নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মা
———
মায়ের জঠর প্রথম ঘর,
প্রথম আহার মায়ের স্তন।
মায়ের কোলেই প্রথম দোল,
মায়ের সঙ্গেই প্রথম বোল।
মায়ের সঙ্গে প্র্রথম খেলা
মা—ই যেন তাই সারাবেলা।
এখনো মা—ই যেন সব
দূর করে দেন আপদ বিপদ।
মা—ই যে সবার বড়ো
বেহেশত তার পদতলে
সারাজীবন পাই যেন ঠাঁই
মাগো তোমার স্নেহতলে ।
নিরুপমা
———
কতই না যতনে এই আমারে
তুমি কবিতা লিখা শিখাইলে,
প্রেমের সুরভি ছড়িয়ে দিয়ে
কতো কবিতা তুমি লিখাইলে।
তোমার রূপে মুগ্ধ হয়েই
সৃষ্টি হলো এত উপমার
তোমায় হন্যে হয়ে খুজতে গিয়ে
দেখা হলো জুনাক আলো চন্দ্রিমার ।
তোমায় কাছে ডাকতে গিয়ে
শেখা হলো সব মধুর ডাক
তুমি শুধু মায়াম্যুহ প্রেমের ইশারা
আমি মৌমাছি তুমি মধুর চাক।
অনন্ত এক প্রশ্রয় যেন তুমি
দূরে থেকে বসন্ত কোকিলের ডাক।
কয়েক’শ মাইল পথ পেরিয়ে
তবেই যেন হয়েছি কবি
ক্লান্ত দিন পেরিয়ে তবেই
নতুন ভোরে নতুন এক রবি
তুমি আমার অনন্ত অনুপ্রেরণা
তোমার প্রেম আমারই থাক ।
স্বাধীনতা!!!
————
স্বাধীনতার,
পঞ্চাশ বছর হলো পার
তবু যেন দূরের আশা
অপার স্বাধীনতা ভেবে ভেবে
হৃদয়টা তাই বিরহভার।
নতুন বোতলে পুরোনো মদ
শাসক চক্র শোষণ করে
জোকের মত দেহে যত
রক্ত আছে,
আমাদেরও আছে অধিকার...
বৃটিশ বেনিয়া পাকহানাদার
একে একে সবাই গেল
গেলো না শুধু বঞ্চনা
আর বৈষম্য ঘেরা পৃথিবীটা
হৃদয়টা তাই বিরহভার।
যে যায় লঙ্কায় সেই যেন রাবণ
গণঅধিকার হরণ করে
হয়ে ওঠেন অবিবেচক স্বৈরাচার ।
মুক্তি চাই! মুক্তি চাই!!
ফিরিয়ে দাও অধিকার
বিবেক ও মানবতার
—অপার স্বাধীনতার ।
ছবিঃ নেট থেকে নেয়া
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৩
সোহানাজোহা বলেছেন: মানুষ - মানুষের মাঝে মমতাবোধ দায়িত্ববোধ ন্যায় নীতি বিচারের অভাব এতো প্রকট হয়েছে যে স্বাধীনতা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। তারপরও আমরা স্বপ্ন দেখি স্বাধীনতার সুর্য্য উঠবে। যতোবড় রাতই হোক ভোর হতেই হবে।
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
ভোর হবে উঠবে ভোরের রবি ।
৩| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য
৪| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: মা কে নিয়ে লেখা কবিতাটা চমৎকার হয়েছে।
০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: তিনটাই খুব সুন্দর হয়েছে।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
কবিতার নাম দিতে চেয়েছি মা নিরুপমা দেশমাতা
৬| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দরতর।
০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:১৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর , চমৎকার হয়েছে। । শুভ কামনা
০৯ ই জুন, ২০২০ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মা-কে নিয়ে কবিতা ভালো লেগেছে।