নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কতোদিন পর!!!!

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫২

কতোদিন পর ! মনে হয় ঠিক যেন একটি বছর!
এতোদিন তোমায় না পেয়ে এক বুক শূন্যতায়
নিমজ্জিত ছিলেম যেন আমি, জানে অন্তর্যামী
যেন কতোদিন পর এইখানে আজ রাতে তুমি এলে, আমায় ভালো বাসবে বলে।

তোমায় ভেবে ভেবে যেন সূর্য ডুবে প্রতিদিন
যেন আঁধারে লুকায় দিন মিটিমিটি তারা জ্বলে নক্ষত্রের আকাশে ।

অনুপমা শীত‌ যে চলে যায় বসন্ত আগত প্রায়
শিশির ভেজা ঘাস কুয়াশার চাদরে ঢাকা শীতের উচ্ছ্বাস,
খুঁজে যেন অভিসার শুধু তোমার আমার দীর্ঘ নিঃশ্বাস
এমন লগনে বলো না গো তুমি কোথায়?
চারিদিকে কতো যে আয়োজন
জন্ম মৃত্যু দুঃখ আনন্দ উদযাপন!
যেন তোমার আমার মিলন সন্ধিক্ষণ।

এমন আয়োজনে শুধু তোমায় যে খুঁজে ফেরে মম প্রাণ
জানি না এই অনন্ত প্রতীক্ষার কবে যে হবেগো অবসান।

এবারের বসন্তে
মোদের কথা হোক
গান হোক
দেখা হোক ফুল ফুটুক বসন্ত কাননে
প্রত্যাশার আলো জ্বেলে ,
আমাদের পঁই পঁই ভালোবাসার অভিসারে
স্বার্থক হয়ে ওঠুক বিষন্ন প্রকৃতির সকল আয়োজন
ইচ্ছে ডানা মেলে।

তুমি নারী আমি নর সারা জীবন ভর
এতো আর মিছে নয় মিছে নয় যে কবিতা;
প্রেমের ঈশ্বর।


রচনা ৩০ জানুয়ারি ২০২৩ তোমার উপস্থিতিতে।






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.