নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হাসি মুখে যেন গগণে উঠে পূর্ণিমা চাঁদ
যদিও ললাটে আঁকা তার— এক কলঙ্ক দাগ ;
সেই চাঁদ দেখবে বলে কতইনা কৌতূহলে
কাজ ফেলে মন ছুটে যায়, বাড়ির ছাদে
নক্ষত্রের আগুন জ্বলা এক রাতে থেকে থেকে
নজর কেড়ে নেয় একটি ক্ষুদ্র উপগ্রহ অগণিত
নক্ষত্রের মাঝে, মনে হতে পারে কতটুকু উদ্ধত!
আসলে তা নয়, পৃথিবীর বুকে জোয়ার ভাটা
রূপোলি আলোর ছটা কেবল দিতে জানে চাঁদ;
দুচোখ তারেই খুঁজে ফিরে গল্প— কবিতা— প্রেম
সবটুকু যেন তাকে ঘিরে— আমাদের ছোট্ট নীড়ে
চাঁদের সাথে বলি কথা, থেকে থেকে সে যেন
নিয়ে আসে প্রেমের বারতা, হাসিমুখে বলে যায়
তোমায় আমায় নির্বাক জোছনায় অপ্রগলভ প্রেম
নীরবেই খেলে যায় ফেলে যায় জলছাপ
দুজনার হৃদয়ের আঙিনায় স্বপ্নের ক্যানভাস
লাগে যেন স্বর্গীয় ভালোবাসি শুধু তোমাকে ....
কবিতা অসম্পূর্ণ থাকলো। স্যাটেলাইট চ্যানেলে হঠাৎ চোখে পড়ে রাঙা বউ সিনেমা ফরীদি এন্টি হিরো মন্দ চরিত্রে চমৎকার অভিনয় করে চলেছেন। আজ ২৯ মে ২০২১ তাঁর ৬৯ তম জন্মদিন। ১৯৫২ সালে ঢাকা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। আমি আসলে টিভি নাটকের ফরীদির ভক্ত বাংলা চলচ্চিত্রে প্রায় জিরোজ্ঞান সম্পন্ন। ফরীদির জন্মদিনে একটি পোস্ট দেয়া দরকার। ব্লগে ঢুকতে হলে ব্রডব্যাণ্ডই ভরসা। অন্তত আমার ক্ষেত্রে । যেহেতু আমার গ্রামীণ নেট সামহোয়্যারইনব্লগ এক্সেস পায়না। তাই ঢাকা শহরে লকডাউন ভেঙে নিজ বাসভবনে। এই মিলনায়তনের তথা ব্লগের সুপ্রিয় সদস্যবর্গ বা পরিবারের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি করা আমার কাছে যথেষ্ট গুরুত্ব পূর্ণ । যাইহোক জন্মদিনে কিংবদন্তি তুল্য অভিনেতা হুমায়ুন ফরীদির প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। এতো সুন্দর অভিনয় সত্যি মুগ্ধ হবার মতন মনে দাগ কাটার মতন । তার অভিনয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার প্রশংসার দাবি রাখে বৈকি । এদিকে অনন্য তিনি। তিনি এদেশের অভিনয়ের মানদণ্ড । খলচরিত্রকে তিনি সম্মানিত করেছেন; নতুন মাত্রা দিয়েছেন রোমান্টিক কমেডি ট্রাজেডি অভিনয়ে । তিনি মরনোত্তর একুশে পদক পেয়েছেন । একটি কবিতা লেখার চেষ্টা করি মরহুম হুমায়ূন ফরিদী কে নিয়ে।
অভিনয় গুরু হুমায়ূন ফরীদি
____________
কী করে ধরতে হয় প্রিয়তমার কোমল হাত ?
কী করে সবচেয়ে হৃদয়গ্রাহী হয়ে ওঠে সংলাপ?
কী করে অট্টহাসিতে ফেটে পড়ে
ভেঙে যায় নিরবতা গা শির শির করে ওঠে শ্রবণে তা?
একজন অভিনেতা কি করে মুগ্ধ করে ধরে রাখে দর্শক
তুমিই স্বার্থক দৃষ্টান্ত তার ,
অভিনয় দিয়েই শিখিয়ে দিলে
কি করে কেঁদে ওঠে প্রেমিক হৃদয় প্রিযতমার বিচ্ছেদে
কেমন করে মরে পড়ে থাকে বিবেক— নির্মমতায়
কেমন করে দু’চোখ মনের কথা দেয় বলে
তর্জনীর ইশারায় পিঠের ভঙ্গিমায় অবাক করা বাঙময় তুমি
কমেডি— ট্রাজেডি— নিঃস্ব— বনেদি
টগবগে তরুণ অতশপির বৃদ্ধ ..
সত্যি তুমি অভিনয়ের বিরল চৌকস প্রতিভা
তুমি অনন্য হে !
অভিনয় শিল্প হয়ে ওঠে তোমার জন্য
সত্যি আজও অপ্রতিদ্বন্দ্বী তুমি অনন্য।
হয়তো শতবর্ষে একজনই জন্মায়— হুমায়ূন ফরীদি
একজন বাঙালি একজন প্রেমিক
একজন পরোপকারী, একটি বিশাল হৃদয়
একজন দার্শনিক একজন অভিনেতা..
শুভ জন্মদিন হে গুণীজন
তুমি যেন মরেও অমর— আপন কর্মগুণে
হে দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ফরীদি
বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে...
বিঃ দ্রঃ ছবি নেট থেকে নেয়া
৩০ শে মে, ২০২১ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা। ফরীদি আপন কর্মগুণে অমর। তার অভিনয় হৃদয়ে দাগ কাটে। ফরীদির মৃত্যুর পর আমার ব্লগার হয়ে ওঠা । ফরীদির আ্শীর্বাদে অনেকে বড় হয়েছেন কেউ অভিনেতা কেউ গায়ক গায়িকা কেউ সাংবাদিক......
২| ২৯ শে মে, ২০২১ রাত ৩:০৮
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে হুমায়ূন ফরিদীর একটা ছবি দিলে ভালো হতো।
৩০ শে মে, ২০২১ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার দুটি ছবি দেয়া হলো । একটি কলো চশমা পড়া । চশমাটি নিলামে বিক্রি হয় তিন লাখ টাকায়...
৩| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজিব নূর আগামী কাল দিবো কালো চশমা সহ ছবি।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২১ রাত ১:০৭
জটিল ভাই বলেছেন:
ফরিদী আপনার মাঝে বেঁচে থাকুক সহস্রকাল