নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চিরো বিদায় এন্ড্রো কিশোর চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩


চাঁদের সাথে আমি দেবো না

চাঁদের সাথে আমি দেবো না
তোমার তুলনা—নদীর সাথে নয় ।
ফুলের সাথে তুলনা কিগো তোমার সাথে হয়?
কবির সাথে তুলনা তুমি দিও না আমায় ..
আমার বুকের মধ্যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে রেখিছি কতনা যতনে..
তুমি আমার জীবন আমি তোমার জীবন..
তুমিহীনা সব যেন ব্যথায় ভরা ভূবন
আমার সারা দেহ খেয়েগো মাটি
তবু এই দুটি চোখ যেন থেকে যায় বাকি
আমি দু’চোখ ভরে ওগো দেখবো শুধু তোমায়
যত দূর যাই আকাশের সীমানায় যেখানেই হারাই ….

অজস্র গানের অমর শিল্পী এন্ড্রু কিশোর আমাদের মাঝে আর নেই পৃথিবী অমোঘ নিয়মে। থেকে গেছে গান ব্যথা ভরা প্রাণে বলেছি চিরো বিদায় কিশোর। আপনার বিদায়ে অপূরণীয় ক্ষতি হলো সংগীত ভূবনে। তুমি আপনি থাকবেন আমার গানে সৃষ্টিতে বাংলার অগণিত ভক্ত শ্রোতা মানুষের চোখে। ভাল থাকুন না ফেরার দেশে ।

ছবিঃ নেট থেকে


মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭

নজসু বলেছেন:



আমার কানে শুধু বাজছে......

আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দু'টো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো, মিটবে না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় নজসু এই এক জীবনে এন্ড্রু কিশোর কে আমি ভুলবো না ....যদিও করোনার সময়ে কতটুকু জীবন বাকি কারও জানা নাই ।

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



এন্ড্রু কিশোর (১৯৫৫ -২০২০); করোনা, নাকি অন্য কিছু?

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার উনি অনেকদিন ধরে অসুস্থ । আমি জানি না করোনা কি না। যারা কঠিন রোগাক্রান্ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা করোনার সহজ শিকার ।

৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৫

ঢাবিয়ান বলেছেন: চিরঅমর হয়ে থাকবে তার গান।

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের শেষ হয় সুন্দর শাশ্বত মরণে । তবু কীর্তিমানের মৃত্যু নেই .....

৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।



০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুরমাহমুদ আপনার কমেন্ট পোস্টকে সমৃদ্ধ করে । যে এমন করে গান গায় তার দেশপ্রেম থাকাটা স্বাভাবিক। আমি শুধু বলি তিনি যেন সসম্মানে আমাদের স্মৃতিতে বিরাজ করেন। আমি এখন ইউটিউবে তার গান শুনছি ।


ধন্যবাদ কমেন্টে ।

৫| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দু'টো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো, মিটবে না
তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও রে ইচ্ছে করে বুকের ভেতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায়
কোনো দিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো না গো, থাকবো না

তারে এক জনমে ভালবেসে
ভরবে না মন, ভরবে না
আমার সারা দেহ খেয়ো গো মাটি
ও রে এই না ভূবন ছাড়তে হবে
দু'দিন আগে-পরে
বিধি একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে

আমি ওই না ঘরে থাকতে একা
পারবো না গো, পারবো না…

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: যারা লিজেন্ড ছিলেন সবাই চলে গেলেন। আবদুল জাব্বার, সুবীর নন্দী, আব্বাস উদ্দিন ,আব্দুল আলিম এণ্ড্রু কিশোর আযম খান আইয়ুব বাচ্চু ওপারের মান্না দে হেমন্ত কিশোর কুমার ভূপেন হাজারিক সব।

এখন বেঁচে আছেন সাবিনা ইয়াসমিন রুনা লায়লা সৈয়দ আব্দুল হাদী আর পপ গুরু জেমস লতামঙ্গেশকর আশা ভোসলে
খুব বেশি বাকি নেই সবাই চলে যাবে ।

