ্নেয়গিরি প্রচণ্ড বিপ্লবে,
বঞ্চিতের আক্রোশ আহত ব্যঘ্র যখন
ভগবানের বুক খাবলে খুবলে খাবে ।
শুধু জানি হত দরিদ্র পৃথিবী নিষ্ঠুর অতি
দেখিনি তো আগে,
বিবেকের হয় যদি করুণ পরিণতি
জীবদ্দশায় দুর্ভিক্ষ দেখিনি এবার যদি দেখা লাগে,
তাই মনে ভয় লাগে।
প্রভু করোনা মহামারি যায় যেন থেমে
পাপের পৃথিবী জুলুমের পারাবার
দিনে দিনে কেমন যেন নগ্ন হয়ে ওঠে
যেন নগ্ন আকাশে ভেসে থাকা পূর্ণিমা চাঁদ নয়নের সমুখে
করোনার অব্যর্থ দর্পনে ব্যর্থতার সবাক প্রতিফলন ক্রমাগত পরিপুষ্টতরো হয় প্রবঞ্চনার ব্যবচ্ছেদে।
প্রভু মুক্তি চাই, সতত প্রত্যাশা তাই, নতুন এক
ছায়া সুনিবিড় শান্তির নীড় মানবিক পৃথিবীর
প্রভু এই মম ফরিয়াদ তোমার দরবারে।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


চলছে মহামারী, ইহাকে আয়ত্বে আনার জন্য প্রশাসন, সরকার ও শিক্ষিতদের কাজ করার কথা, প্রভুকে নিয়ে টানাটানি কেন?

২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




অসহায়ের আর্তি! নিদারূন................

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী যারা ত্রাণ লুটেরা সবাই শিক্ষিত। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ও। এই মহামারীর ত্রাতা নিঃসন্দেহে স্বাস্থ্য কর্মী সর্বাগ্রে অথচ তাদের জন্য বরাদ্দ কৃত পিপিই দুই নম্বর মানে ভেজাল। ফলে তারাই এখন ভিক্টিম। এ অবস্থায় আপনি কার আছে আশ্রয় চাইবেন । সব যে ভেজাল।
এই দেশের চিকিৎসা ও দৈব ব্যবস্থাপনায় চলছে। তার করোনা আক্রান্ত দের ষাট ভাগের বেশি ডেড। যারা বেঁচে উঠছেন সহজ কথা আল্লাহর ইচ্ছায়। আপনার ভাষায় হয়তো প্রকৃতির অপার কুদরতে।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: ইদানিং কবিতার সাথে ছবি দেন না কেন??

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস এখন কার কবিতারা এভাবেই ধরা দেয়।
ইতালি স্পেন ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সবাই এখন করোনা র কাছে অসহায় তারা ও চেয়ে আছে আকাশের দিকে। আমাদের দেশে করোনার মোকাবেলায় প্রধান সমস্যা দূর্নীতি প্রবণতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.