নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সমর্পণ

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭

আমাদের এই প্রেম, সকলের জানা
তুমি কিগো বুঝ না !
তবে কেন করো রচনা?

এক বুক ব্যথা বুকে লয়ে
অন্যের চোখে ধূলি দিয়ে, ভ্রান্তিবিলাস;
বিভ্রান্তিতে ফেলা -এখন আর হবে না।

তোমার আমার- গোপন অভিসার
প্রকাশ্য দিবালোকের মতো সুন্দর শাশ্বত
দিনে দিনে হয় তা আরও হৃষ্ট পুষ্ট ঋদ্ধ।

ভেদাভেদ কাব্যের দিন কবেই যে হয়ে গেছে শেষ
অযাচিত সংশয়ের আর নেই যে কোন লেশ।

তোমার প্রেমের ষোল আনা ভুলনা ভুলনা
মোরেই করেছো যে সমর্পণ! তাই রিক্ত নিংস্ব শূণ্য যে
তুমি আমি ছাড়া মোদের এই বাঁধন হারা প্রেমের প্রতিদানে,
দিনে দিনে তোমারে আরও বেশি ভালোবেসে যাই
ওগো মোর নিরুপমা কামনা বাসনা সাধনা।

এ হৃদয় সঁপেছি তোমারে থাকো যতই দূরে
যেন কত যুগ যুগ ধরে-
তোমার আমার এই প্রেম সকলের জানা।

এসোগো হৃদয়ে মম, মম বাহুডোরে
যেখানে তোমার কামনা বাসনা অনন্ত সাধনা
এইখানে কবিতার নেই শেষ তুমি যে মোর একান্তই জানা।

যেখানে যাও পশ্চিমে কিংবা পূবে
উত্তরে দক্ষিণে যতদূরে- আমাকেই শুধু পাবে তোমার অন্তরে
মোদের কালোত্তীর্ণ এই প্রেম যে খাঁটি সোনা।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে। জানা প্রেমে মুগ্ধতা কম থাকরা ।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে। জানা প্রেমে মুগ্ধতা কম থাকে !!!

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সেটা নিশ্চয়ই পাঠকের জন্য প্রেমাস্পদের জন্য হয়। প্রেম নেশার মত ওয়াইনের মত সময়ের সাথে আরু প্রগাঢ় হয় । দিনে দিনে অবিচ্ছেদ্য হয়ে ওঠে।
কমেন্টে ধন্যবাদ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

নজসু বলেছেন:


দারুণ।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শুভসকাল।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই কবিতা চমৎকার হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

সোনাগাজী বলেছেন:


আপনার ভালোবাসা, চাঁদ ও সাগরের ভালোবাসা, কখনো মিলন হবে না।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: চাদ সাগর পাহাড় স্পর্শের বাহিরে তো নয়
হতে পারে মিলন কেন হবে না এখনো আছি মোরা বেচে
এখনো যে আছে সময়,
আমরা দুজন সোনায় সোহাগা কথাটি মিছে নয়
:)

কমেন্টে এবং পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে এবং কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কালোত্তীর্ণ প্রেমের কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ বিজ্ঞ ব্লগার। নিরন্তর শুভকামনা ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: আর গোপন রাখার ইচ্ছা নাই
সমাজ সংসার তুচ্ছ জ্ঞান
মনে মনে তোমায় স্মরণ ।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: কখনো প্রেম অবুঝ হয়, কখনো প্রেমিকা। এ দুয়ের সমন্বয়ের অভাবে পোড়ে প্রেমিক হৃদয়।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এই পোড়ার হোক ইতি...

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.