নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রতি আমার প্রেম এতটুকু কমে নাই!!!!

০৩ রা জুন, ২০২০ রাত ৩:৫০

ঝরাপাতার কাব্য শুধু অজানা আশঙ্কায়
ক্রমাগত দুঃস্বপ্নেরা কেন যে ভীতি ছড়ায়।

কেন যেন মনে হয় কেউ বাঁচবে না আর
শুধু ই আমাদের ভুলে

মনে হয় শবের মিছিল হবে দারুন বিভীষিকাময়
এদেশের মানুষ করোনা সচেতন নয়।

মিথ্যে আবেগের বশবর্তী হয়ে
সামাজিক দূরত্ব না মেনে আত্নহননের পথে
নির্মম বাস্তবতায় । এমন হতো না হায়।

এ যেন শুধু মৃত্যু ডেকে আনা
নিজেকে অন্যকে দেশকে ধ্বংস করে দিয়ে
যেন নিদারুণ বিভীষিকার উপর দাঁড়িয়ে
মিথ্যে অহমিকায়।

তবুও বিজ্ঞাপন থামে না হায়
অফিসে গিয়ে সেলফি তুলে কাজ দেখিয়ে বেড়ায়, এখনো এদের বাস যেন রুপালি পর্দায়।

এরা মিথ্যে অভিনয় করে এরা মৃত্যু ডেকে আনে
এরা শুধুই প্রবঞ্চনা করে দেশের মানুষ ঠকায়
এরা জানে না রুপালি পর্দার জীবন অতীব ক্ষুদ্র
শেষ হয়ে যায় থাকে শুধু স্মৃতি বাস্তবতার ছাই।

তারা দেশের মানুষের মৃত্যু শঙ্কা বাড়িয়ে তোলে
নিজের পরিবারের ধ্বংস ডেকে আনে
সমাজে রোগ ছড়ায়
এদের কোন বিবেকবুদ্ধি নাই
এদের লোক দেখানো স্বভাব অজ্ঞতার নেশায়।

প্রিয়তমা তুমি ভেবে বসে আছো
আজিকে সারাদিন তোমায় খুঁজি নাই
তুমি হারা ক্ষণ যে আমার কাছে মরণসম লাগে
তুমি কি বুঝনা হায়, তাইতো তোমাকেই
এই নয়ন সম্মুখে সদা রাখিবারে চাই।

তুমি কি তবে দূর আকাশের তারা
অমাবস্যার রাতে তাই
রাতের আঁধারে আমি তারা খুঁজে বেড়াই
সোনার মেয়েগো,
তোমার প্রতি আমার প্রেম এতটুকু কমে নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:০০

কল্পদ্রুম বলেছেন: "যেন নিদারুন বিভীষিকার উপর দাঁড়িয়ে মিথ্যে অহমিকায়" –
অহমিকা ভাঙ্গানোর উপায় কি?

২| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অজ্ঞতা জ্ঞানের আলো ই শুধু পারে এই সব অযাচিত অহঙবোধ থেকে রক্ষা করতে। লোক দেখানো লোক কাজের হয় না বড়জোর বিজ্ঞাপন দাতা হতে পারে কেবল।

৩| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:১০

কল্পদ্রুম বলেছেন: কর্তা ব্যক্তিরা জ্ঞান নিতে পছন্দ করে না।আমরা সাধরাণরা জ্ঞান গ্রহণে আগ্রহ পাইনা।কেউ জ্ঞান দিলে বলি 'সুশীলগিরি করো?'

৪| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


সরকারী কর্মচারীরা, ইউনিভার্সিটির শিক্ষেরা, ইন্জিনিয়ার, ডাক্তারেরা টেলিভিশনের 'সময় কিনে' করোনা নিয়ে মানুষকে সচেতন করুন।

না হয়, অনেক প্রিয়তমা আপনজনকে হারাতে পারেন।

৫| ০৩ রা জুন, ২০২০ ভোর ৫:২৭

নেওয়াজ আলি বলেছেন: মাত্র সীমিত আকারে বাসে দাঁড়িয়েও যাত্রী যাওয়া শুরু করেছে । বিশ টাকার ভাড়া ষাট টাকা ।

৬| ০৩ রা জুন, ২০২০ সকাল ৭:৫৫

কাছের-মানুষ বলেছেন: কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।

৭| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:২৩

সাইন বোর্ড বলেছেন: মনে হচ্ছে সামনে ভয়ংকর কিছু একটা অপেক্ষা করছে...

৮| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কল্পদ্রুম যথার্থ কমেন্ট। একজন জিনিয়াস একজন ডাইনামিক লিডার জ্ঞান অন্বেষণ করেন প্রতিনিয়ত। সবাগ্রে জ্ঞানের মূল্যায়ন করে থাকেন।

৯| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১০| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী যথার্থ বলেছেন। এখন তো মনে হচ্ছে করোনা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা বিষয়ে শিক্ষা দান অন্তর্ভুক্ত করা দরকার।

১১| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি আমি ও অবাক লকডাউনে বাস ভাড়া বৃদ্ধি। দুঃখ জনক। বিশেষ করে মানুষ যখন করোনা চ্যালেঞ্জ করে বেঁচে আছে এমন সময়।

১২| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কাছের মানুষ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

১৩| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড আল্লাহ তায়ালা যেন ক্ষমা করে।

১৪| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.