|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই দেশে এই রোগের বিস্তার সুদূর ইটালী থেকে
এই ভাইরাস এগারো বার বদলেছে তার রূপ 
বহুরূপীয়া চাইনিজ ভাইরাস কোভিড নাইনটিন
 যেন সাক্ষাত যমদূত
দৈবক্রমে কেউ কেউ বেঁচে যায় মৃত্যুঞ্জয়ী হয়ে
বাকিরা  যেন মরে পড়ে থাকে 
অবহেলার অভিশাপে শব তার পায়না খাটিয়া
গোরস্থানে যেতে হয় প্রিয় জনের কাঁধে চড়ে।
যারা বেঁচে থাকে তাদের ও একই হাল
গৃহবন্দি রূদ্ধদ্বার যেন কবরই এক প্রকার 
কে বলে বেঁচে থাকা তারে !
প্রিয়তমা থাকে না পাশে যার।
 অদ্ভুত শূন্যতা বুকে লয়ে  মরণদশা যেন তার।
তবুও মানুষ স্বপ্ন দেখে মহামারী শেষে
নতুন এক মানবিক পৃথিবীর যেটি হবে
অনেক বেশি তুমিময় অপ্রগলভ প্রেমে;
আর যেন বহুরূপী তুমি নয়
বিশুদ্ধ প্রকৃতির অপার সম্ভার
বিশুদ্ধ বাতাস যেন নিতে পারি বুকে টেনে
 স্বর্গীয় জোড়া ঠোঁট সুপ্রিয় জোড়া কবুতর বুক,
নরম কোমল শতদল আহা মরি মরি কি যে সুখ
তোমার যেন রূপকথার রাজকন্যা রূপ
তিন রঙা গোলাপ ফুল গুঁজে মেঘবরণ কেশ
আমিও অধীর কোভিড নাইনটিন জয় করে
ওগো প্রিয়তমা তোমারেই কাছে পেতে
 অপার ভালোবেসে তোমার পরশে যেথা সুখের আবেশ।
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২১
১৮ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: চাইনিজ ভাইরাস আমরা যেন করিতে পারি জয়
।
কমেন্টে অনেক ধন্যবাদ।
৩|  ১৮ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৮
১৮ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৫৮
ওমেরা বলেছেন: আমাদের সুইডেনেও প্রথম এসেছে ইটালী থেকে তার পর চীন এর পর থাইল্যান্ড আর এখন এখানেই উৎপাদন হচ্ছে।
৪|  ১৮ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৪
১৮ ই এপ্রিল, ২০২০  দুপুর ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ
৫|  ১৮ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:১২
১৮ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। 
নিশ্চয়ই ভোরে লিখেছেন?
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০  ভোর ৬:৩২
১৮ ই এপ্রিল, ২০২০  ভোর ৬:৩২
ইসিয়াক বলেছেন: আরে সেলিম ভাই আপনি আমেরিকানদের মতো চাইনিজ ভাইরাস বলছেন........মজা করলাম।
#তবে সবাই কি প্রিয়জনের কাধে চড়ে গোরস্থানে যেতে পারছে?
#ইনশাআল্লাহ জয় করবো সবাই মিলে এই ভাইরাসকে।কবিতায় ভালো লাগা।