নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খুব বেশি নামেনি আঁধার—গত রাতে
তুমি ছিলেনা পাশে তাই,
তুমি যে চলে গিয়েছিলে দূরে
ঘুম আসেনি তাই আঁধারবিহীন রাতে।
স্পষ্ট দেখা গেছে মেঘবালিকা,
ভেসে বেড়ায় রাতের বুকে— ছায়াপথে
এক সাগর জলীয় বাষ্প যেন
তুমি দেখো নামবে পৃথিবীর বুকে
বেলী ফুলের মালা শুকিয়ে যাবে
তবু পৃথিবী ভিজে যাবে, সোঁদামাটির ভেজা গন্ধ
যখন সুতীব্র হয়ে নাকে এসে লাগে ।
তুমি দেখে নিও— বৃষ্টির জল, জলপরী যেন
মুক্তো দানার মত সুখে নেচে নেচে
বৃষ্টির ছটা যেন প্রাণের উচ্ছাসে
গায়ে এসে প্রেম হয়ে বিঁধে, নিবিড় মমতায়।
এই বর্ষা — একান্তই আমার
তুমি আসোনি যে সর্প করিতে গ্রাস
তোমার প্রেমের গহবরে ভরে
তোমার চোখে পোয়াতি কামনা দেখেছি
অঘোর বর্ষারও আগে, বসন্তে হেমন্তে
সঙ্গম অভিপ্রায়ে ।
তোমার দেহে ভাঙে জলে, হাঁটুভাঙা জল
বিবিধ সঙ্গম নাভির নীচে তাই
প্রজাপতির মতন জেগে ওঠে ।
তুমি নষ্ট রাতের প্রার্থনারত ছিলে;
ভুলে গিয়েছিলে, মানব সভ্যতার ইতিবৃত্ত
তুমি ভুলে গিয়েছিলে সব প্রণয়োপাখ্যান
তুমি আদিম সুখ খুঁজেছিলে কামনার রাতে,
দিকভ্রান্ত নাবিকের মত ধ্রুবতারার মাঝে।
সেদিন ঢেউ ছিল খুব, পূর্ণিমা রাতের মতন
বাঁধ ভাঙা জোয়ারে
তোমার বুকে ছিল শিহরণ— অশ্বত্থ গাছের মতন;
তুমিও খুঁজেছো —এক ঘুঘু ডাকা হিজলের বন
তুমিও খুজেছো, সঙ্গমের সরল সমীকরণ
অলস দুপুরে আধোজাগরণে রাতে।
প্রাসাদে বন্দী থেকে জোছনা বনে— বনবাসে
সুরে র্মূছনায় জোছনা ঝরে পড়ে ।
মেঘেরা ভেসে বেড়ায়— একদিন
সভ্যতার নাগপাশ বিদীর্ণ করে
পৃথিবীর বুকে, নেমে আসবে বলে ।
রাতের আকাশে তৃষিত চাঁদ জাগে
বুকে তার কৃষ্ণগহবর যোনীর মতন
জাগে তোমার কামনা— উদাসী হওয়ায়,
বটের বিস্তৃত মূলে বাতাসের সংস্পর্শে
বায়বীয় অনুভূতি সব কর্পূরের মতন উবে যায়
লক্ষী পেঁচা ডেকে ওঠে— রাতের আড়াল থেকে
জেগে থাকা প্রহরীর হুইসেল বাজে
রাতের সতর্ক বার্তা পৌঁছে দেয় রোজ।
মেয়ে ওখানেও আছে অনাহত সুখের খোঁজ
সারা পৃথিবী যখন ঘুমে, প্রেম প্রখর হয়ে ওঠে।
সৃষ্টিসুখের উল্লাসে— তাইতো আছড়ে পড়ে
সাগরের ফেণীল সফেদ ঢেউ সমুদ্রসৈকতে।
তুমি রংতুলি নিয়ে বসে যাও রঙের ক্যানভাসে
অবচেতন মনে ভোরের বাতাসে
সূর্য জাগে— জাগে পাখির কাকলি,
শত ব্যস্ততার মাঝে বধুয়ার আচল
খুঁজে নেয় সঙ্গম সুখ— নব উদ্যমে
প্রেমের কুন্ডলী পাকিয়ে পরিপুষ্ট হয় মানবভ্রুণ।
যৌবনের অনুরাগে প্রতিদিন ফুটে ফুল
বসন্ত কাননে উদাসী হাওয়ায় দোলে।
শিরীষের ডালে বসে থাকে কৌতুহলী শালিক
অদূরে ফসলী মাঠ— ধানশীষ, কীট-পতঙ্গ
শুধু তোমার-আমার প্রেম যেন মুক্তবিহঙ্গ
হয়ে উড়ে অসীম আকাশে— অনন্ত হৃদয়ে।
অভিকর্ষ বলের প্রভাবে ঠিকই নেমে আসে
বিবর্ণ পরশপাথর সুখের আকর।
দূষণহীন পৃথিবীর প্রতিশ্রুতি কি তবে করোনার;
মানুষের শাপ মোচন করে দিয়ে
তবে নেই কেন মানবতা ? এ যেন এক ভিন্ন পৃথিবী
প্রতিদিন লাশ হয় মানুষ, প্রাসাদ ছেড়ে
আবাস গড়ে পথের ধূলো গায়ে মেখে কফিনে
প্রকৃতি দিনে দিনে সতেজ ও সমৃদ্ধ হয়ে ওঠে।
তবু প্রেমের হয়না শেষ, তাইতো কৃষ্ণের বাঁশি বাঁজে
বেহুলার সতত প্রচেষ্টায় মৃত্যুঘুম থেকে জেগে ওঠে লখিন্দর।
