নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আড়াল

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

যদি কখনো আড়াল হয়ে যাই
জানি ভুলে যাবেগো আমায়
তাই ব্লগের পাতায় লিখে চলি
যখন যা আসে মোর মনে তা-ই।

পড়ে পড়েই পড়ে যদি মনে
যতই তুমি থাকো না দূরে
তাই সতত চেষ্টা করে যাই
তুমি যেন ভুলনা আমায়
ওগো তাদের মতন করে।

সময়ের ছলনায় ক্রমাগত যেন যাচ্ছি সরে দূরে
জীবন নৌকা চলছি যে রোজ বয়ে
ঘাত প্রতিঘাত সকলই ভেঙে চূড়ে
এমন করে তবু যদি তোমায় কাছে পেয়ে যাই।

আড়াল হলে যাবে ভুলে
এই জগতের এইতো রীতি
শত ব্যস্ততার মাঝেও তাই
মোদের বোধের যেন জাবর কাটি;

ব্লগের পাতায় নিত্য করি, হাঁটাহাঁটি
দিবানিশি ভালো বাসি শুধু যে তোমায়।

কবিতা লিখে লিখে সকল সময়ের সঙ্গী হয়ে
ভালোবাসায় বন্দি হয়ে নিত্য যেন দোসর গড়ি,
অপার মিথোজীবিতায়, নিরুপমা মোর প্রিয়তমাগো,
যত দূরই থাকো তুমি কখনো যেন ভুলো না আমায় ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

গান নাকি

১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: লিখলাম আর কি চটুল ছন্দে। গান হবে কিনা গানের লোক যারা তার বলতে পারবে ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



ভালোবাসা হৃদয়ে থেকে যায়, ভুলতে চাইলেও ভোলা যায় না।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

রানার ব্লগ বলেছেন: বড় প্রেম কেবল কাছে টানে না দুরেও সরিয়ে দেয়।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.