৬| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ

আমার মায়ের আদেশ বাবার মতো
গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ

শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন
সঙ্গী করেছি

জীবনে যতো দুঃখ
যতো কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সবই ভুলেছি

এই গানই আমার জীবন-মরণ
গানই যেন প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ

বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যেই গান শুনে সঁপেছিল মা
বাবাকে মন ও প্রাণ

কোনোদিন এই কণ্ঠ
যদি কখনো থেমে যায়…

---------------------------------------
এন্ড্রো কিশোরের গান গেয়ে বাংলাদেশের চলচিত্রের নায়কগন নায়ক হয়েছেন। হয়েছেন দেশের মানুষের কাছে পরিচিত। আর কোনোদিন কোনো নায়ক এন্ড্রো কিশোরের গান গেয়ে পরিচিত হতে পারবেন না, পারবেন না আর নতুন করে নায়ক হতে। কিংবদন্তি এন্ড্রো কিশোর তার সাথে করে তার সুর নিয়ে চলে গেছেন না ফেরার দেশে।

দেশের ১৭ কোটি মানুষের ভালোবাসা রইলো প্রিয় এন্ড্রো কিশোরের জন্য।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: এটিও অসাধারণ গান। বাংলা সিনেমায় তার মত জনপ্রিয় গায়ক আর নেই । আপনার কমেন্ট আরও সমৃদ্ধ হলো পোস্ট । অশেষ কৃতজ্ঞতা । কমেন্টেই তবে সমৃদ্ধ হোক এই পোস্ট খানি। আর ও বেশ কয়েকজন বিজ্ঞকমেন্টদাতা আছেন ব্লগে তারাও সমুদ্ধ করুক এই পোস্ট ।

৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এক জন মহান শিল্পীর বিদায়।
দ্বিতীয় জগতে আপনি ভালো থাকুন প্রিয় গায়ক।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৯

জোবাইর বলেছেন: আমার একজন প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। তাঁর মৃত্যুতে সমবেদনা জানাবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না! এই শিল্পীর অনেক গান আমার প্রিয়। এই মুহুর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে যে গানটি:



ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ গান আমি। অনেক গেয়েছি ছোট বেলায় বয় ৬ -৭এর বেশি হবে না তখন, মনে নেই । আমার কাজিনরা খুব মজা করতো গান শুনে। এখনো বেঁচে আছি ।

৯| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৪১

সোহানাজোহা বলেছেন:

ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।

ছবির নাম: কেউ কারো নয়
শিল্পী: এন্ড্রু কিশোর
অভিনয়ে: নায়ক আলমগীর, নায়ক রাজ রাজ্জাক, শাবানা

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন গান। দর্শন প্রেমের বর্ষণ সব আছে । এমন অসংখ্য জনপ্রিয় অসাধারণ গান তিনি গেয়েছেন । আপনার কমেন্টে পোস্টখানি আরও সমৃদ্ধ হলো। আমরা এই ভাবে সবাই মিলে সমৃদ্ধির পথে এগুতে পারি। এই পোস্টে আপনার কেমন সঙ্গী হয়ে রইলেন স্রষ্টা হয়ে রইলেন ।

১০| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এন্ড্রু কিশোর।
গত ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি।
নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে
পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সামুপেডিয়া শ্রদ্ধেয় নূর মোহাম্মদ নূরু অনেক ধন্যবাদ আপনার কমেন্ট সংযোজনে । তার মত পুুরুষ কন্ঠ আর একটি নেই এ বাংলায় গায়ক রাজ আব্দুল জাব্বার, সৈয়দ আব্দুল হাদী তারা উচ্চ মার্গের গায়ক সন্দেহ নেই এন্ড্রু কিশোর ছিলেন বাংলাদেশের কিশোর কুমার। সেটা বেশ আগের কথা পরে তিনি অনন্য কিশোর হয়তো কিশোর কুমারকে ছাড়িয়ে আরও উপরে তিনি গানের ঈশ্বর হয়ে উঠেছিলেন ।

