নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অভিবাদন অন্তরতমা ও বৃক্ষরোপণ !!!!

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫১

অভিবাদন অন্তরতমা!!!!
____________________
তোমাকে অভিবাদন অন্তরতমা,
তোমার যাদুর পরশে অনন্ত পৌরুষে
আমি যেন শীতনিদ্রা থেকে ওঠি জেগে,
প্রেমের অদৃশ্য সুতো করেছি অর্পণ
ওগো তোমার কাছে।
তুমি বুঝে গিয়েছিলে সবার আগে
আমার স্বরচিত নির্বাসন প্রেমের দর্পনে দেখে
এ জীবনে তুমি নওতো— সাধারণ।
তোমায় ভালবাসতে গিয়েই শীত নিদ্রা ভেঙে
যেন মানুষের লোকালয়ে পুণরায় আমার অবাধ বিচরণ।
ওগো তোমার বোধের দেয়ালে
অনুভূতি প্রবণ এলাকায়
দৃপ্ত শপথে কবিতা লিখে লিখে
আমি যেন নিত্য করি গমন ।
তুমি আমাকেই ভালোবেসে ছিলে— ভালবাসো আজও
স্নায়ুতে অস্থি মজ্জায় হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠে ,
আমাদের মঙ্গল কামনায় তুমিই তা রেখেছো গোপন,
প্রচণ্ড বর্ষায় ডাহুকের মতন।
তোমার ওষ্ঠে যেন আজও লেগে আছে
আমার সহস্র চুম্বন
বক্ষে মরুর ঝড় কামার্ত আঙুলের প্রেম নিশানা,
নিতম্বে আষাঢ় শ্রাবণ।

আমাদের প্রেমে শেষ বিকেলের গায়ে
লাগে যেন গোধূলির আবির
রাতের আঁধার ছাপিয়ে ওঠে ভরা পূর্ণিমা
নক্ষত্রের আগুনে পুড়ে ছুটে চলে ধূমকেতু দূর্বার
তৃষ্ণা মেটে তৃষিত পৃথিবীর।

রাতের আঁধার দূর করে
ওঠে ভোরের রবি
আমাদের প্রেমে প্রগাঢ় বর্ষার গায়ে লাগে
বসন্তের জলছাপ।
নদীর দুকূল উপচে পড়ে জলে
দু’চোখে যেন বাঁধ ভাঙার উচ্ছাস,
অযাচিত আঁধার ঠেলে ঠেলে
তোমার— আমার প্রেম আজ ভীষণ উন্মাদ।

সব বাঁধা ভেঙে চূড়ে মাতোয়ারা;
ক্রমাগত যেন প্রকাশ্য দিবালোকের মতো
প্রকটতরো হয়ে ওঠে, আমাদের প্রেমে
ওগো পোয়াতি চোখে তোমার আহ্লাদ!

