নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চাতকের তৃষিত চঞ্চুতে সঞ্চিত জল !!!!

২৯ শে জুন, ২০২০ দুপুর ২:৫২

প্রবঞ্চকও মরে যায়, মরে যায় পাপিষ্ঠ
সম্পদের পাহাড় গড়ে ।
বিলাস ব্যাসনে মত্ত থেকে
ঠুনকো আদর্শ বুকে ধারণ করে
সুদৃঢ় পাশবিক মানসিকতা
বিভেদের মন্ত্রযপে স্বজাতির রক্ত মাংস
ভক্ষণ করা— এই তবে স্বাধীনতা।

এই অর্জনে, এতো বলিদান—
এক সাগর রক্ত পেরিয়ে
একটি ফুলকে বাঁচাবো বলে
অবশেষে, এ কেমন শঠতা ভীরুতা দেশপ্রেমে।

গুয়েবলসিয় কায়দায় মিথ্যের বেসাতি করে
কি করো প্রতিষ্ঠা কিসের লেনদেন?
কোথায় মানবতা? কোথায় বিবেক?
প্রিয়তমা কি খাবলে খেতে পারে কভু প্রেমিকের হৃৎপিণ্ড?
সতত প্রবঞ্চনায় বিকৃত সুখ বুকে লয়ে
তক্ষকের মতো বিকৃত উল্লাসে ফেটে পড়ে
সে তো হেরেমের নর্তকী কেবল ।
কুচক্রীদের ভীড় জমে যায় তাতে
এই নাকি আধুনিক প্রেম
এর আসলে বিকৃত স্বাধীনতা।
চামচিকা মুখোশধারী নষ্টের উপাসনায় মত্ত
সত্যের অন্বেষণ পায় না কভু তারে।
এই তবে নারী বিকৃত রূপ
এতে কোন লজ্জা নেই
লজ্জা শুধু থাকে অপ্রগলভ প্রেমে
পাছে লোকে কি বলে ভেবে তখন মুখ লুকিয়ে রাখা।

এখন আর নেই কোন লজ্জা নেই কোন উপদ্রব
ঘাপটি মেরে থাকা পিচাশেরা
উল্লাস করে তারে লয়ে।
স্ফীত স্তন আরও উধ্বত হয়
ভিজে ওঠে কামার্ত নিতম্ব...
মাকড়ের সন্তানেরা
উচ্ছ্বসিত খুব জনকের মৃত্যুতে
যে জনক মরে যায় জন্মেরও আগে
এবার মাকড় মাতার সব টুকু ভক্ষণ করে
পরিপুষ্ট হবে, এইতো পোকামাকড়ের জীবন..
সাগরের বুক থেকে সব জল
শুষে নিবে তবে প্রখর রৌদ্র!
আহা কি আনন্দ নোনা জল শুকিয়ে যায়,
মেঘ বালিকা হয়ে ভেসে বেড়ায় আকাশে,
প্রতীক্ষা তার কখন যে বর্ষা এসে
মেঘ বালিকার অভিমান ভেঙে দেয়;
সাগরের বুকে তার এই বন্ধুর পথ চলা,
প্রেম তারে বলে— আমরা বলি নদী
অপরূপ রূপে তাই যেন অপরূপ সাজে প্রকৃতি ।
সাগরের সবটুকু জল শুষে নিতে পারে না কোন কীট
আকাশ হতে হয়
তবুও তা শুধু ক্ষণিকের ভেসে থাকা মেঘের আধার,
নদী পাহাড় স্বাক্ষী রেখে জমে থাকে চাতকের তৃষিত চঞ্চুতে বৃষ্টির জল।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: অনেক বেশী ভাল।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩

নিয়াজ সুমন বলেছেন: মুগ্ধতা ..

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:০৫

তারেক ফাহিম বলেছেন: চমৎকার হয়েছে কবি।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



আমরা ছিলাম রবার্ট ক্লাইভদের সৈন্য, নিজেদের প্রাাণ দিয়েছি, অন্যদের সংহার করেছি, ক্লাইভ সব বুঝে নিয়েছে।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: রবার্ট ক্লাইভদের ললাটে জুটেছে মীরজাফর রায়দূর্লভ জগতশেঠ উপমহাদেশের মানেুষর ললাটে জুটেছে প্রতারণা বিভেদের আর ক্লাইভদের শিখিয়ে দেয়া প্রশাসন শোষণ বিভাজন মন্ত্র। ভারতিয় উপমহাদেশের বিভক্তি কতট একে পেশে ভেবে দেখেছেন । আমাদের বাংলা বাংলা বিহার উড়িষ্যা মিলেও হতে পারতো নবাব সিরাজের রাজত্বের মত। তা কি আর হলো । আধুনিক বিশ্ব হওয়া উচিৎ মানুষের। মানুষের মাঝে সম্পদের সম্পত্তির সুষম বন্টন।

৫| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা ।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

কল্পদ্রুম বলেছেন: কবিতার সব লাইন বুঝতে পারিনি।কিন্তু মূলভাবটা ধরতে অসুবিধা হয়নি।মিথ্যা বেসাতি সবাই করছেন।সরকারি বেসরকারি যেভাবেই যে ক্ষমতা পাচ্ছে।চেষ্টা করে যাচ্ছে মিথ্যার পাহাড় গড়তে।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সামনে ডকুেন্টে স্তুতি আর আড়ালে আবডালে হেয় করা অপমান করা এসব এখনকার নিয়মিত চর্চা। দেখেন যত মত পথ আদর্শ যাই থাকুকু সব মিলে বাংলাদেশ। সত্য চর্চার অবাধ প্রবাহ সব শুদ্ধ করে দিতে পারে। হুদায়বিয়ার সন্ধি কিন্তু সত্য প্রতিষ্ঠার সবচেয়ে মানবিক উদাহারণ। আবার অস্ত্রেে ঝনঝনানি করে স্পেন ফ্রান্স বলতে গেলে পুরোটা কব্জা করেও লাভ হয়নি ইসলাম বিদ্বেষ সৃষ্টি হয়েছে ।

৭| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম প্রিয় কবি।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

৮| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আপনি একজন খাটি কবি।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি কি না জানি না । তবে কবিতা অন্ধার থেকে আলো বের করে আনতে পারে। কবিতা আমার হাতিয়ার। গুণ সাহেবের ভাষ্য দেখলাম তার জন্মদিনে ।আমি বলেছি তারও বহু আগে। আমার এই কলম বয়সে কম হতে পারে কিন্তু অভিজ্ঞতায় অনে পরিপূর্ণ জীবনের এত ঘাত প্রতিঘাত সংগ্রাম প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে গুণ কবির হয়নি । আমাকে যথার্থ নেতা বলতেন বর্তমান প্রধান মন্ত্রী একজন উপদেষ্টা পনের বছর আগে । শুধু নিজেকে নিয়ে পড়ে থাকিনি লোভ নিয়ে পড়ে থাকিনি।

৯| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন............ অনেকদিন পর ১ম কমেন্ট করতে পারলাম......... শুভকামনা ........

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লেগেছে কবিতা কারণ ৭০% বুঝতে পেরেছি।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:১৪

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।

মুগ্ধ পাঠ! কবিতায় অনেক ভালোলাগা রইল।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

বহুদিন পর ব্লগে সুস্বাগতম ।

১২| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৪৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: পড়তে পড়তে আমার পিপাসা লেগে গেল

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.