নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অতঃপর শুভ্র মরে গেছে
হয়তো অভিমানে
হয়তো বেঁচে থাকার অনন্ত চেষ্টার পর
অতি অল্প বয়সে তার এই চির প্রস্থান।
আহা !মনে হয় এই তো সেদিন..
ক্যাম্পাসে তার উজ্জ্বল তারুণ্য
টগবগে উপস্থিতি বাড়িয়ে দেয় দ্যুতি
ছিলো তার ক্যামেরা
আর ছবি তোলার শখ নাম যশ
হাসিখুশি আড্ডামুখর সেই ছেলেটি
পৌঁছে গেছে যে না ফেরার দেশে
সেই হৃদয় বিদারক খবর
এখন ফেসবুকে মুখে মুখে পৌঁছে গেছে সারাদেশ।
দূর্বিপাকে পরে তিনদিন অজ্ঞান থাকার পর
আজও যে আছি বেঁচে
স্রষ্টার অপার কৃপায় ,
অথচ ছেলেটি মরে গেছে
সুদূর এমেরিকায়
সেইখানে মৃত দেহ টাই যে শুধু পরে আছে
কখন যে মরণের ডাক আসে কে জানে?
মানব জনমের সব দায়ভার
শেষ হয়ে গেছে তার মৃত্যুর পর
এখন সব থেকে বড় তার মৃত্যুর খবর।
১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যুশাসিত জীবন। মৃত্যুর নেই কোন ক্যালেন্ডার জেন্ডার ধনীগরীব ভেদাভেদ। তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:০৯
সোনাগাজী বলেছেন:
এসব ব্যাপার পদ্যে প্রকাশ হয় না পুরোপুরিভাবে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: হয়। তবে পদ্যের ঢং এরকমই অনেক কিছু উহ্য রাখা হয় অনেক সময় অবোধ্য ঠেকে কবি কি বলতে চেয়েছেন? শুধু কৌতূহুলী করে তোলে।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।