নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অভাব!!!!

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩



এতো যে অভাব—
চারিদিকে যেন অভাবে নিমজ্জিত সব;
জলবায়ু পরিবর্তনের কারণে বিজ্ঞজনের মুখে মুখে সমুদ্রতল উত্থানে
সমুদ্র উপকূলে বাসযোগ্য আবাসনে নিশ্চয়তার অভাব
গ্রামের বাড়িতে পুকুরে পয়ঃনিষ্কাষণের লাইন
মারাত্মক পানি দূষণে মাছেদের বসবাসের পরিষ্কার পানির অভাব,
শত শত কারেন্ট জালে অস্তিত্ব বিলীন হবার স্বভাব।
এটা নেই, সেটা নেই-
বলতে তো বাঁধা নেই
লিখতে গেলে শব্দের অভাব
বাড়ি বানানোর সরঞ্জামে অতিদামে অর্থের অভাব
শিশুর খাবার দুধের আর খেলনার অভাব
ঘরে ঘরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কাঁচাবাজার খাদ্যদ্রব্যের অভাব,
গবেষকের মেধার অভাব— দক্ষতার অভাব
বিজ্ঞান প্রকাশনার অভাব—
আধুনিক যন্ত্রপাতির অভাব
কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি অনুমোদনের অভাব।
সকলের সময়ের অনেক অভাব
সততা দেশপ্রেমের অভাব
স্বশরীরে জনতার মঞ্চে বক্তৃতায় সাহসের অভাব,
ব্যবসায়ীর ডলারে অভাব
খোদা ভীরুর মনে নেক আমলের অভাব।
এতো কৌতূহলী স্বভাব
তবু প্রণয়ের বেলতলায় যাওয়াতে কেন সাহসের অভাব?
দেহে মনে ক্ষণে ক্ষণে তুমিহীনতার আক্ষেপের স্বভাব
ঐ নীল ঠোঁটে "তোমাকে ভালোবাসি খুব" বলার অভাব;
চারিদিকে জ্ঞানের অভাব, গুণের অভাব— যশের অভাব
সহনশীলতা সাহসিকতা ধৈর্যের অভাব, ব্লগে কমেন্টে ব্লগারের অভাব
হে মানব সন্তান যেন চিরন্তনী স্বভাবই— চাই চাই কিছু নাই বলা স্বভাব!
তুমিহীনতাই যে তোমার সবচেয়ে বড় অভাব
তাই আমারও তোমাকে সতত ভালোবাসাই স্বভাব।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

জুল ভার্ন বলেছেন: প্রিয় কবিবর, আপনার আছে তাই নাই বলেন না, আমার মতো যাদের নাই তারাতো নাই বলবেই!

কবিতা ভালো হয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভাবের শেষ নাই।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের চাহিদার শেষ নেই। কমেন্টে ধন্যবাদ ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আজকের কবিতাটা খুবই ভাল লেগেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

কালো যাদুকর বলেছেন: আজকের কবিতাতে বাস্তবতার অভাব নেই ৷ বেশ চমৎকার কবিতা |

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। কালো যাদুকর।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: খুব খুব সুন্দর লেখা

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে ভালোলাগা । ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: এত অভাবের মাঝেও আমরা বেঁচে আছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.