নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আসিছে ফাগুন লাগিছে ফাগুনের আগুন তাই এই মনে
শীত যাচ্ছে যে চলে, পাতাঝরা দিনের ইতি টেনে ।
ষড়ঋতুর দেশে হাওয়ায় হাওয়ায় ভেসে
চলছে যে এভাবেই কত যুগ যুগ ধরে
চলছে যে তটিনী অথৈ সাগর পানে যেন কোন অচীন রাগিনী
ফাগুন এলে ফোটে ফুল ডাকে কোকিল বসন্ত যামিনী মিলন রচনা।
উড়ু উড়ু ভীরু মন হারায় যে কখন তোমার ঐ মনে;
অনন্ত যৌবনে, স্বদেশ মাতৃকায় চলছে যে এভাবেই
যুগ যগ ধরে, আরও চলবে যে কতো দিন! রইবে অমলিন।
আবহমান বাংলার বুকে নদীর কূলে বটের ছায়াতলে।
নদী বহে হাওয়া বহে বহে যে ঝর্ণা ধারা
যেন অনন্ত কাল ধরে মোদের এই প্রেম যে ধ্রবতারা।
পূর্ণিমা রাতে জোছনা ঝরে জোনাকিরা দেয় আলো
ঝিঁঝিঁ পোকার ডাক লাগে ভীষণ ভালো।
ঢিবি ঢিবি জ্বলে প্রেমের বাতি সকল ঝড়ের রাতি
প্রতীক্ষার ডানায় চড়ে অভিসার আনন্দে মাতামাতি
এসো গো সুখপাখি দুঃখ সরিয়ে ভাসবো সারারাতি
সুখের ভেলায় চড়ে নৌকাতে পাল তুলে বিষন্নের হোক ইতি।
না না দূরে আর থেকো না, আমায় একেলা রেখো না
তীর্থের বিষন্ন কাক জানে বিচ্ছেদ যন্ত্রণা !ওগো নিরুপমা
আসিছে ফাগুন লাগিছে আগুন মনে বসন্ত বাতায়নে
সকল বাঁধা যাক এবার পুড়ে প্রেমের আগুনে পড়ে,
পোকার কী দোষ তার যে অগ্নি শিখায় ঝাপ দেয়ার লোভ
তারে আর বারণ করো না তাতে বাড়ে কেবল শোক
করো হে কবুল মম প্রেমের মন্ত্রনা এবার তবে কাছে এসো না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত আগত প্রায় গ্রাম বাংলায় যদিও শিশির পড়ে
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
জ্যাক স্মিথ বলেছেন: ফাগুন মাসে মন উড়ু উড়ু করে।
ছবিটি দারুন লাগছে, কবিতাও ভালো হয়েছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: শুক্রবার ফজরের নামায শেষে গিয়েছিলাম ডোল্লীর বিলে প্রাতভ্রমনে। সূর্য্য উঠছিলো কুয়াশার চাদর গায়ে ঠিক সেসময়ে তোলা ছবি।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই চমৎকার কবিতা লিখেছেন প্রিয় কবি। +
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২
রানার ব্লগ বলেছেন: বসন্ত এসে গেছে !!!