নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলী হে কবি বর ও পরাধীনতা তোমায় দিলাম ছুটি

০৮ ই মে, ২০২১ রাত ৮:০৫

শ্রদ্ধাঞ্জলী হে কবি বর!!!!

কবি তুমি যেন ভোরের রবি
সাহিত্য সম্ভারে শব্দের যাদুকর
তুমি, শব্দ সাজাও কাব্য গড়ো
হৃদয়ের কথা আকুলতা
অকপটে তুলে ধরো
প্রকাশ্য দিবালোকের মতো;
স্বচ্ছ সুন্দর তব বহিঃপ্রকাশ তোমার নেই যে তুলনা ।
জীবনের প্রতিবাঁকে আঁধারে- পূর্ণিমায়, দিনে- রাতে
কাব্যিক সুষুমায়— বাসন্তী ফুল হয়ে যেন ফোঁটো
অঘুর বর্ষায় ঘুর লাগা ক্ষণে অবলা মনে
টাপুর টুপুর অলস দুপুরে রিমিঝিমি সন্ধ্যায়,
প্রিয়তমার প্রেম আলিঙ্গনে, বিরহে আনন্দলোকে—
কবি তুমি অনবদ্য, অগাধ শ্রদ্ধায় স্মরি তাই।
তুমি যে অমর, কবিতায়— গানে— দর্শনে
পিনপতন নিরবতায়, তুমি যেন সরব স্বমহিমায়।
শ্রদ্ধাঞ্জলী হে কবি বর! আজিকার এই দিনে,
তুমি জন্মেছিলে তাই বেঁচে থাকার কি মানে
খুঁজে পাই, কবিতা লিখে যাই প্রিয়তমার প্রেমে
অনুপ্রেরণা খুঁজে পাই, কে বলে তুমি নাই !
তুমি যেন অবিচ্ছেদ্য অঙ্গ
কোটি বাঙালির জীবনে কর্মমাঝে।
তুমি যে অমর
কবিগুরু হে অগ্রজ!
শুভ জন্মদিন— তোমারে শ্রদ্ধা জানাই।


পরাধীনতা তোমায় দিলাম ছুটি!!

পরাধীনতা তোমায় দিলাম ছুটি
আমরা তাই— মুক্ত বলাকা আজি।
আমরা দুজন দুটি পাখি খোলা আকাশে,
না না আমরা দু'জনে
একটি পাখির দুটি ডানা
ডানা ঝপটাই মাঝে মাঝে, পাখির কুজনে;
শীত শেষে তাই বসন্ত যে আসে।
আমরা ভাসি প্রেমে— আমরা যেন কপোত কপোতী
আমরা উড়ি— আমরা দুজনে ফোঁটি
পুষ্প হয়ে বাসন্তী কাননে, অপার স্বাধীনতায়
না না তুমি ফুল আমি তবে প্রজাপতি ;
সুবাসে তোমার মাতাল হয়ে আমি যেন ছোটি
আমি যেন জড় স্বাধীনতা হে! তোমার পরশে জেগে ওঠি,
অনন্ত পৌরুষে সম্ভাবনার সকল উত্থানে।
তুমি হয়ে ওঠো কামনা রাঙা নারী
অপার স্বাধীনতায়,
হে আমার সুপ্রিয় স্বাধীনতা
তুমি কবিতা আমি কবি।
তুমি অনন্ত আকাশ মৃদু মন্দ বাতাস
আমি তাতে লাল টকটকে রবি।
হে সুপ্রিয় স্বাধীনতা— তোমারে আলিঙ্গণ
তোমারেই আমি নিত্য করি যে বিরচন
কলমের আঁচড়ে সুখের আকরে।
অতঃপর তোমারে পাঠ করি, সযতনে মগজে মননে তনে
সুপ্রিয় স্বাধীনতা আমারি অহংকার রমনীর সোনার অলংকার।
সুপ্রিয় স্বাধীনতা যে গায়ের চাদর আমার;
তোমরা নিয়োনা টেনে তা্
সুপ্রিয় স্বাধীনতা হে!
চলার পথে দিও না মোরে বাঁধা।
হে কাঙ্ক্ষিত কবিতার খাতা ভালবাসার আদর
কামনার প্রিয়ংবদা!
সুপ্রিয় স্বাধীনতা হে লহ মোর সালাম !
শ্রদ্ধাবনত মস্তকে প্রেমের অনুরণনে মগজে মননে
অপার সম্ভাবনার দ্বার খোলে।
সুপ্রিয় স্বাধীনতা তোমাকে ভালোবাসি খুব—
শ্রদ্ধায় অনুরাগে সীমাহীন উদ্ধতায়।
সুপ্রিয় স্বাধীনতা হে তোমারে জীবন সঙ্গী করে
যেন আমি বেঁচে থাকি— সোনার বাংলাদেশে
আবার যেন মরি সহমরণে পিনপতন নীরবতায়
ভোরের শিশির যেমন করে...




মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২১ রাত ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অসাধারণ।
সাধু, সাধু, সাধু..।

০৮ ই মে, ২০২১ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই মে, ২০২১ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর রচনাশৈলী।

০৯ ই মে, ২০২১ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


সবই তো সুন্দর কথার ফুলঝুরি, সবই ভালো, কিন্তু করোনার ভয়ে ভীত হয়ে আছি।

০৯ ই মে, ২০২১ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাদগাজী করোনা নিয়ে সবাই ভয়ে আছে । করোনা থেকে মুক্তি লাভ হয় যেন এই কামনা সদা প্রাণে।

৪| ০৮ ই মে, ২০২১ রাত ৯:২৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

দারুণ ছন্দময় লেখনি। শুভেচ্ছা নিরন্তর।

০৯ ই মে, ২০২১ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্ট এবং পাঠে। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৫| ০৮ ই মে, ২০২১ রাত ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:




কবগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি খুবই সুন্দর হয়েছে ।
চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই স্বাগত
জানিয়েছিলেন নতুনকে। তাঁরই দেখানো পথে
পঁচিশে বৈশাখে রবীন্দ্র অনুরাগী আমরাও
এভাবেই ১৫৫তম জন্মবার্ষিকীতে
স্বাগত জানাই বিশ্বকবিকে।
শুভ কর্মপথে ধর নির্ভয় গান গেয়ে
শুরু করি তাকে স্মরণ ।
সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত
স্মরি তার জগত বিখ্যাত কর্মগাথা ।
বাঙ্গালীকে করেছেন তিনি মহান
বিশ্বমাঝার ।

অনেক দিন পরে কবিগুরুর প্রতি হৃদয় নিসৃত
অর্ঘ্য নিয়ে এলেন আমাদের মাঝে ।
আপনি ভাল আছেন দেখে খুশী হলাম ।
সুন্দর কবিতা দুটি প্রিয়তে তুলে নিলাম ।

শুভেচ্ছা রইল

০৯ ই মে, ২০২১ রাত ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৮ ই মে, ২০২১ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৬ লাইনে অনেকটাবলা হয়েগেছে। চমৎকার।

০৯ ই মে, ২০২১ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যু। শুভকামনা জানবেন।

৭| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে রবীন্দ্র বিরোধীতা বাড়ছে। এটা খারাপ লক্ষণ জাতির জন্য।
বাঙ্গালী মুসলমানদের কাছে প্রধান সমস্যা- রবীন্দ্রনাথ হিন্দু। তারা বুঝে না- শিল্পি তো শিল্পি'ই। তাতে আবার হিন্দু মুসলিম কী! সাহিত্যে ধর্ম দেখার কিছু নেই।
সোজা কথায় বলা যায়, যারা রবীন্দ্র বিরোধী তারা রবীন্দ্রনাথের বিশালত্বের এক বিন্দু পরিমানেও জানে না।
রবীন্দ্রনাথ তো বিশাল বটবৃক্ষ।

০৯ ই মে, ২০২১ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু আমার প্রিয় কবি। উনার রচিত গানগুলো আমাদের সম্পদ। অসাধারণ লিখন শৈলি উনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কবিগুরুর জন্য ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা ।

৮| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

০৯ ই মে, ২০২১ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লাগা আমার জন্য প্রেরণা।

৯| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: হুটহাট হারিয়ে যাবেন না। চিন্তা হয়।

২৭ শে মে, ২০২১ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এই তো ফিরে এলাম । ডোন্ট ওরি ।

১০| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর ব্লগে ফিরে এলেন দুটো সুন্দর কবিতা নিয়ে। ব্লগেই থাকুন!

২৭ শে মে, ২০২১ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আছি তো ।থাকার চেষ্টায় আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.