নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যেন শ্রাবণ মেঘেদের প্রচন্ড ঝগড়া শেষে
তবেই রহমতের বৃষ্টি এলো নিষ্পাপ হাসি হেসে
রিম ঝিম সঙ্গীতে সতেজ প্রকৃতি যেন নাচে
বৈরী আবহাওয়া শেষেই যেন এই শুভ পরিণতি
— মিলনমন্ত্র গানে।
এমন মহেন্দ্রক্ষণে অভিমান ভেঙে যা— দূর বনে চলে যা
আ্মরা সবে একজোট ভেবে তা মনে তাই নাচে সুখ
কমে যা দূর্ভোগ বিষন্ন নগরীর রাজপথে, অট্টালিকায় বন্দি প্রাসাদে..
মনটা ভালো হয়ে যা— প্রিয়তমার হাসিমুখ দর্শনে
মনটা যে ভিজে যায় এমন ঘুরলাগা বর্ষণে।
ভালো লাগে খুব বয়ে চলা জলস্রোত
যেন তা খোদা তায়ালার দেবদূত।
পাপ পঙ্কিল পৃথিবীর শরীর ধূয়ে বয়ে চলে
দূর অজানায় আমরা সবে উৎফুল্ল হয়ে
বসে আছি কাব্য সাধনায়
হয়েছি যেন তাই রাত জাগা পাখি সবে
পরিচ্ছন্ন এক পৃথিবীর প্রত্যয় বুকে লয়ে
করোনাক্রান্ত বিপন্ন সময়ে
বিষন্ন মনটা যে এমন মধুর ক্ষণে
বৃষ্টির পরশ মেখে দুঃখ ভুলে যায়।
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: বাসায় একা থাকি সারারাত তাই জেগে থাকা কবিতার আশ্রয়ে।
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুবিবেচনা,
যখন তুমি পিটজা খাবার লোভে
ভীষণ ব্যতিব্যস্ত রোজ বিকেলে
তখন অনেকের মুখেই
জুটেনি বেঁচে থাকার মত অন্ন।
অনেকে হাত পেতে বসে আছে রাস্তায়
দারুন হতাশা চোখে মুখে রাস্তা ফাঁকা— যে
এভাবে আর কতদিন বেঁচে থাকা?
কে দেবে টাকা? তবে কি না খেয়েই
মরে যাবে প্রাণ মুখ থুবড়ে থাকবে পড়ে
ডাস্ট বিনের আবর্জনার মতো
অভিশপ্ত রাজপথে যান্ত্রিক নগরে।
করোনার ক্রমাগত আগ্রাসনে
সাড়াশি আক্রমনে
দিনে দিনে বাড়ে শুধু অবনতি
মিথ্যের তথ্যের উপর ভিত্তি করে
রচিত হয় ভুলের সুরম্য প্রাসাদ
প্রতারিত চোখেই শুধু মুগ্ধতা ছড়ায় তা।
প্রাসাদ ভেঙে পড়ার আশংকায়
উৎকন্ঠিত শুধু হাতেগুণা কিছু সুবিবেচক
ক্ষমতার লিপসায় অন্ধ নেতৃত্ব
কৃতিত্ব জাহির করেই তাই দিন কাটে
বিশ্ব বেহায়া লজ্জায় মুখ ঢাকে
ধ্বসে পড়ে খসে পড়ে বিলাসিতা
নিরেট মূর্খ নর্তকী নেচে যায়
ঝলমলে সাজ পোষাকে নিজেকে
ভাবে কতো রূপসী আসলে পতিতা
লোভাতুর কুৎসিত দর্শক পরিতৃপ্ত তাতে
খেয়াল নেই অবিবেচনায় —কদিনই আর বাঁচবে
তবু একবুক প্রত্যাশা —যদি কোনদিন
মুক্তি মেলে স্রষ্টার অশেষ কৃপায়
মুক্তি মেলে বিশ্বমানবতার —করোনা বিভীষিকায়।
২| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
একা কেন, আপনার পরিবার কি অন্যত্র বাস করে?
০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা । সময়ের প্রয়োজনে। করোনাকান্ত সময়ে সবা্ই আক্রান্ত। পিত্রালয়ে তার অবস্থান চিকিৎসা এবং সন্তানদ্বয়ের সঠিক পরিচর্যার সুনিশ্চিত করার জন্য। নিজের বাসায় সকল কাজ কর্ম করে তারপর কবিতা লিখি।
ধন্যবাদ চাঁদগাজী। নিরন্তুর শুভকামনা আপনার জন্য ।
৩| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা হয়েছে।
০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টি আমার খুব প্রিয়।
আমার ছোট মেয়ে নুয়াইরা ও খুব বৃষ্টি পছন্দ করে।
দুদিন আগে খুব বৃষ্টি হচ্ছে, তখন নুয়াইরা ঘোষণা করলো - "বৃষ্টির কি সুন্দর গন্ধ!!"
০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই বৃষ্টির সুন্দর গন্ধ আছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১৮
শেরজা তপন বলেছেন: পুরো রাত কি জেগে থাকেন?
গভীর রাতের রচিত কাব্য মনে হয় উত্তম হয়- নাকি কবি?