নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আসলে আসুক তুফান ভারী আমরা ভীত নই!!!

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬


সকল দেশের সেরা স্বদেশ; আমার জন্মভূমি।
সবার সেরা এ দেশের মানুষ; সহজ সরল
অতিথি পরায়ণ, জানেন অন্তর্যামী।
সবার সেরা এদেশের মাটি ,
এদেশের সোনাফলা ফসলী জমি সরস অতি
এই দেশেই বয়ে চলে সহস্র নদী,
অনন্ত জলধারা।
এই দেশ চিরসবুজ ,
স্রষ্টার কাছে তাই করি শোকর,
এদেশ সোনার বাড়া।
এমন দেশে তিনি মোদের জন্ম দিলেন,
খোদার কাছে তাই আমরা চিরঋণী,
এমন ঋণে সদা কৃতজ্ঞ আমরা চিরদিনই।
নদী মাতৃক ওগো আমার সোনার বাংলাদেশ
আমরা তোমায় অনেক ভালোবাসি ,
মহান একাত্তরে দেশের জন্য জীবন দিয়ে
প্রমাণ করেছি আমরা বাংলাদেশী।
মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা বীরের জাতি;
বঙ্গবন্ধু ভাসানী উসমানী আর শহীদ জিয়া
লাখো শহীদের রক্তে গড়া বিজয় দিবস নিয়া।
এদেশ আমার মানুষ আমার
আমরা সবাই মিলে যেন একটি মানব দেহ,
এদের নিয়েই একসাথে বাঁচামরা জীবন যুদ্ধ
তাতে কোনদিন পরবে না বাদ কেহ।
সম্মুখে চলার পথে
যত বাধাই আসে
আমাদের আছে সেই প্রত্যয়,
আমরা করতে পারি জয়, সম্মূখ সমরে
মহান একাত্তরের মতো সম্মিলিত প্রচেষ্টায়।
আছে এই প্রাণে সেই অগাধ বিশ্বাস
আমাদের জয় জানি হবেই হবে
আসলে আসুক তুফান ভারী
কোভিড নাইনটিন মোকাবেলায়
তাই আমরা যেন কভু ভীত নই।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


কবিতার মাঝে বাস্তবতা থাকতে হয়।

২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০

করুণাধারা বলেছেন: আমি কোভিড ১৯ নিয়ে খুব ভীত!!

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী এই টাই বাস্তব। পরিস্থিতি মোকাবেলায় সাহস থাকতে হয়। কবিতার হৃদয় থেকে মগজ থেকে অতটা নয়।
মানুষ জিতে যায় মানুষের যোগ্যতা অন্যদের থেকে অনেক বেশি।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: করুনা ধারা ভয় পেয়ে লাভ নেই। মানুষ একবার ই মরে।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: আজ অথবা আগামীকাল, আমরা জানি আমরা জিতবই সমস্ত অপশক্তির বিরুদ্ধে। ইনশাআল্লাহ ।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


সেলিম আনোয়ার বলেছেন, " করুনা ধারা ভয় পেয়ে লাভ নেই। মানুষ একবার ই মরে। "

-মৃত্যু সম্পর্কে আপনার ভুল ধারণা আছে; 'মানুষ একবার মরে বলে'ই যে মানুষ সাহসী তা নয়; মানুষ বুদ্ধিমান, সেজন্য মানুষ অপমৃত্যুকে ঠেকোতে কাজ করেন, বুদ্ধিকে কাজে লাগান; কি বলছেন, ভেবে দেখবেন!

৭| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক ভয় মৃত্যুর সমান। আমরা লকডাউনে থেকে বিজয়ী হতে পারি। আমরা তা করতেই পারি। শুধু সতর্কতা চাই। মানুষ জিতে যায়। আল্লাহ তায়ালা আমাদেরকে জিতিয়ে দেন। যেমন ভাবে মহান একাত্তরে বঙ্গবন্ধুর প্রেরণায় একটি ফুলকে বাঁচাবো বলে । এবারো আমাদের জয় হবে। আমেরিকার শোচনীয় অবস্থা আমরা ইনশাল্লাহ জিতে যাবো।

৮| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাঁদ গাজী ভয় পেলে মানুষের বুদ্ধি লোপ পায়।
মানুষ আর জড়ের মধ্যে পার্থক্য থাকে না। ভয় কে জয় করেই বুদ্ধি খাটিয়ে বেঁচে থাকতে হবে একাত্তরে সরাসরি যুদ্ধে বাংলাদেশ জিতেছিল অনেকে কল্পনা ও করেনি।
আমাদের ঘরে থাকার যুদ্ধটা চালিয়ে যেতে হবে। খুব সতর্ক তার সঙ্গে শূধূ পরিবারের খাবার সংগ্রহ করতে হবে। দেশের সীমিত সামর্থ্য নিয়ে ই ঘরে থাকা র বেঁচে থাকার যুদ্ধ টা চালিয়ে যেতে হবে। আমরা তো আর আমেরিকা ন ই । আমার মানুষ জিতবে সমস্ত প্রতিকূলতা জয় করে। প্রতিটি পরিবার বাঁচলে দেশ বেঁচে যাবে।

৯| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: আমরা অবশ্যই এই যুদ্ধে জিতব ।আপনি ঠিকই বলেছেন সেলিম ভাই “আমরা লকডাউনে থেকে বিজয়ী হতে পারি”
গ্রামে গঞ্জে এখন নতুন ধান কাটা পড়ছে।বিঘা প্রতি ফলন ও অনেক ভালো। কিছুদিন আগে আলু পেয়াজ ছোলা মুসুড়ি গম উঠেছে।
সরকার যদি সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। এবং জনগন যদি একটু কষ্ট করে ঘরে থাকে তবে খাদ্যের খুব একটা সমস্যা হবার কথা নয়। দেশের প্রতি ইঞ্চি মাটি কাজে লাগাতে হবে। দরকার শুধু সঠিক পরিকল্পনার। নিজেদের বাড়ির আণাচে কানাচেও শাক সবজির ও ফলের চাষ করা যেতে পারে। আমি নিজেও কিছু লাগিয়েছি।আমার গ্রামের বাড়িতেও এ ব্যপারে খুব শিঘ্রি পদক্ষেপ নেব।
শুভকামনা।

১০| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগময় কবিতা।

১১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা । মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l

১২| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৩

শের শায়রী বলেছেন: মানুষ এক বারই মরে, তাই মরার আগে মরে যাবার কোন কারন নেই।

১৩| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক অভিনন্দন আপনাকে। এই দূর্দিনে প্রয়োজনের সময়ে কৃষিতে অবদান রাখছেন তাই। অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

১৪| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

১৫| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলী মানুষ সৃষ্টির সেরা।

১৬| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন শ্রদ্ধেয় শের শায়েরী। ভয় কে জয় করেই করোনা মহামারী মোকাবেলা করতে হবে।

১৭| ২৪ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: আমাদের এখন (আগামী দুটো বছর অন্ততঃ) কৃষি, মৎস্য এবং পশুসম্পদ উন্নয়নের দিকে নিবিড় নজর দেয়া উচিত। ঘরে ভাত থাকলে তবেই মনে সাহস থাকে।

০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন:
যথার্থ কমেন্ট ।

কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.