১১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই রকম শিল্পী বহু বছর পর পর আসে। এই শুন্যতা পূরণ হওয়ার নয়।

উনি সুস্থ হবেন ভেবেছিলাম।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: উনার দরদী কন্ঠ যুগ যুগ বেঁচে থাকবে বাংলায় । শোকার্ত বাংলাদেশ।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শোকার্ত বাংলাদেশ যথার্থ বলেছেন ।

১৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: জীবনের গল্প, আছে বাকি অল্প
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে....।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: করোনাক্রান্ত পৃথিবীটা এমনই যে এখন কে কখন চলে যায় দূর অজানায় আসেনাকো ফিরে আর ।

১৪| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান - সিনেমা হলে এই গান ‍দেখে কেউ কাঁদেনি এমনটি বাংলাদেশের ১২০০ সিনেমা হলের কোনো হলে হয়নি। এক সময়ে বাংলাদেশে প্রায় ১২০০ সিনেমা হল ছিলো, আমার সারা দেহ খেয়ো গো মাটি - এই গানের সাথে সাথে শুরু হতো সিনেমা হলে কান্নার রোল।

পরেনা চোখের পলক - এই গান বাংলাদেশের ৫৬,০০০ গ্রামের এমন কোনো গ্রাম নেই যেখানে রেডিও ক্যাসেটে বাজানো হয়নি। ১,৪৮,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশের এমন কোনো বাজারে এমন কোনো গঞ্জে পরে না চোখের পলক গান চলেনি আমার ধারণা - এটি হতে পারে না, অসম্ভব! তিন বছরের বাচ্চা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এই গান গেয়েছেন বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ পুলিশ সদস্য সহ ডাক্তার, নার্স কে নয়?

ঝকঝকে হাসি মুখে বাংলাদেশে এন্ড্রো কিশোর একজনই ছিলেন। একজনই থাকবেন। তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।


০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ছিলেন গানের বসন্ত চির সবুজ অনন্য নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে শাকিব খান শুধু সফলতার কাহিনী । আমরা বাকরুদ্ধ ।

১৫| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের সবার কমেন্টের জবাব দেয়া হবে। উনি ছিলেন বাংলাদেশের কিশোর কুমার। আমি বলি গানের গ্ল্যামার।

১৬| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ঘুম আসছে না। মনটা খুব খারাপ। মৃত্যু খুব কঠিন একটা বিষয় অনেক বেদনা দায়ক সুন্দর ।

১৭| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৩:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এন্ড্রু কিশোর আমাদের দেশের সংগীত জগতের একটি অধ্যায়ের নাম। তাঁর হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, জীবনের গল্প আছে বাকি অল্প, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যেখানে, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি গান আমাদের মনে গেঁথে থাকবে চিরদিন। যে শিল্পী ৮ বার জাতীয় পুরস্কারের সম্মানে ভূষিত তাঁকে নিয়ে যাই লিখবো তাই কম মনে হবে। শুধু এটুকুই বলতে পারি আমরা আজীবন আপনার অবদানের জন্য ঋণী হয়ে থাকবো। আপনি বেঁচে থাকবেন আপনার কাজে, আপনার গানে, আপনার সুরে এই দেশের সকল মানুষের মধ্যে

- অভিনেত্রী জয়া আহসানের ওয়াল থেকে।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার। পোস্ট খানি আরও সমৃদ্ধ হলো । তিনি ছিলেন যথার্থ অর্থে তারকা নেপথ্য রাজ । সরাসরি তার সাক্ষাৎকার অনুষ্ঠান বেশ দূর্লভ বিষয় । অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আমি যখন ছোটবেলায় গানের কিছু বুঝি না তখন আমি তার গান শুনলাম মুগ্ধ হয়ে।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি রাজীব নুর । কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.