|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিগুরু তোমার কবিতা যেন মন ছুঁয়ে যায়
গানগুলো মর্মভেদি মধুরতম সুরের মূর্ছনায়।
হৃদয়ের কথা বলিতে যে ব্যাকুল
তোমার আশ্রয়ে বলতে পারে অবলীলায়।
দেশপ্রেমের প্রথম গান তোমারই কলমে লেখা, 
তোমার গানে মিশে আছে হৃদয়ের বারতা।
জীবনের  বাঁকে বাঁকে তোমার কথা মিশে থাকে
তুমি যেন নৌকো মাঝি  পদ্মা নদীর বুকে
তুমি যেন কৃষকের হাসিমুখ ঢাকা ধানের শীষে।
তুমি যেন গ্রাম ছাড়া ঐ দূর রাঙামাটির পথ
বাংলা মায়ের আঁচল তলে ঠাঁই নেয়া এক যুবক।
তুমি যেন মুগ্ধপ্রেমিক পূর্ণিমার ঐ জোছনা স্নানে
তুমি যেন রাখাল বালক গ্রামবাংলার হাসিগানে।
তুমি যেন দেশের মাটি সোঁদা গন্ধ মাখা
খাঁটি সোনার চাইতে খাঁটি ,
তোমার চোখে বাংলা মায়ের 
অপরূপ রূপটি আঁকি।
তোমার গানেই ভেসে আসে 
 প্রিয়তমার মুখটি যেনো,
তাই বুঝি কবি গুরু রবীন্দ্রনাথ
তুমি আমার এতই  প্রিয়ো।
তুমি জন্মেছিলে এই দিনে-
প্রিয় কবি তাই তোমায় শুভ জন্মদিন ,
 শ্রদ্ধাঞ্জলি তোমায় তুমি গড়েছো বাস
অগণিত বাঙালির হৃদয়ের মাঝখানে।
 ১৩ টি
    	১৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৮ ই মে, ২০২০  রাত ৩:৪৮
০৮ ই মে, ২০২০  রাত ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: সাহিত্যে বিচরণ সুখময় হোক ।
৩|  ০৮ ই মে, ২০২০  ভোর ৪:৪০
০৮ ই মে, ২০২০  ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন: 
প্রশ্ন: আপনি যেখানে চাকুরী করেন, সেই ডিভিশন বা ডিপার্টমেন্ট করোনা উপলক্ষে দেশের নাগরিকদের জন্য, বা নিজেদের কর্মচারীদের জন্য কোন ধরণের প্রোগ্রাম গ্রহন করেছে, বা কোন কিছু করছে?
৪|  ০৮ ই মে, ২০২০  সকাল ১০:১১
০৮ ই মে, ২০২০  সকাল ১০:১১
জাফরুল মবীন বলেছেন: 
কবিগুরু বন্দনায় লিখেছেন কাব্য,
আমাদেরই কবি ভাই।
ধন্যবাদটুকু তার একান্ত প্রাপ্য,
জানিয়েও গেলাম তাই।।
৫|  ০৮ ই মে, ২০২০  দুপুর ১২:০০
০৮ ই মে, ২০২০  দুপুর ১২:০০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
রবীন্দ্র জয়ন্তীতে সুন্দর একটি মুগ্ধতা।
রবীন্দ্রনাথ, মৃত্যুর প্রায় উনআশি বছর পরেও, তার জীবিতকালের মতোই, এখনও এক বিতর্কিত মানুষ। অবশ্য এও স্বীকৃত যে, মহান স্রষ্টারা , অনেকটা যেন নিয়তির নির্ধারিত রূপেই বিতর্কিত থেকেই যান আজীবন। এমনকি মৃত্যুর পরেও অনেকটা সময়। 
কিন্তু যে দেশে বুদ্ধির চর্চা আমাবশ্যা -পূর্নিমার নিয়ম না মেনে ক্রমাগতই শুক্লপক্ষের পক্ষপাতি, সে দেশে মহৎ স্রষ্টাদের         
পূনর্নির্মানের কাজ চলে বিরতিহীন। 
সে চর্চার মনে হয় অভাব আছে এদেশে। শুধু জয়ন্তী পালনেই তা সীমাবদ্ধ দেখতে পাই। শ্রমসাধ্য গবেষনা বা নিবিষ্ট অনুশীলন তাকে রক্তকরবীর রাজার মতো বোঝা, না-বোঝার জটিল ঘোমটা সরিয়ে অবগুন্ঠনমুক্ত কতোটুকু করতে পেরেছে, তার প্রক্ষেপন নেই কোথাও। আছে কিনা, আমার চোখে পড়েনি। শুধু বন্দনাই দেখে যেতে হচ্ছে............
৬|  ০৮ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪১
০৮ ই মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭|  ০৮ ই মে, ২০২০  রাত ৮:২০
০৮ ই মে, ২০২০  রাত ৮:২০
Subdeb ghosh বলেছেন: কবিতা সুন্দর, চমৎকার!
৮|  ০৯ ই মে, ২০২০  রাত ১:০৮
০৯ ই মে, ২০২০  রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯|  ০৯ ই মে, ২০২০  রাত ১:১৯
০৯ ই মে, ২০২০  রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে সবথেকে বেশি টাকা দিয়েছে। আমরা পরস্পর কে কোভিড নাইনটিন বিষয়ে সতর্ক এবং স্টে হোম উতসাহিত করছি । আমাদের কাজ হবে নতুন খনিজ সম্পদ অনুসন্ধান করে দেশের অর্থনীতিকে
সমৃদ্ধ শালী করা। অনেক ভূতত্ত্ববিদ করোনা ঝুঁকি মানচিত্র প্রণয়নের কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আমরা নিবেদিত। সরকার ইতোমধ্যেই অনেক গুলো ভুল করেছে । গার্মেন্টস মালিক শ্রমিক করোনা মহামারী বিস্তারে সহায়ক হয়েছে। ভবিষ্যত ঈদে সবাই যদি দলে দলে কর্মস্থল ত্যাগ করে গ্রামের বাড়ি যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সরকারি নির্দেশে কর্মস্থলে অবস্থান করছি। আপাতত এটুকুই চাঁদগাজী।
১০|  ০৯ ই মে, ২০২০  রাত ১:২১
০৯ ই মে, ২০২০  রাত ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন কমেন্টে পাঠে এবং অনুপ্রেরণায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।
১১|  ০৯ ই মে, ২০২০  রাত ১:২৪
০৯ ই মে, ২০২০  রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জীএস
আবারো অসাধারণ কমেন্ট। হয়তো একদিন আসবে যেদিন আমরা শুধু জন্মদিন পালন করবো না। রবীন্দ্রনাথ আর বাঙালি চেতনা প্রতিদিন হবে তেমন টাই আশা করছি। অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্টে এবং পাঠে।
১২|  ০৯ ই মে, ২০২০  সকাল ৭:৫৮
০৯ ই মে, ২০২০  সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার 'ন্যাচারাল ফ্লো' ভাল লেগেছে।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৯
০৮ ই জুন, ২০২০  সকাল ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: খায়রুল আহসান কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০  রাত ৩:৪২
০৮ ই মে, ২০২০  রাত ৩:৪২
রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ একজন যাদুকর।