নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুঃখিত রণেশ ঠাকুর !!!!

২২ শে মে, ২০২০ রাত ১২:০০


কি দোষ ছিল তাঁর?
কি হেতু এই নির্মমতার?

ছিলনা তাঁর রাজপ্রাসাদ
সাধকের ছোট্ট ঘরে
চল্লিশ বছর ধরে
শুধু ছিল কিছু জমানো স্মৃতি
কী লাভ হলো ভস্ম করে?
তার সাধনার গৃহ।

এখন তিনি শুধু স্মৃতি হাতড়ে বেড়ান
তিনি তো অনিষ্ট করেননি কারো
তবে তিনি কেন আজ গৃহহারা ?
কোথায় আজ জাতির বিবেক ; মানবিকতা?
কোথায় তারা? কোথায় তারা ?
মানবিকতা যেন আজ দূরের আকাশ..
আকাশের বুকে তিমির আঁধার..


মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: তবুও নির্মমতা। ভদ্রলোকের নাম রনেশ ঠাকুর! শাহ আব্দুল করিমের হাতে গানের শিষ্যত্ব। তাঁর বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, দৃশ্যটা কি কস্টের, এই ঘরটাতে গত ৪০ বছর ধরে উনার বসবাস ।সেই ঘরের ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে তিনি তার প্রয়োজনীয় জিনিস গুলা খুঁজে দেখছেন!

এই ঘরে সংরক্ষিত ছিলো, শাহ আব্দুল করিমের ব্যবহৃত নানান বাদ্যযন্ত্র, লিখিত গান!

রনেশ ঠাকুর নিজেও একজন অসাধারণ গুণি শিল্পী।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় তার বাড়ি। কেউ কি নেই রনেশ ঠাকুরের পাসে দাড়নোর মতো ।

একজন নির্বিরোধ গুণি মানুষ একজন সাধক, আমাদের দেশে গুণিজনের বড়ই অভাব।

২| ২২ শে মে, ২০২০ রাত ১২:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একমাত্র ওহাবী মুসলমান ছাড়া আর কারো ঘর নিরাপদ নয়।ওহাবিরা প্রথমে জামাতিদের মাধ্যমে চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন ওয়াজ ও মাদ্রাসার মাধ্যমে অগ্রসর হচ্ছে।একটু মনযোগ দিয়ে ওয়াজিগের বক্তব্য শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

৩| ২২ শে মে, ২০২০ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: নুরুলইসলা০৬০৪ অপরাধীর বিচার চাই।

৪| ২২ শে মে, ২০২০ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ধর্ম অন্য ধর্মের লোকদের ছোট চোখে দেখার মনোভাব গড়ে তোলে!

৫| ২২ শে মে, ২০২০ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন

চাঁদ গাজী এমন মনোভাবের খুব অভাব।

৬| ২২ শে মে, ২০২০ রাত ১:৪৪

রাজীব নুর বলেছেন: অতি মনোহর।

৭| ২২ শে মে, ২০২০ রাত ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৮| ২২ শে মে, ২০২০ ভোর ৪:৩৩

নেওয়াজ আলি বলেছেন: পড়ে মন আন্দোলিত হল।

৯| ২২ শে মে, ২০২০ ভোর ৫:৫৭

ইসিয়াক বলেছেন: আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষমতা থাকলে আমি ওই সমস্ত জানোয়ারগুলো বিচারের আওতায় আনতাম। যেখানে যেখানে এই খবরটা দেখেছি মনটা বিষন্নতায় ভরে গেছে। মানুষ কিভাবে এতোটা অমানবিক হয়।
# তীব্র প্রতিবাদ ও নিন্দ জানাই এই সমস্ত কাজের। অবিলম্বে এর সুষ্ঠ বিচার দাবি করছি। যদিও জানি রণেশ ঠাকুরের চল্লিশ বছরের
সাধনার ধন তিনি আর কোন মূল্যেই ফিরে পাবেন না। ভাবতেই ব্যথায় মনটা ভরে ওঠে। আহারে কি নির্মমতা।

১০| ২২ শে মে, ২০২০ সকাল ৯:১৯

জাফরুল মবীন বলেছেন: অমানুষের চেয়ে হিংস্র জন্তু সৃষ্টিজগতে নাই।

১১| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.