নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমিও যেতে পারো বইমেলায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

বই মেলায় হাসি খেলায়
যেতে বলো কে না চায়?
তবুও কজন পারে যেতে
সময়ের ছলনায় মোরা যে অসহায়।
বই মেলায় বিদ্যালাভ;
আরও যে অর্জন আছে
বই উপহার নিয়ে পারে যেতে
প্রিয়জনের কাছে ।
কতো কাছের মানুষ করছে সেথা আনাগোনা
বই কিনে কেউ দেউলিয়া হয়না
আছে তাদের জানা।
দেশের যত জ্ঞানী গুণি লেখক কবি ভীড় করে এ মেলায়।
তাদের সাক্ষাৎ লাভের সুবর্ণসুযোগ
কে হারাতে চায় হেলায়?
কতো নতুন কতো পুরাতন বইয়ের সমাহার
আরও সেথা আছে মোদের স্মৃতির অ্যালব্যাম
এই উপচে পড়া ভীড়ে
তুমিও যেতে পারো সেথা অনায়াসে
তোমার তালাশে হন্যে হয়ে বলোনা কোথায় পড়েনি
আমার পদছাপ, তোমায় খুজে পাবো বলে আমার দৌড়ঝাপ
তোমায় কাছে পাবার অভিলাষ আছে সেথা মিশে
বসন্তের অনুরাগে, তুমি যদি যাও সেথা পাবে আমার ছোঁয়া
বই মেলার পথের ধূলি অলিগলি অথবা সবুজ দূর্বাঘাসে
ওগো তোমায় ভালোবেসে
বৃক্ষরা পাখিরা কইবে আমার কথা তোমার কানে কানে
হাসি আর গানে, তুমি যদি যাও
পাবে আমায় সেথা
বিজ্ঞজনে জানে বইয়ের কতো দাম!
কবিতা লিখে লিখে আমি প্রেমের শিরোনাম।
মহান ফেব্রুয়ারি আলোর দিশারী মাতৃভাষার জয়গান
বই মেলা তার অঙ্গ যেন বাংলা বর্ণমালার সাফল্য সোপান।
মম হৃদয়ে বাংলাদেশ হৃদয় মালতি গো
এই মেলা যেন তোমার আমার প্রেমেরে উপাখ্যান।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে বইমেলায় যেতে চাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ইচ্ছ পূরণ হোক । এবার বই মেলা যাওয়া হবে না মনে হয় ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

নেওয়াজ আলি বলেছেন:
চমৎকার।
শুভকামনা সারাক্ষণ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭

সোহানী বলেছেন: বইমেলায় ঘুরে আসুন কবি। তবে আপনার বই কবে বের হবে?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: বই যে কবে বের হয় । আপনার বইয়ের খবর কি। বইমেলায় যাওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.