নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি এসেছো তাই—

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০


তুমি এসেছো তাই—
কবিতা লিখে স্বাগত জানাই—ওগো তোমায়
কুয়াশা যেন গেছে কেটে তাই
রবির আলো দেখা গেছে— সকালে,
যেন তুমি বাসবে ভালো শুধু আমায় তাই;
আলোয় আলোকিত মোর আঙিনায় এসো— হে সুন্দর
আমায় ভালোবেসো— এখনো কীসের সংশয়?

রাতে তারাদের আনাগোনা
দুচোখে স্বপ্নজাল বুনা—শুধু আমাদের ঘিরে,
আলোকিত এক পৃথিবী যেন রচিত হয়
আমাদের নীড়ে।

তবু কেন যে দূর সরে থাকো
বেদনার সাত পেয়ালা জল পিয়ে?
কাছে এসো হে— আনন্দ উদযাপন করি
প্রেমের মরা মরি।

শুধু কেন কল্পনায় আমাদের কী গল্প কবিতা নাই?

শিশির পড়ে দূর্বাঘাসে
তারারাও হাসে— আঁধার আকাশে
ভাসে বালিহাস দীঘির কালো জলে
তুমিও না হয় দাও ধরা, আমারএই বুকে।

আমি যেন কৃষ্ণ ভ্রমর তোমার আঁকা আল্পনায়।

শুভ সকাল, হে প্রিয়তমা!
নতুন বছরে আজিকার ভোরের রবির বাস্তবতায়
এসো হে, হৃদয়ে আমার—তোমার আমার
প্রেমের আলিঙ্গনেই যেন মুক্তি পৃথিবীর।

তোমার আমার যে আর কোন গন্তব্য নাই
শুভ সকাল প্রিয়তমা নিরুপমা
কবিতা লিখে— তোমারেই স্বাগত জানাই।


ছবি নেট থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭

জুল ভার্ন বলেছেন: শুভ সকাল এবং আমাদের পক্ষ থেকেও স্বাগত।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল জুল ভার্ন। কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ।

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

নীলা(Nila) বলেছেন: খুবই ভালো লেগেছে কবিতা এবং স্বাগত জানানো।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিরুপমা ব্যস্ত বুঝি বেশীই

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্যস্ততা আমাদের দেয় না অবসর। সময়ের প্রচণ্ড অভাব ।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

সোনাগাজী বলেছেন:



মরীচিকা নয়তো?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো নয় নয়তো হয়
ভালোবাসা মরীচিকা নয় সব থেকে দামী ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই না হলে কবিতা !

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ।নিরন্ত শুভকামনা ।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১২

কালো যাদুকর বলেছেন: প্রিয়তমা অভিমান করে দুরে গেলেই কেবল এরকম প্রেমের কবিতা আমরা পড়তে পারি।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দূরে গেলেও কবিতা কাছে এলেও কবিতা প্রণয়ে পরিণয়ে বিচ্ছেদে মরণে সবখানে কবিতা। কবিতার লম্বা হাত। সবকিছু ধরা পড়ে সহজে মননে মগজে অস্থিতে..

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:৫৫

হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর লেগেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: কি গভীর আবেগ আর কোমল প্রেমানুভূতি নিয়ে লিখেছেন এ কবিতাটি! সুন্দর হয়েছে। + +

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.