তোমার নগ্নপদতলে যে আঁকাবাঁকা সর্পিল মেঠো পথ
কুন্ডলী পাকিয়ে ক্রমাগত প্রতীক্ষারত সাপের মতো
জলজ কামনা বেঁচে থাকে যেন যোনীপথ,
অপার সম্ভাবনার— প্রেম লয়ে বুকে।
রতির সুখে নেচে ওঠে নিয়ত সুতীব্র বাসনা
শুধু তাজা কলমের সন্ধানে খোঁপায় রক্তগুলাপ গুঁজে।
সফেদ সাদা কামনা জলে স্নাত হয়
অনুভূতি আর প্লাবিত হয় মেঘবালিকার প্রণয় উপত্যকা।
ঘুণে ধরা চেতনার দংশনে জর্জড়িত বিবেক
ঘুম আসেনি তাই, গতরাতে আঁধার নামেনি যে অতটা
যতটা আঁধারে তোমার মাঝগাঙে অনায়াসে
ছুটে চলে পালতোলা নৌকো, ঢেউ তুলে নদীর বুকে
নোঙর ফেলে মুক্তোর সন্ধানে ডুবুরী মন সঙ্গম উল্লাসে
যাযাবর খুব এখন, গভীর আঁধারের রাতে।
তবু নক্ষত্রের আগুনে ঝলসে ওঠে তৃষিতচোখ
জুনাকির আলো সঙ্গে লয়ে রাতে আঁধারে চাঁদের সঙ্গমসুখ।
প্রতিনিয়ত জেগে ওঠে স্বপ্নজাল বুনে দেয় মনে
তোমার দূর থেকে ক্রমাগত দূরে সরে থাকা
তবুও নয় নিরাপদ যেন—অমোঘ প্রেমের সংক্রমনে।
করোনা থেকে বেঁচে যেতে পারো অনায়াসে
তুমি কি পারলে প্রেম থেকে সরে যেতে— দূরে
প্রেম যেন সঁন্ধ্যার ধূপছায়া ধূম্রজাল অপার ম্যুহমায়া কোন
বৃষ্টি বিলাসে নেমে আসে, আঁধার পৃথিবীর বুকে,
অঘোর বৃষ্টির আষাঢ় শ্রাবণ কাব্যঘন ক্ষণ হয়ে
প্রেমের অমোঘ পরিণতি যেন— শুধু অনন্ত সঙ্গমে ।
ছবি গুগুল
২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
২| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত্ত বড় কবিতা ভালো হয়েছে সেলিম ভাই
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
তবু যদি চোখে পড়ে ।
৩| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে পড়েই বেঁচে আছি।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য । কবিতা পড়ার আনন্দ অন্যরকম অন্যরকম কবিতা পড়ার ক্ষণ ।
৪| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:৩০
আখেনাটেন বলেছেন: আপনি জাত কবি সেলিম ভাই।
অসাধারণ।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭
সেলিম আনোয়ার বলেছেন: লজ্জাবতী লতা চুপিচুপি হলেও আপনার কমেন্ট পড়ে যেন। অবশ্য পড়ে কমেন্ট করলে পারে ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শত ব্যস্ততার মাঝে বধুয়ার আচল খুঁজে নেয় সঙ্গম সুখ— নব উদ্যমে প্রেমের কুন্ডলী পাকিয়ে পরিপুষ্ট হয় মানবভ্রুণ। যৌবনের অনুরাগে প্রতিদিন ফুটে ফুল বসন্ত কাননে উদাসী হাওয়ায় দোলে।
সেদিন ঢেউ ছিল খুব, পূর্ণিমা রাতের মতন বাঁধ ভাঙা জোয়ারে তোমার বুকে ছিল শিহরণ— অশত্থগাছের মতন তুমিও খুঁজেছো এক ঘুঘু ডাকা হিজলের বন তুমিও খুজেছো সঙ্গমের সরল সমীকরণ অলস দুপুরে আধোজাগরণে রাতে
বেশ অন্যরকম সুখ
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: পগলা জগাই ,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:২৩
নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনায় নান্দনিক প্রকাশ।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৯
বিজন রয় বলেছেন: এত বড় কবিতা কিভাবে আসে!!!
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এর কোন উত্তর নেই আমার কাছে ।
