নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গভীর শোকের আগষ্ট মাসে

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:০২



আমরা এখন গভীর শোকে
বেদনা ভরা বুকে করি যে রোদন
পনোরো তারিখের বিভীষিকা
শেলসম বিধে আজও—এখনও হয় রক্ত ক্ষরণ
বঙ্গবন্ধু নেই যে বেঁচে
আহা থাকতো যদি জাতির পিতা
বিশ্ব পেতো এক মহান নেতা
বজ্র নিনাদ কন্ঠ যার—
আজও থেকে থেকে ইথার থেকে আসে ভেসে
রক্ত যখন দিয়েছি আরও দেবো
তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো..
শ্রবনে তা গায়ের লোম যায় দাড়িয়ে
স্বাধীনতার চেতনায় জোয়ার ওঠে মম প্রাণে
কন্ঠে যেন তাঁর মিশে আছে উজ্জীবনি সুধা
তর্জনীর ইশারায় হেলে যায় কেঁপে ওঠে সিংহাসন;
দুঃশাসনের তখত ঐ।মানুষের মনে বসত গড়ে
আজও যে তিনি স্মরণীয় বরণীয়
কীর্তিমানের মৃত্যু নাই— কে না জানে?
হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি হে,
স্বাধীন সার্বভেীম বাংলাদেশের মহান স্থপতি যে তুমি
বিনম্র শ্রদ্ধা তোমায়— হৃদয়ের এই গহীন থেকে
তুমি যে জাতির পিতা তুমি ছাড়া শূণ্য লাগে সবই
—সোনার বাংলায়।
আমরা ঋণী এদেশ ঋণী—তোমার কাছে চিরদিনই
মোরা বাংলায় লিখি বাংলায় গাই বাংলা বর্ণমালায়
তোমারেই যেন খুঁজে পাই;
পদ্মা মেঘনা যমুনা অববাহিকা পাহাড়ি ঝর্ণাধারায়।
বঙ্গবন্ধু আমরা শোকার্ত— আমরা ব্যথিত
বিনম্র শ্রদ্ধা তোমায়—হৃদয়ের গহীন থেকে
জানি শোধ হবে না কোন দিন— তোমর ঋণ
কৃতজ্ঞ চিত্তে তোমারে স্মরি তাই পরম শ্রদ্ধায়।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

বঙ্গবন্ধু বেঁচে থাকার দরকার ছিলো।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালোলাগা ।

৩| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৪| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনি ক্যু'এর জেনারেল জিয়াকে সাপোর্ট করেন, শেখের শোকে কবিতা লেখেন, মাছের মায়ের পুত্র শোক?

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা উত্তর বাংলাদেশে কোন ক্যু আমি সমর্থন করি না ।'

৫| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৬| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা।
জাতির পিতার হত্যা কারীদের দোসররা তোগোও ক্ষমা নাই।

০৩ রা আগস্ট, ২০২২ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:১৪

কামাল৮০ বলেছেন: মুজিব হত্যায় অনেকেই জড়িত,তাদের বিচার হয় নাই।

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মুজিব হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার হোক এই বাংলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.