নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অমর একুশের চেতনায় এবং সুপ্রিয় মাতৃভাষা দিবস তোমাকে স্বাগত জানাই

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

অমর একুশের চেতনায়

অমর একুশের চেতনায়
জেগেছে বাঙালি আজ ,
স্বাধীন বাংলার রাজপথে দেয়ালে আঁকা কতো আল্পনা বর্ণালী কারুকাজ !
বাংলা বর্ণমালায় বর্ণিল সজ্জায় অপরূপ বিন্যাসে
একটাই দাবি লেখা তাতে
রাষ্ট্র ভাষা বাংলা চাই
মাতৃভাষা বাংলা
আমাদের মননে মগজে চেতনায় সত্তায় ..

সেই দাবি সেই আত্মবলিদান রক্তঝরা দিন
স্মৃতির অ্যালবামে ইতিহাসের সোনালী পাতায়
আজও রয়েছে, রয়ে যাবে তা চিরদিন অমলিন ।

তারই প্রকাশ যেন হয় জনস্রোতে নগ্নপায়
আমরা যে বাঙময়
রক্তে রাঙানো সেই দিন স্মরণে বরণে..

আমাদের রক্তে শিরায় ধমনীতে যেন এক
নির্বাক স্পন্দন ভালবাসার অনুরণনে
হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধা জানাই
সালাম বরকত রফিক জাব্বার..
যারা বুকের তাজা রক্ত ঢেলে অমর একুশের
মহান স্থপতি, তাদের তরে
চোখে আজও অশ্রু ঝরে
কন্ঠে সেই গান
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কী ভুলিতে পারি..
অসীম শ্রদ্ধায়।

শহীদ মিনারের পবিত্র বেদিতে পুষ্পস্তবক অর্পণে
যেন এক বসন্ত বাগিচায় তাঁদের স্বরণে বরণে।

অমর একুশে আমাদের চেতনায়
অমর একুশে
আমাদের স্নায়ুতে বন্দনায়
রাতের আঁধারে দিনের আলোতে
বাংলা বর্নমালায় গল্পে কবিতায়
প্রিয়তমার চোখের কাজলে বসন্তের ফুলে
রমনার বটমূলে চারুকলায় যেন সারা বাংলায়
আমাদের ভাবনায় সারা বিশ্বে অবাক দ্যুতনায় ..


সুপ্রিয় মাতৃভাষা দিবস তোমাকে স্বাগত জানাই

বায়ান্ন থেকে একাত্তর
তের নদী সাত সমুদ্দুর___ পেরিয়ে
তবেই এসেছিল স্বাধীনতা বাংলায়;
সেখান থেকেই শুরু
"রাষ্ট্র ভাষা বাংলা চাই"
এই দাবি বাংলার আকাশে বাতাসে
শিল্পীর রংতুলিতে, কবির কবিতায়—গল্পে
স্বপ্নবাজের লালিত বহু কাঙ্ক্ষিত স্বপ্নে, অনেক যতনে
কিশোরীর খোলা চুলে শিমুলে পলাশে আম্রমুকুলে
ফাগুনের উতলা হাওয়ায়, কুকিলের কুহু গানে
রাখালের বাঁশির সুরে পাখির কলতানে।
প্রিয়তমার চোখের কাজলে নাকের নোলকে
নগ্ন পায়ে মেঠো পথের ধুলিতে কবির ঝুলিতে
বাংলা বর্ণমালা অ আ .. ক খ..
যার তুলনা নাই
র তে রাষ্ট্র ভাষা ব তে বাংলা চাই
প্রাণের কথা অবলীলায় বাংলায় বলতে চাই
এই পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায়
আপামর বাংলায়, রাজনীতিতে— বক্তৃতায়
ভাষা শহীদদের রক্ত ভেজা শার্টে
সন্তানহারা জননীর অশ্রুভেজা চোখে..
তবেই এসেছিল রাষ্ট্রভাষা বাংলা
অমর একুশে আমাদের চেতনায় শেকড়ে গভীরে
সুপ্রিয় মাতৃভাষা দিবস তোমাকে স্বাগত জানাই।



মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় রাজীব নূর ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: মাতৃভাষাকে অন্তর থেকে ভালোবাসলে মাতৃভাষার শুদ্ধ বানান ও উচ্চারণচর্চা করা উচিত।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য। মাতৃভাষাকে অন্তর থেকে ভালোবাসলে মাতৃভাষার শুদ্ধ বানান ও উচ্চারণচর্চা করা উচিত। প্রচেষ্টা চলছে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি দা

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আলমগীর সরকার লিটন আপনি দারুন সব কবিতা লিখে চলছেন আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২

চাঁদগাজী বলেছেন:



যাক, অবশেষে কবির বিরহের অবসান ঘটেছে!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী চির বিরহীনির প্রেমে বিরহের শেষ কিভাবে হয় বিরহীনির প্রেমে বিরহী হতে হয় যে ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: বাংলার পাশাপাশি ইংরেজী আরবী ফরাসী ভাষা শিখা দরকার

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য। অন্য গুরুত্বপূর্ণ ভাষাগুলোও জানা দরকার দাপ্তরিক প্রয়োজনে । আর আরবী ভাষা প্রত্যেক মুসলমানের জন্য জানা আবশ্যক ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ২১ এর আগে পরে আমাদের চেতোনা ভোতা হয়ে যায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: এর পরিবর্তন হওয়া দরকার বিজ্ঞ ব্লগার। ২১ সারা বিশ্বের বিস্ময় আর তার স্থপতি আমাদের অগ্রজগণ এটি নিয়ে উৎসব হওয়াটা খুব স্বাভাবিক। আজকের আমি চাকুরি করি দেশটা স্বাধীন না হলে কি এ অবস্থানে থাকতে পারতাম। ২১ তো ৭১ এর শেকড়। কিংবদন্তীর কবিতা । আকাশ বাতাস প্রকম্পিত করে আমি বলবো আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। সারা বছর আমার তা মনে থাকে তার জন্য আমি বাংলায় কবিতা লিখি ।

মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: "মাতৃভাষাকে অন্তর থেকে ভালোবাসলে মাতৃভাষার শুদ্ধ বানান ও উচ্চারণচর্চা করা উচিত" - রাজীব নুর এর এ কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার মনে হয় সঠিক উচ্চারণে ও শুদ্ধ বাংলায় শতকরা দশজন বাঙালিও বেশিক্ষণ কথা বলতে পারবেন না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান রাজীব নূর যথার্থ কমেন্ট করেছেন। শুদ্ধ ভাষায় কথা বলা শেখা উচিৎ । চেষ্টা তো করা যায় ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর হয়েছে একুশের চেতনাকে বুকে ধারণ করে রচিত কবিতা ।
বেশ অনেক দিন পরে ফিরে এসেছেন দেখে ভাল লাগল ।

শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর হোক :)

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু যে ভৃগু ভগবানের বুকে একে দেয় পদচিহ্ন আমি তাকে প্রণাম করি ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একুশময় কাব্য চমৎকার হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬

কালো যাদুকর বলেছেন: সুন্দর কবিতা কবি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: নবীশ কবির কবিতা ভালো লেগেছে জেনে ভাল লাগলো ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

মিরোরডডল বলেছেন:




অনেকদিন পর সেআ কবিতায় ।
সুন্দর লেখায় একটি প্রিয় গান ।

যে ভাষার জন্যে এমন এমন হন্যে, এমন আকুল হলাম
সে ভাষায় আমার অধিকার
এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার

যে চোখের জন্য এমন হন্যে, এমন আকুল হলাম
সে নয়নে আমার আমার অধিকার
এ নয়ন আমার আশা, আমার ভাষা, আমার অঙ্গীকার










২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কমেন্টে এবং পাঠে নিরন্তর শুভকামনা ।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৯

ডঃ এম এ আলী বলেছেন:


আপনার কবিতার উপরে আমার মন্তব্যের ঘরে থাকা কবিতাটি
একটি অসাধারণ কবিতা হয়েছে । কবিতাটিকে আপনার পোষ্টের
কবিতার সাথে যুক্ত করে দিলে ভাল হবে অথবা
পৃথক একটি কবিতা হিসাবে পোষ্ট দিতে পারেন ।

একুশের শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার পরামর্শ সাদরে গ্রহণ করা হলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.