বিজন রয়, কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১২
মোহাম্মদ গোফরান বলেছেন:
লোকেশনঃ Ranwu Hotel, Changdu Shi, China
আপনার কবিতা পড়ে গুগল থেকে ছবিটা ডাউনলোড করলাম।
পোস্টে +
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।
৯| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৩৬
শের শায়রী বলেছেন: কবি, দারুন এক পূর্ন কবিতা, অনেক দিন পর আনন্দ নিয়ে পড়লাম। মুগ্ধতা।
২৫ শে জুন, ২০২০ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: বড় ভাই বহুদিন পর আপনাকে ব্লগে পেয়ে আমিও আনন্দিত। আপনার কমেন্ট আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে ।
১০| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: উফ! কোন জগতেই না ছিলাম এতক্ষণ। প্রেমের তুফান উড়িয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে অবশেষে দেখলাম আমি আছি তোমাতেই কিছুটা ঘোরের আবেশে। অসম্ভব সুন্দর একটা প্রেমের আখ্যান পড়লাম। ++
শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।
২৫ শে জুন, ২০২০ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
১১| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: তিনটি টাইপো চোখে পড়লো।
অশ্বত্থ গাছ, বাতাসের সংস্পর্শে, লখিন্দর।
কমেন্টটা দয়া করে ডিলিট করবেন।
২৫ শে জুন, ২০২০ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো সংশোধন করা হলো । অনেক ধন্যবাদ ।
১২| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:০১
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
মেঘবালিকাকে নিয়ে এত সুন্দর কবিতা মনে দাগ
কেটে দিলো । অসম্ভব ভালোলাগা ++
২৫ শে জুন, ২০২০ রাত ৯:০৪
সেলিম আনোয়ার বলেছেন: মুক্তা নীল,
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি বাকহীন।
কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই, আপনি কি কখনো বেহুলা লক্ষিন্দরের কিচ্ছা শুনেছেন? (গল্প উপন্যাস বা সিনেমা না) রাতভর চলতো কিচ্ছা
২৫ শে জুন, ২০২০ রাত ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: লক ডা উনের আদর্শ উনারা উনাদের বাসর । উনাদের বিষয়ে জানেনা এমন মানুষ এদেশে অনেক কম। উপন্যাস পড়েছি । বাংলাদেশী সিনেমা আমি দেখিনা বলাটা বেশির ভাগ ঠিক। এটা একটা অপ্রিয় সত্য কথা। হাতে গুণা কিছু দেখেছি দু বাংলা মিলিয়ে তবু ব্লগিং শুরু করার পর ।
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৪| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের এলাকায় ৬০ ও ৮০ এর দশকে রাতভর কিচ্ছা হতো ৭০ এর দশকে যুদ্ধ, দুর্ভিক্ষ, বঙ্গবন্ধুর হত্যা সহ জেল হত্যা ও ক্যু এর পর ক্যু এর কারণে বাংলাদেশ থমকে ছিলো।
যাক আপনাকে কয়েক লাইন কিচ্ছা শোনাই: -
হায় হায় হায় হায় শোনেন দশজন্না
বেহুলার কতা এক্কন আমি করিবো বর্ণনা-হ
বারো আত লম্বা চুল চিলো সুন্দরী বে-হু-লা-র
পটল চেরা চক্কু তার
পান পাতার মতো মু - - খ - হৈ
চান্দের মতো রুপ তার
কমলার মতো রঙ - হৈ
হায় হায় হায় হায় --- --- ---
