নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আর কভু দূরে সরে যেও না....

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৯



কঠোর লকডাউন যেন তোমার ঐ মনটাউন
কতোদিন আর চলবে এভাবে?
ক-তো দিন ক-তো রাত ক-বে যে ফুরোবে
প্রতীক্ষার এই প্রহর ?

ভেবে ভেবে পাইনা তার সন্ধান।

করোনামুক্ত প্রতিটি শহর—হবে যে কবে?
করতে পারি না তা অনুমান।

প্রার্থনা করি তাই— মনে মনে
সারা পৃথিবীর মানবেরা যেন বেঁচে যায়
করোনা দানবের মৃত্যুহানা থেকে
মুক্তির নিশ্বাসে—অপার স্বাধীনতায় ।

মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
তুমি এসে যদি ছুঁয়ে যাও প্রেমে
হয়তো তবেই হবে এর শেষ।

দিনে দিনে বাড়ে যে শুধু মানবের কষ্ট ক্লেশ
যদি তাই হয়, এসো তবে শুরু হোক
প্রণয়েরই খেলা— এ বেলা ।

এসো করি সূচনা—মানব মুক্তির
কে চায় এমন জীবন— বন্দীর।

মুষল ধারে বৃষ্টি পড়ে
নদীর দু’কূল উপচে পড়ে
তবু কী তোমার অভিমান ভেঙে পড়ে না ?
ভাঙা কাচের মতন।

কষ্ট দেয়নি তো মেয়ে ইচ্ছে করে
হয়তো মনের অজান্তেই পেয়ে গেছো
ভালোবেসে কষ্ট দেবার কী আছে?

যদিও দিয়ে থাকি দিয়েছি তা— অনেক ভালোবেসে ।

জানো তো ভালোবাসা সব থেকে বেশি দামী;
কোন রাজপ্রাসাদ না ।

লক ডাউন ফেলো ভেঙে গুড়িয়ে দাও তোমার ঐ
মানটাউন থেকে—খুল্লাম খুল্লা প্রেম— যদি না পারো।

এসো হে সংগোপনে, খেলি প্রেমের খেলা।


দেখো না কি ভাবে আসমান-জমিন প্রেম খেলা চলে
বৃষ্টির বাহানায়, তুমি আমি সমানে সমান
আসমান জমিন ব্যবধান ভেবোনা —করো না বাহানা

সসম্ভ্রমে বাড়িয়ে দিলাম দু’হাত প্রেমের উদাত্ত আহবানে
এসোগো প্রিয়তমা
অনন্ত প্রেম বুকে লয়ে এবার নৌকো ভেড়াও
মম মন বন্দরে, আর কভু দূরে সরে যেও না....


ছবি ঃ ইউ-টিউব







মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: আহা কি কবিতা ! বুকের জ্বালা বাড়াইয়া দিল :(

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। বুকের জ্বালা লাঘব হোক এই শুভ কামনা্ ।

২| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই 'তুমি'টা কে ভাইজান? :D :D
যেই হোক ,তার কারনেই আপনি একজন চমৎকার কবি।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: এই 'তুমি' সেই 'তুমি' যে তুমি প্রতিদিন একটি করে কবিতা লিখতে বলেছে আমার রক্তে কবিতা মিশিয়ে দিয়েছে


৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শাহ আজিজ ভাই বলেছেন: আহা কি কবিতা ! বুকের জ্বালা বাড়াইয়া দিল - আপনাকে নিয়ে সেলিম আনোয়ার ভাইয়ের ডোল্লির বিলে একদিন যেতে পারলে বুকের জ্বালা কমে যাবে আশা করছি।

কবিতার যাদুকর, আপনার ডোল্লির বিলে মাখন দিয়ে গরম গরম ভাপ উঠা ভাত খেয়ে টানা লম্বা একটা ঘুম দিবো ভাবছি। কবিতা ভালো হয়েছে।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হতো একদিন সব ব্লগার মিলে নৌকোয় বিলের জলে শাপলা তুলে বেড়াতে পারলে। শাহ আজিজ ভাই সঙ্গে থাকলে আরও ভালো হবে। উনি দারুন আর্টিস্ট ।শাপলা ছবি একে ফেলতেন । ধন্যবাদ।

৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪২

চোখেরপর্দা বলেছেন: চমৎকার হয়েছে। করোনা সবকিছুই কেমন থেমে রেখেছে

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই করোনা আমাদের বন্দী রাখছে ঘরের ভেতর অসুস্থ করে তুলছে গোটা পৃথিবীটাকে মৃত্যু উপত্যকায় পরিণত করছে।

৫| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বাচ্চার কিছু স্কুল স্টেশনারি কিনতে আজ পথে বের হলাম। রাজপথে গাড়ি নেই সত্যি, তবে পথে লোকজনের অভাব নেই। লোকজন গাড়ি চড়া ছাড়া বাকি সব কাজই করছে।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই তো ভয় দেশের মানুষ সচেতন নয়। গাড়ি বন্ধ যদি পনেরদিন হোমকোয়ারন্টাইন করে থাকে সব ঝামেলা মিটে যাবার কথা সেটা ও তো পারবে না ্

৬| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:০২

ডঃ এম এ আলী বলেছেন:



আহা কি সুন্দর কবিতা । পাঠে মুগ্ধ ।
কবিতা পাঠে মনে পড়ে আরো কত কথা ।
শুনেছি মুঘল শাহজাদা সেলিম (পরে সম্রাট
জাহাঙ্গীর ) জগতের আলো নুরজাহানের প্রেমে
মত্ত হয়ে লিখতেন আপুর্ব প্রেমের কবিতা ।
নুরজাহানো কম যাননা, তিনিউ লিখতে পারতেন
সুন্দর কবিতা। লাহোরে নুরজাহানের কবরের গাঁয়ে
তারই রচিত দুটি লাইন দেখতে পাওয়া যায়,
ফারসিতে লেখা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায়
অনুবাদ করেন:
"গরীব গোরে দ্বীপ জেলো না,
ফুল দিও না কেউ ভুলে,
শ্যামা পোকার না পোড়ে পাখ,
দাগা না পায় বুলবুলে।"


যাহোক করুনা দুর করার জন্য চাই
নুরজাহানের মত শক্তিশালী সম্রাজ্ঞী ।
যিনি একজন ভাল শিকাড়ীউ ছিলেন ।
শুনেছি তিনি নাকি ৬ গুলিতে ৪টি
বাঘ শিকাড় করেছিলেন ।
তেমন দেশ হতে করোনা নিমুর্লের জন্য
একজন শক্তিশালী শিকাড়ীর প্রয়োজন ।

আপনার কবিতায় রইল অনেক অনেক ভাললাগা ।

শুভেচ্ছা রইল

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য কমেন্ট ডঃ এম এ আলী। ভালোলাগায় এবং পাঠে অনেক ধন্যবাদ। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.