নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তবুও বৃষ্টি পড়ে...

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১




তবুও বৃষ্টি পড়ে —তবুও ওঠে ঝড়,
তোমার আমার সঙ্গম কামনায় ,
তৃষিত পৃথিবীর উপর ।

রিমঝিম শনশন, এই মন উচাটন
তুমি নেই তুমি নেই
যেন দূর বনেতেই— তোমার বনবাস
এ কি তবে তোমার উপহাস!
কালোত্তীর্ণ এক প্রেমের প্রতিদানে।

এই কি পায় শোভা তোমাতে- আমাতে?
ডাকে দেয়া নিঠুরিয়া রাত্রির আঁধারে
আলোর চমকানি —বারিধারা বর্ষণে।

তোমায় পড়ে মনে, আহা প্রেমের নিকুঞ্জ বনে
কতৈ না ভালো হতো, শুধু তুমি আমি দু'জনে!

তুমি যেন সরোবর— আমি পানকৌড়ি ডুব
অনন্ত সঙ্গমে তুমি- আমি নিশ্চুপ;
প্রেমের বিনিময়, আহা কত মধূময়!
জানা নেই কবে হয়! হবে না কি কখনো?
তা কি করে হয় ?
প্রেমের পরিণতি যেন— মধুর মিলনেই হয়।

এটুকু আরজু মম শুধু আরশিতে তুমি ওগো
তোমাকেই দেখোনা ।
আমি ছাড়া তুমি যেন শূণ্য— অপূর্ণ
আমাতেই হতে পারো শুধু তুমি পরিপূর্ণ।

এ যে মহেন্দ্র ক্ষণ মিলনের ,
ওগো মোর প্রিয়তমা, এসো না! এসো না!
আরও কাছে
আমারে ভরে নাও ওগো তোমার ভিতরে
কুসুমে কোমলে,
ময়ূরাক্ষী নদীর কোটরে, তুমি দেখে নিও
কেমন জোয়ার ওঠে এমন মধুবিহারে ...




মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:

বৃষ্টির সাথে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি বছরের সম্পর্ক। আমি ভাবছি এ বিষয়ে কিছু লিখবো ভাই। কবিতাটি খুবই ভালো হয়েছে।+++

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১১

রাজীব নুর বলেছেন: তবুও মানুষ ভালোবাসে, তবুও মানুষ মরে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৩

শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দের যাদুকরের আঙ্গিকে ছন্দ হয়ে কিছুটা । আমায় ভালো লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিক-প্রেমিকা জুগলের মিলনের তরে বৃষ্টি আরও ঝরুক। কবি আরও প্রেমের কবিতা লিখুক এই কামনা করছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩

রামিসা রোজা বলেছেন:
বৃষ্টি ঝড়া প্রেমের রোমান্টিক কবিতা । বৃষ্টির মতোই ঝরে
পড়ছে ....

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০

ঘনশ্যাম বলেছেন: বেশ! মধুর কামনাসিক্ত লেখা।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত রোমাঞ্চকর লেখাটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.