নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সোনাপাখি, তুমি পিঁপড়ে আমি চিনি ও অন্যান্য

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭



সোনাপাখি, তুমি পিঁপড়ে আমি চিনি

সোনাপাখি,
তুমি পিঁপড়ে আমি চিনি
খেয়ে ফেলো এখনই
—এ প্রাণে সহেনা পানি
তোমার প্রিয় ছোট্ট গহ্বরে
এখনই নাও টেনে— রেখে দাও
ওগো যত্ন সহকারে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘরে ঢুকে পড়ে পানি—

সোনা পাখি, তুমি লাল পিঁপড়ে আমি চিনি
এখনই কামড় বসাও —উদরে ভরে নাও আমারে
এখনই মহেন্দ্র ক্ষণ, বৃষ্টির ছটা লাগে গায়ে ।
আমার ছোট্ট তরী তুমি যেন স্রোতস্বীনি
শত ব্যস্ততার ভীড়ে —তোমায় তাই রাখি মনে,
যত্ন সহকারে, অঘোর বৃষ্টি তাই— মন উচাটন।
প্রেমের কবিতা তবে এখন হোক বিরচন
পিঁপড়ে চিনির অবাক রসায়ন
তুমি আমি চলনা হারাই দুজন ..
এমন বর্ষণ মুখর ক্ষণে— প্রেমের মন্ত্রযপে
তুমি আমি দুজনে মিলে যেন পরিপূর্ণ সত্ত্বা
অব্যাহত গতিতে ছুটে চলে— আমাদের অগ্রযাত্রা
স্রষ্টার অপার কৃপায়, অপ্রতিরোধ্য আমরা এখন।

রচনাকাল বিকেল পাঁচ ঘটিকা, ১৮/০৭/২০২০

শান্তি নগর বাজার

এখনই যাবো, রইবোনা বদ্ধ ঘরে
দেখবো এবার —দু'চোখ মেলে
ঘরের বাইরে মানুষের হালহকিকত।
জীবিকার অন্বেষণে ঘুরছে তারা
কেমন করে , স্বাস্থ্য বিধি মেনে
তারা কি করছে সব?
নাকি ভাবছে সব জুজুর ভয়?
প্রশাসনের ছলচাতুরী !
বিশ্বাস হারিয়ে গেলে
হারিয়ে যায় যে সব—
এমন হলে সফলতার সম্ভাবনা নেই কোন..
সততা চর্চার বিকল্প তাই নেই কোন।
এখনো আছে সময় দূর্ণীতি সব দূর করে
ঘুরে দাঁড়ানোর, ভালবেসে দুহাত বাড়ানোর।
তবেই যদি— এ যাত্রা রক্ষা হয়
ঘরের বাইরে এখনই যাবো
শান্তি নগর বাজার, শান্তি চাই শান্তি চাই
শান্তি যেন পাই খুঁজে এবার।

রচনাকাল সকাল ১১ ঘটিকা, ১৮/০৭/২০২০

তোমার মত বিকেল

আজকের বিকেলটা সেজেছিল অপরূপ—সাজে
যেন অপসরা রূপে; দেখে তারে মুগ্ধ এই দুটি চোখ।

আজকের বিকেলটা সেজেছিল
যেন অবিকল তোমার মত—তাই
তোমাকেই মনে পড়েছে খুব ।

তুমিও কী ভেবেছো তবে?— এই আমার কথা
এ হৃদয়ের ব্যকুলতা; তুমি কি ভেবেছো তবে?
আমি আনমনে লিখছি কী কবিতা ?—শুধু তোমাকে নিয়ে,
গোধূলির সবটুকু রূপ জৌলুস তোমার অঙ্গে মেখে।
তুমি কি এঁকেছো কিছু আজ— তোমার স্বপ্নিল ক্যানভাসে
এমন শেষ বিকেলের রং কিরূপে ধরা পড়ে মেয়ে
তোমার শিল্পী মনে, ভেবেছিনু তা—ই মনে মনে .. ।