২৫ শে জুন, ২০২০ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: জটিল অবস্থা । বেহুলার ব্যাপারটিও ইন্টারেস্টিং ।
১৫| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৩২
জেন রসি বলেছেন: সেনস্যুয়াল কবিতা। পড়তে ভালোই লেগেছে। তবে মাঝে মাঝে আপনার কিছু কবিতা পড়ে মনে হয় জোর করে কবিতা লিখতে হবে বলেই কিছু একটা লিখে ফেলেন। এই কবিতাটা তেমন না।
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৬| ২৬ শে জুন, ২০২০ রাত ১২:৩৭
কালো যাদুকর বলেছেন: কি বলব বুঝতে পারছি না। আবেগী লম্বা কবিতা। সবচে ভাল লেগেছে কবিতার নামটি। আসলেই সব রাত ই কালো আধার ময় হয় না।
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৭| ২৬ শে জুন, ২০২০ রাত ১:২০
রাকু হাসান বলেছেন:
বেলী ফুলের মালা শুকিয়ে যাবে , তবু ভিজে যাবে পৃথিবী সোঁদা মাটির ভেজা গন্ধ--দারুণ লিখলেন । এই কবিতাটি সেরাদের সেরা বলবো,আমি যেসব কবিতা পড়েছি আপনার সেগুলোর মধ্যে। কাব্য ও ভঙ্গিমায় মুগ্ধ আমি । এমন কব্তিা আরও চাই । মনে হচ্ছে সময় নিয়ে লিখেছেন। লাইক থাকলো কবিতায় ।
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে সময় নিয়ে লেখা বলতে কবিতাটি একটু বড় লিখতে সময়তো লাগবেই । অত সময় লাগেনি । আরোপিত কবিতা নয় স্বতস্ফুর্ত কবিতা ।
১৮| ২৬ শে জুন, ২০২০ ভোর ৬:৫৪
পারভীন শীলা বলেছেন: প্রকৃতিও প্রেম এক সাথে মিশে আছে। খুব ভালো লাগলো ।
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৯| ২৬ শে জুন, ২০২০ সকাল ৭:৩০
ইসিয়াক বলেছেন: অন্যরকম ভালো লাগা প্রিয় কবি।
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২০| ২৬ শে জুন, ২০২০ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই সব বুঝলো,
শুধু যার তরে নৈবদ্য সেই বুজী বড্ড উদাসী
নাকি কবি?
২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বুঝলাম না কবিতা চোখে পড়েনি । আরও বড় হতে হবে???
২১| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৭
ডি মুন বলেছেন: জেন রসি ভাইয়ের সাথে একমত।
এ কবিতাটা বেশ ভাল।
২৬ শে জুন, ২০২০ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: বিশিষ্ট সাহিত্যিক ডি মুন কেমন চলছে আপনার সাহিত্য সাধনা ভাল আছেন তো আপনি ?? কমেন্ট অনেক ধন্যবাদ্ ।
২২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:৩৩
করুণাধারা বলেছেন: সাধারণত এত বড় কবিতা লেখেন না তো!!
+++
২৬ শে জুন, ২০২০ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার মেয়ে মনে হয় অমন কবিতা চেয়েছে তাই । ঢং আর কি
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২৩| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৪
ডি মুন বলেছেন: ভাল আছি সেলিম ভাই।
আপনার মতো নিয়মিত লেখার মধ্যে থাকতে পারলে ভালো হতো, কিন্তু হয় না।
কোনো কিছুতেই আমি নিয়মিত হতে পারি না।
২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যেন নিয়মিত হতে পারে সেই শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:২৩
কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে।
++