|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
করোনা ও ডাক্তার!!
_________________
করোনার ডাক্তার মরে গেছে 
রোগীর কাছে আসার ক্ষণিক আগে
রোগী তাই ঘোর হতাশায় 
অসহ যন্ত্রণা লয়ে বুকে, শুয়ে শুয়ে কাঁদে।
এ কেমন দূর্গতি এ কেমন প্রায়শ্চিত্ত
 হায় কোন অজানা পাপে
নিরুপায় রোগী কাঁদে পাপের অনুতাপে।
স্ত্রী!!!!
_______
করোনা রোগী হাসপাতালে আছে শয্যায় 
অর্ধাঙ্গিনী তার শুয়ে আছে পায়ের কাছে
অসহায় স্বামীর সেবায়, কখন কি যে লাগে
নির্মম পৃথিবী সেই খবর কি রাখে।
যুদ্ধ !!!
_______
ভারত আর চীনের সীমানায়
যুদ্ধের দামামা বাজে 
করোক্রান্ত পৃথিবী ডুকরে ডুকরে কাঁদে
ভারতের গায়ে এখন অনেক তেল।
ভাবছে তারা আমেরিকা আছে তার সাথে
আসলে তারা যেন পড়েছে স্রষ্টার রোষানলে
ইসলাম বিদ্বেষী রাষ্ট্র তারা পড়েছে এবার ফাঁদে
মজলুমের ফরিয়াদ পৌঁছে যায় স্রষ্টার দরবারে
আমেরিকা বৃটেন এবার ভারতের মাথায়
ভাঙবে  লোহার বেল ।
পৃথিবীর মানচিত্র কি তবে এবার বদলে যাবে।
সাতকন্যা !!!!
_________
বৃষ্টি ভেজা দিন
সাতকন্যা কাঁদছে যেন, আজ বিরতিবিহীন।
মনটাও আর্দ্র তোমার তুমি ভেজা কাগজ
আমাকে চাইই চাই এই তবে তোমার আরজ।
তুমি না হয় একটু সবুর করো
করোনার দিন জয় করে অপ্রগলভ প্রেমে
আমি তোমার ফুলবনে রসিক ভ্রমর হবো।
অবিভক্ত বাংলা!!!!
______________
বঙ্গভঙ্গ রদের বুঝিনা মহীমা
অতঃপর বাংলা ভাগে ধর্ম টেনে এনে
মেধাবী এই জাতির বিভাগ
মেধার বিকাশে লাগাম টেনে দিল কিনা।
চাওয়া!!!!
_______
তুমি কী চাওনি আমাকে?
তবুও কেন থাকলে দূরে কোন অপরাধে?
তুমি কী তবে দেখনি স্বপ্ন ?
তুমি আমি করবো বাস একই ছাদের নিচে।
তুমি কি করো না বাস আমার কবিতায়?
তুমি কি আঁকো না  তোমার আমার প্রেম
তোমার কল্পনায়? তোমার জীবনের গল্পে
আমার কী কোন অংশ নাই?
তোমার পদমূলে নিবিড় মমতায় 
কভু তুমি কি প্রিয়তমা 
ওগো আমায় খুঁজো নাই।
দিনে দিনে অনেক বেলা হলো
এবার না হয় ময়ূর পেখম তুলো।
মৃত্যু ও অপেক্ষা
_______________
রোগী বাঁচেনি তাই গণপিটুনি তে পড়ে
অসহায় ডাক্তার গিয়েছেন মরে 
ক্ষতি হলো তাতে তবে কার !
আর একজন তবুও ঠিকই প্রতীক্ষায় আছে
হোম কোয়ারেন্টাইনে বসে বিরহভার 
কখন যে মুক্তি মেলে তার 
তবেই যদি হয় অবসান এই প্রতীক্ষার। 
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই জুন, ২০২০  রাত ৮:৫৯
১৮ ই জুন, ২০২০  রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি,
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ১৮ ই জুন, ২০২০  রাত ৯:২৬
১৮ ই জুন, ২০২০  রাত ৯:২৬
ঢাবিয়ান বলেছেন: লন্ড ভন্ড হয়ে যাচ্ছে সাধারন মানুষের জীবন করোনার আঘাতে।
  ১৮ ই জুন, ২০২০  রাত ৯:৩০
১৮ ই জুন, ২০২০  রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কত পরস্পর বিরোধী ঘটনা । মানবিক অমানবিক এমনকি যুদ্ধ। করোনাতে কোন কিছু বাকি নেই ।
৩|  ১৮ ই জুন, ২০২০  রাত ৯:৪৩
১৮ ই জুন, ২০২০  রাত ৯:৪৩
সাইন বোর্ড বলেছেন: অনেকগুলো সাম্প্রতিক ভাবনার মিশেল, অনবদ্য আয়োজন ।
  ১৮ ই জুন, ২০২০  রাত ৯:৫৯
১৮ ই জুন, ২০২০  রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ১৮ ই জুন, ২০২০  রাত ৯:৪৪
১৮ ই জুন, ২০২০  রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন: 
বাংলার গরীব লোকেরা কোনদিন ডাক্তারের চিকিৎসা পায়নি
  ১৮ ই জুন, ২০২০  রাত ১০:০৩
১৮ ই জুন, ২০২০  রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: হাসপাতাল গুলোতে ডাক্তার কতটুকু সেবা দেন। স্বাস্থ্যকর্মী নার্স তারা মূলত সব করে থাকেন । এমনকি সিজারও ইন্টার্নিদের হাতে ডাক্তার সাহেব স্পর্শও করেন না ।ডাক্তারগণ গরীবের নাগালের বাহিরে। এমনকি কম্পাউন্ডারে দেয়া ওষুধ সেবন করে এদেশের মানুষের বেঁচে থাকা । ডাক্তাররা ব্যস্ত রাজনীতি নিয়ে অর্থকড়ি নিয়ে দেশসেবা জনসেবার সময় নেই তাদের । তারা দলপকানোর ওস্তাদ ।
৫|  ১৮ ই জুন, ২০২০  রাত ১০:০৭
১৮ ই জুন, ২০২০  রাত ১০:০৭
ওমেরা বলেছেন: স্ত্রী কবিতার ছবিটা দেখেছি।
যুদ্ধটা লাগলে ভালই হয় ।
করোনা কাল যে কবে শেষ হবে !আল্লাহ আমাদের সহায় হোন।
  ১৮ ই জুন, ২০২০  রাত ১০:১৩
১৮ ই জুন, ২০২০  রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল মন্দ মিলিয়ে চলছে করোনা কাল । তার উপর যোগ যেন চীন ভারত যুদ্ধ ।
৬|  ১৮ ই জুন, ২০২০  রাত ১১:৪৯
১৮ ই জুন, ২০২০  রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: একটা গান আছে- 
 ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।। নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে, নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের। 
আসল সত্য হলো এই দেশ শুধু ধনীদের।
  ১৯ শে জুন, ২০২০  রাত ১২:২৫
১৯ শে জুন, ২০২০  রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । অর্থের উপাসনা সবখানে। অর্থ অর্থ অর্থ !!!!
৭|  ২০ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
২০ শে জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৫৬
ইসিয়াক বলেছেন: 
সবগুলো কবিতা ভালো লাগলো
  ২১ শে জুন, ২০২০  বিকাল ৪:৪৪
২১ শে জুন, ২০২০  বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২০  রাত ৮:৩০
১৮ ই জুন, ২০২০  রাত ৮:৩০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা।