নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি যদি যেতে নাও পারি !!!!

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

আমি যদি যেতে নাও পারি
তুমি যাবে, তোমরা যাবে..
যদি আমি নাও গিয়ে থাকি
সেইখানে আমায় খুঁজে পাবে।
তুমি দেখে নিও — কেউ না কেউ বলবে আমার কথা আমাদের কথা;
তোমার প্রতি আমার প্রেম হৃদয়ের ব্যকুলতা। হয়তো দুচোখ ভরে যাবে অশ্রুজলে
তারা কইবে আমার কথা— আমাদের কথা
অবাক শিহরণে ওগো তুমি পাবে আমায় সেথা।
শত ব্যস্ততার মাঝে পাখির কলরবে-- অবাক নিরবতায়
তুমি পাবে খোঁজে আমায় সেথা।
তোমার প্রেমে যে আমার একাগ্রতা, মরীচিকাতো তা নয়।
বুক পকেটে সযতনে লুকিয়ে রাখা তোমায় নিয়ে লেখা সতেজ কবিতা
এই তো সেদিন, কখনো কী তা মিথ্যা হতে পারে নিরুপমা প্রিয়তমাগো
—তোমার প্রতীক্ষা।
তোমার আমার প্রেম যে ব্লগের হাজার পাতা লক্ষ লক্ষ পাঠ
পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোকবর্তিকা।
অসংখ্য জোনাক জ্বলা চোখ, আর জেগে থাকা বিনিদ্র সব রাত
তোমার জন্য ছিল একটি ছোট্ট উপহার মোদের অভিসারে
এক বুক শূণ্যতা নির্জনতা হতাশা সঙ্গে করে শত মানুষের ভীড়ে
সেই একলা নীড়ে ফেরা!
ভালোবাসা যে ভীষণ ছুঁয়াচে- তুমি দেখে নিও তুমি পাবে আমাকে সেথা,
আমি যদি নাও যেতে পারি! তুমি যেও— তোমারা যেও সেথা
মৃত্যু শাসিত জীবনে মানুষ কদিন বাঁচে বলো? এবার হোক দেখা।


রচনা কাল 15 জানুয়ারি, 4:35 PM

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

জুল ভার্ন বলেছেন: সুন্দর কবিতার মতো সুন্দর প্রত্যাশা পুরণ হোক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: তাই হোক, তবে তাই হোক!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০

শিশির খান ১৪ বলেছেন:
হুম ,ভালো হয়েছে কবিতা। ………….১০ এ ৮ দিলাম যান।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১

গেঁয়ো ভূত বলেছেন:

প্রাণে প্রাণে স্পন্ধিত আশা
পূর্ণ হোক।
গানে গানে সকলি ভাষা
হোক গুঞ্জরিত।
সকল জরা
সকল খরা
সকল বাধা
চূর্ণ হোক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




আমরাও যদি না যেতে পারি তখন কি হবে?
কেউ যাক বা না যাক, প্রেম যাবে - হাযারো বাতির রোশনাই জ্বালিয়ে প্রেমকে যে যেতেই হবে!

সুন্দর কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৮

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:

কি ব্যাপার সেলিম, কোন তুমি শব্দের মাঝে লিংক দেখতে পেলাম না যে :)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আছে অদৃশ্য এক লিংক হৃদয়ের মাঝে আছে। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:১৯

নীলা(Nila) বলেছেন: আসসালামু আলাইকুম ভাইয়া,কেমন আছেন আপনি? আমি আপনার কাছে একটা আবদার করতে পারি,যদি পূরণ করেন আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কিসের আবদার? ১১ নং কমেন্টের নাকি?

১১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩২

নীলা(Nila) বলেছেন: ভাইয়া একটি কবিতা উপহার দিবেন, আমি বিষয় উল্লেখ করে দিতাম

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কি বিষয়ের কবিতা। স্রষ্টার অনুমোদনে লেখা হতে পারে নাও হতে পারে। কমেন্টে ধন্যবাদ ।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭

নীলা(Nila) বলেছেন: আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি। কোম্পানির এমডি মহোদয় সহ সকল কলিগ এবং কর্মকর্তার থেকে অনেক বেশিই ভালোবাসা পাই। এই কোম্পানি বছরে ২বার বাহির টুর দেয় সবাই কে নিয়ে, এবং কয়েক দিন পরে আমাদের ঔষধ কোম্পানি থেকে কক্সবাজার মিটিং সহ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে আপনার লেখা একটি কবিতা পড়ে শুনাতে চাই, কোম্পানি ও কোম্পানির এমডি মহোদয়ের প্রশংসা এবং এগিয়ে চলা নিয়ে।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩

নীলা(Nila) বলেছেন: সত্যি কথা বলতে আপনার প্রতিটি লেখা আমার হৃদয় ছুঁয়ে যায়,অনেক ভালো লাগে। তাই আপনার দেওয়া একটি কবিতা যদি উপহার হিসেবে পাই নিজের কাছে অনেক বড় পাওয়া পূরণ হবে, আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। এবং সেইটা আমি সেই অনুষ্ঠানে পড়ে শুনাতে চাই,কোম্পানি ও কোম্পানির এমডি মহোদয় এর প্রশংসা এবং এগিয়ে চলা নিয়ে। আপনার মহা মূল্যবান সময় দিয়ে, জ্ঞান খরচ করে লিখে দিবেন।আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.