নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে মহীয়সী বঙ্গ জননী!!!

১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪১



..অবশেষে গায়ের গহনা বিক্রি করে
তুমি ছিলে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এক
বঙ্গবন্ধু পরিবারে।
তুমিও নিতে খোঁজ তুমিও বাড়াতে সহায়তার অনিবার্য হাত
বন্দী মুজিবের ভক্ত নেতা কর্মী সাধারণ মানুষের
তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
বঙ্গবন্ধু যখন থাকতেন কারাগারে
তুমিও করোনি আপোষ কোন
পাকহানাদার স্বৈরাচারে, ছয়দফা আন্দোলনে
তাই তুমিও আছো মিশে স্বাধীনতা আন্দোলনে সবখানে
স্বাধীনতার নেপথ্য কারিগর হে অসামান্য তুমি যে অনন্য
তুমি ছিলে যথার্থই বঙ্গমাতা, জাতির জনকের একান্ত প্রেরণা
সন্তানের পিতামাতা স্নেহের ভরসার আশ্রয়
তোমার ঋণ,
বাঙালি জাতি ভুলবে না কোনদিন
হে মহীয়সী জননী
লও লও লও ছালাম কোটি বাঙালির ..।
দেশ গড়ার স্বাধীনতার কাজে —কোথায় নেই তুমি!
তুমি যেন এক অপরিহার্য সত্ত্বা জননী জন্মভূমি আমাদের
শুভজন্মদিন তোমারে বিনম্র শ্রদ্ধায়
সুপ্রিয় বঙ্গমাতা, সোনার বাংলায় তোমার তুলনা যে নাই।



[বঙ্গমাতার জন্মদিন ৮ আগষ্ট ১৯৩০। তার স্মরণে আজকের কবিতা বিনম্র শ্রদ্ধায় । বিলম্বে দুঃখ প্রকাশ।]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিনম্র শ্রদ্ধা বঙ্গমাতার প্রতি। +++

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০০

ইএম সেলিম আহমেদ বলেছেন: সত্যি বলতে এখন শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ জয়, আওয়ামী লীগ প্রভৃতি দের ব্যপারে কোনো কথা শুনলে মনে হয় তেল দিচ্ছে। উনাদের ব্যপারটা তেলবাজ মানুষগুলো তিতা করে ফেলেছে। শুনলেই মনে হয় তেল ছাড়া কিছুই নয়। বিষয়টা হস্যকর হলেও সত্য।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা তেল দেয়ার বিষয় নয়। দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর যেমন অবদান আসামান্য তেমনি বঙ্গমতারও আছে। এটি তিতা হওয়ার বিষয় নয়। স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তিতা হবে না কখনো। তৃপ্তি দিতে পারে। এর ব্যতিক্রম হলে তা ভালো বিষয় নয়। স্বাধীনতার চেতনা তেল নয় স্বাধীনতার চেতনা প্রেরণা। আর বঙ্গবন্ধুর স্বাধীনতা স্থপতি হয়ে ওঠার মূল প্রেরণা বেগম ফজিলাতুন্নেছা। নারী হলেই যে তিনি বড় অবদান রাখতে অপারগ হবে সেটি কিন্তু নন। এতে হাসির কিছু নেই।

৩| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লাগর EM Selim Ahmed বলেছেন, সত্যি বলতে এখন শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ জয়, আওয়ামী লীগ প্রভৃতি দের ব্যপারে কোনো কথা শুনলে মনে হয় তেল দিচ্ছে। উনাদের ব্যপারটা তেলবাজ মানুষগুলো তিতা করে ফেলেছে। শুনলেই মনে হয় তেল ছাড়া কিছুই নয়। বিষয়টা হস্যকর হলেও সত্য।


তৈলবাজরা ওনাদের টেনে নিচে নামিয়েই ছাড়বে।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

৪| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বঙ্গমাতাকে শ্রদ্ধায় স্মরণের জন্য
আপনাকে ধন্যবাদ কবি।
ভালো থাকবেন।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গমাতা একজন ট্রু লিজেন্ড কোন সন্দেহ নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.