বৃক্ষরোপণ !!!!
__________

বৃক্ষরা বন্ধু হতে পারে, মানুষের পাখির বিশ্বধরিত্রীর
বৃক্ষরা সুশীতল ছায়া দিতে পারে,
গ্রীষ্মের প্রচণ্ড খরায় প্রতীক হয়ে ওঠে সমৃদ্ধির।
বৃক্ষরা সবুজের সমারোহে ফুলে ফলে সমৃদ্ধ করে
বৃক্ষরা আশ্রয় হয়ে ওঠে বন্যপ্রাণির মৌমাছির প্রজাপতির পথিকের তরে।
বৃক্ষরা বাঁধা দেয় ভূমিধ্বসে নদী ভাঙনে ঘূর্ণিঝড়ের ধ্বংস ধ্বংস খেলায়
বৃক্ষরা অক্সিজেন তৈরী করে, কার্বন ডাই অক্সাইড শোষন করে
প্রকৃতির বুকে ভারসাম্য এনে দেয় ।
বৃক্ষ থেকে তৈরী হয় প্রযোজনীয় আসবাবপত্র ঔষধ
বৃক্ষরা দারিদ্র দূর করে এনে দিতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি পরাভব।
বৃক্ষরোপন মরুভূমি হওয়া থেকে রক্ষা করে দেশ
বৃক্ষরা বৃষ্টিপাত বাড়িয়ে দেয় সুশোভিত করে বিশ্ব অশেষ।
বৃক্ষরা দাতা হয়ে দান করে যায় সব ,
বৃক্ষরোপণ তাই দিতে পারে সমৃদ্ধি ও মূল্যবাদ সম্পদ।
চলুন সবাই বৃক্ষরোপণ করি— সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ি
মানুষও বৃক্ষ হয়ে ওঠে কখনো কখনো
প্রিয়তম বৃক্ষটি কখনোই বৃক্ষ নয় প্রাণের প্রিয়তমা রূপসী রমনী কোন।
আমিও কি বৃক্ষ নই তোমার ছায়া সুনিবিড় শান্তি নীড় হয়ে?
তাই চলো সবাই বৃক্ষরোপণ করি বৃক্ষের কাছ থেকে শিক্ষা নিয়ে
আমরাও হতে পারি,
মানুষের—জীবনের—পরিবেশের পরম হিতংকরী

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১

নজসু বলেছেন:



ভালো লাগা।
প্রথম লাইক।

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন:


দুটো কবিতা পাঠেই বিমুগ্ধ ।
আশায় থাকি কখন পাব এমন
সুন্দর সুন্দর কবিতার দর্শন ।

শভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা দুটি। ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর উপস্থাপন , ভালোলাগা রেখে গেলাম

১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:

তোমাকে অভিবাদন প্রিয়তমা

১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



ভালোবাসা মানুষকে প্রসান্তির এক ভুবনে নিয়ে যায়।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭

রিভার কুরি বলেছেন: খুব ভালো মানের কবিতা পড়ে ভালো লাগলো ..
সুন্দর বনের খাটি মধু লাগলে আমাদের এই লিংক দেখে আসুনঃ
https://www.facebook.com/soroshbusiness/notifications/

১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: রিভার কুরি

সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

এ বছর কবে বৃক্ষ মেলা শুরু হবে জানেন কিছু? নাকি এবছর করণার জন্য বৃক্ষমেলা হবে না।

১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

জানি না। জুলাই মাস পুরোটা জুড়ে বৃক্ষমেলা থাকে। এবার কি অবস্থা কে জানে। এমন পরিস্থিতিতে বৃক্ষমেলা কতটা সফল হবে?

৯| ১৭ ই জুলাই, ২০২০ রাত ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: রাতের আঁধার ছাপিয়ে ওঠে ভরা পূর্ণিমা
নক্ষত্রের আগুনে পুড়ে ছুটে চলে ধূমকেতু দূর্বার
তৃষ্ণা মেটে তৃষিত পৃথিবীর।


চমৎকার।
একটি ধূমকেতু এখন থেকে প্রতিদিন দেখা যাবে সন্ধ্যার আকাশে।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

তাহলে তো দেখেতে হবে এমন ধূমকেতু ।

১০| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০১

শেরজা তপন বলেছেন: ভাই সেলিম আনোয়ার , আপনার কবিতা আমার মত পাঠকের বুঝতে হলে এক পাঠে হয় না(প্রথমটার ব্যাপারে বলছি)। বৃক্ষ্রোপ্ন কবিতাটা বুঝেছি এক নজরেই :) খুব ভাল লিখেছেন

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: শেরজা তপন ,

সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

ডি মুন বলেছেন:
এক পোস্টে মানব প্রেম ও প্রকৃতি প্রেম একাকার।

ভালো লাগলো।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ডি মুন

সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দুইটা কবিতাই চমৎকার লাগলো ।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৯

জাহিদ অনিক বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.