বৃষ্টির নূপুর পায়ে সতেজ প্রকৃতি ছিল—সারাটি দুপুর,
সূর্যের প্রখর আলো উপেক্ষা করে যেন, বৃষ্টির সেই টাপুর টুপুর।
অতঃপর একটি সতেজ বিকেল যেন প্রেমের আবির মেখে
তোমাকে প্রেম নিবেদনের পরে, হৃদয় মম তাই আনন্দমুখর।

প্রকৃতিও যেন তাই ভীষণ উৎফুল্ল ছিল; ছিল উৎসব মুখর,
তোমার আমার প্রেম যেন বর্ষার নবধারা জলে টুইটুম্বুর।

রচনাকাল শেষ বিকেল, ১৭/০৭/২০২০









মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৩ টা কবিতাই ভালো লেগেছে। আপনি মাত্র দুই দিনে তিনটা কবিতা কিভাবে লিখলেন!

১৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর । লিখে ফেললাম তো অংবং কবিতা । মন্তব্যে অনুপ্রাণিত ।

২| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: একসময় আমি নিয়মিত শান্তিনগর বাজার থেকেই বাজার করতাম।

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন করোনার সময়ে বাজারে যাওয়া মানে সাহসিকতার কাজ ।

৩| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
- কবি নবকৃষ্ণ ভট্টাচার্য (আমার একজন প্রিয় কবি)

কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই, আপনি চিনি হলে কিভাবে চলে বলেন তো? আপনি হবেন কবিতার পিপিলিকা। আহা শান্তিনগর বাজার! - এখনও কি বৃষ্টি হলে একহাটু পানি জমে শান্তিনগর বাজারের সামনের সড়কে?



১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার প্রচুর বৃষ্টির সময় দেখার সুযোগ হয়না অনেক দিন । দেখতে হবে । মন্দ বলেন নি আমি কবিতার সুপ্রিয় পিপিলিকা ।

৪| ১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


শ্রবনের ধারা, কবিকে করেছে আত্মহারা

১৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা আপনার জন্য । শুভরাত্রি ।

৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি কি চমৎকার কবিতা লিখেন,পোস্টে ভালো লাগা।

১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ শুভরাত্রি। বহুদিন পর ব্লগে সুস্বাগতম । মন্তব্যে অনুপ্রাণিত ।

৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: রোমান্টিক কবিতা । বর্ষামুখর এই দিনের কদমফুলের শুভেচ্ছা

১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বাদলদিনের কদম ফুলের শুভেচ্ছা সুপ্রিয় নেওয়াজ আলি । আপনার কমেন্ট না থাকলে আমার কবিতা অসম্পূর্ণ থাকে যেন ।

৭| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ৭:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতায় মুগ্ধ।

পিঁপড়ে চিনির অবাক রসায়ন
তুমি আমি চলনা হারাই দুজন।

...............................।
দুটি কবিতাই সুন্দর হয়ছে।

শুভেচ্ছা রইল


১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৯ শে জুলাই, ২০২০ সকাল ১০:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: দেশ প্রেমিক বাঙালী কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১৩

মা.হাসান বলেছেন: আমার এক পরিচিত মেয়ে তার এক সময়ের বয়ফ্রেন্ডকে বলছিলো-- মধু খাওয়া হয়ে গেছে, এখন তো চলেই যাবা। সেই ছেলে জবাব দিয়েছিলো-- কতটুকু মধু আছিলো তুই নিজেই ভেবে দেখ।

চিনিখোর পিপড়েরা গত পঞ্চাশ বছর ধরে খেয়েও বাংলাদেশের মধু শেষ করতে পারে নি; এটাই যা সান্তনা।

২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: =p~ =p~

কমেন্টে ধন্যবাদ।

১০| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: তোমার মতো বিকেলে কবির গিভির আবেগ প্রকাশিত হয়েছে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.