নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমার আমার প্রেম যে জানে সকলে
লজ্জাবতী লতা তুমি প্রেম আহ্বানে
সঙ্গোপনে মোর সনে প্রেম প্রেম খেলে
ঠুটে তব অনেক তৃষ্ণা আকূতি প্রাণে।
সজাগ চোখ যেন তীর্থের কাক হয়ে
দেয় শুধু পাহারা ঠিকই জেনে ফেলে
কতকাল দেবো ফাঁকি . যায় যে বিফলে
হাতে নাতে ধরে তারা যেন ছাই দিয়ে।
ধৈর্য্য ধরে থাকি কতৈনা নিরব রাতি
দুটি প্রাণে খেলা চলে তবু মন কাঁদে
ইচ্ছে করে তোমারে যে বুকে ধরে রাখি
আশা রাখি পাবো হয়তো কদিন বাদে।
শুধু জানি প্রচেষ্টা ব্যর্থ হয় না কভু
অন্য কারো নও তুমি, মোর হবে শুধু।
ছবি: কিংবদন্তী তুল্য অচিন বৃক্ষ (ফরিদপুর) যেন অটুট বন্ধনে
১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার।
শুধু ৪ নাম্বার লাইনের প্রথম শব্দটায় প্রথমে খটকা লেগেছিলো।
১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর সনেট প্রচেষ্টা । চৌদ্দ চরণে চৌদ্দ মাত্রায় প্রিয়তমাকে অটুট বন্ধনে বেধে দিলাম। ছবিতে ছোট বৃক্ষটি দেখা যাচ্ছে বড়টি অনেক বড় দুটো আবার একটি শাখা দিয়ে পরস্পর লেগে আছে । জায়গাটিতে মানুষ মানত করে। অনেকের মনষ্কামনা পূর্ণ হয়েছে নাকি ওখানে গিয়ে। মানুষজন ফলমূল খাবার রেখে যায় এলাকার লোক জন কুড়িয়ে সেগুলো খায় এভাবে অবশ্য ভালবাসা বৃক্ষদ্বয় অনেকের ক্ষুধাও মিটিয়ে থাকে....
৩| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবিরে কইয়া দিমু কইলাম
সুন্দর হইছে
১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন: বেশ রোমান্টিক।
ভালো লাগলো।
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: রোমান্টিক কবিতা পড়িয়া রোমাঞ্চিত হইলাম। এতো সুন্দর শাখা-প্রশাখা যুক্ত বৃক্ষের দর্শন লাভ করিয়া পুলকিত হইলাম। কবিকে ধন্যবাদ সুন্দর কবিতা ও ছবির জন্য।
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৫৫
হাবিব বলেছেন: দারুন লিখেছেন প্রেমের কবি........
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা হাবিব স্যার।
৮| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
না পাবার মাঝেই যেনো কবিতার সার্থকতা! - পেয়ে গেলে কি হতে পারে?
২৮ শে জুন, ২০২১ দুপুর ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: পেয়ে গেলে তখন কবিতায় নতুন মাত্রা যোগ হবে। আরও যত সম্ভাবনা সব বিকশিত হবে নতুন সৃষ্টির কবিতা হবে। কবি ও বিজ্ঞানী দুটো খেতাব পরিপূর্ণ হয়ে অতুলনীয় ব্যাপার হবে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২১ সকাল ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+