নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখন কেবল উষ্ণ সান্নিধ্য হোক তোমার আমার

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

তুমি যেন বৃষ্টি জল চাতকের বহুপ্রতীক্ষিত ঠোঁটে
তৃষ্ণা নিবারণের একান্ত প্রয়োজন লাগে এই প্রাণে ।
তুমি নেই তাই অবাক শূণ্যতায় নিমজ্জ্বিত যেন গোটা পৃথিবী
এক সাগর তৃষ্ণা লয়ে বুকে।
তুমি নেই বলতে শারীরিক অনুপস্থিতি নয়
গল্প কবিতায় কথায় হতে পারে অনুপস্থিতির প্রতীকি স্থগিতাদেশ
তা না হলে যে কষ্টের অন্ত নেই, এই খানে হৃদয়ে আমার
জীবনযাপনের বাকিসব উপকরণ যে অর্থহীন মনে হয়।
যদি বলো ভালোবাসি তবে তো কথাই নেই
সকল দুঃখের হয় ইতি, আমি যে হাসি পুস্পহাসি জাহান্নামে বসে
যদি কহো কথা যদি দেখিগো একাগ্রতা তোমার,
আমিহীন অন্য কোন খানে
ঈর্ষার ঝড় ওঠে মনে, ভাঙা কাচের মত ভেঙে যায় যেন
সব আনন্দ অনুভূতি এক নিমিষে..
যদি বলো, তুমি আমার নও
আমি যেন জড়, মৃত মাছের চোখের মত
এখন হিমেল হাওয়া বহে বিস্তীর্ণ হলুদ সরষে ক্ষেতে
দোলে আশা তাই কৃষকের বুকে ঘন কুয়াশাই কাম্য এখন প্রচণ্ড শীতে
এ সময় বৃষ্টি চাইতে নেই
উর্বর মাটি কাঙ্ক্ষিত মাত্রায় ভিজে যায় ভিজে যায় ঘাস বিন্দু বিন্দু শিশির জলে
সূর্যের আলোকরশ্মি তাতে দেয় হীরকের দ্যুতি
কী ক্ষতি বলো না প্রিয়তমা তুমি আমার হলে নেই কী অনুমতি
এখন যে পৌষ মাস সর্বানাশ মরুক দূর বনে
এখন কেবল উষ্ণ সান্নিধ্য হোক তোমার আমার মন বিনিময় কিংবা স্পর্শে
অপার ভালোবেসে আনমনে
দুচোখে লেগেছে যে নেশা লেগেছে তৃষ্ণা দুটি দেহে প্রাণে

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪

জুল ভার্ন বলেছেন: প্রিয় কবি, প্রেমিক প্রেমিকার বাহুডোর তথা হৃদয়ের উষ্ণতা ছাড়া শীত নিবারন করা যাবেনা।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার শব্দের গাথুনিতে লিখেছেন

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




গতকাল থেকে যেরকম শীত পড়েছে তাতে তোমার আমার উষ্ণ সান্নিধ্য ছাড়া দু'জনেরই বরফ হয়ে যাবার কথা !

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: শীত যেন বাড়ছেই। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:


বাহ! সুন্দর কবিতা ।
কামনা করি এই তীব্র শীতে
উষ্ণতা আসুক অনুভবে
ও বাস্তবতায় ।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবকং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৮

হাসান জামাল গোলাপ বলেছেন: "তুমি নেই বলতে শারীরিক অনুপস্থিতি নয়", সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪০

জ্যাক স্মিথ বলেছেন: আমি রোম্যন্টিক কোন কবিতা পড়ি না, গান শুনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.