নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ বসন্ত হে সুন্দর !
দখিনের বারান্দায় শেষ বিকেলের আলো মেখে গায়
জানিয়ে দিও হে, বসন্তের বর্ণিল উচ্ছ্বাস সূর্যাস্তে
সূর্যোদয়ে একে দিও প্রগাঢ় চুম্বন লিলুয়া বাতাসে
ফুলের সুবাস নিও, প্রগাঢ় নিঃশ্বাসে আত্নবিশ্বাসে
শহরের রাস্তায় জানি আজ নামবে মানুষের ঢল
তরুণ তরুণী সুজন সজনী সেথা রবে উচ্ছল চঞ্চল
বার্ধক্যের জড়তা থাকবে না আজ কোন খানে
বসন্ত যেন আরাধনা প্রতিটি নাগরিক জীবনে
কপোত কপোতীর আনন্দ উৎসব আয়োজন ক্ষণ হবে বিরচণ,
ভালোবাসার অনুরণনে সবখানে।
নৌকো নদী খেলায় কামনার সুনামি উত্তাল ঢেউ প্রাণে
তাই নাচে জলে জলতরঙ্গ মুক্ত বিহঙ্গ জীবন যেন আজ
উর্মিমালা তাই আছড়ে পড়বে সমুদ্র সৈকতে
ভিজে যাবে নুরি পাথর কামনাস্নাত হয়ে ,
পথিক হারাক পথ বসন্ত উৎসবে
থাকে না যেন কেহ আর ব্যর্থ মনোরথ,
সতত এই শুভ কামনা মনে।
কোকিলের কুহু ডাকে যদি জাগে প্রেম
বসন্ত কানন অপরূপ সাজে যদি সাজে
মনের আকাশে রামধনু যদি উঠে তোমারও
তবে শুভ বসন্ত হে অপসরা আমি যে ধ্রুব তারা
প্রেমের আকাশে অটুট বন্ধনে ।
তুমি খোঁপায় গুঁজে নিও ফুল
বসন্তের শুভেচ্ছা নিরুপমা প্রিয়তমা
শাশ্বত সুন্দর হে !
বসন্তের
অ
নু
রা
গে
আমাকেই ভালোবেসো কষ্ট গুলো হয় যেন রঙিন প্রজাপতি!
সমুদ্রের বুকে ঢেউয়ে উড়ুক গাঙচিল!
শুভ বসন্ত হে প্রিয়তমা!
অনন্ত প্রেম বুকে লয়ে,ভালোবাসি যে শুধু তোমাকেই
জানিয়ে দিলাম তাই কবিতা লিখে,
প্রেমের উদাত্ত আহ্বানে আনমনে,
শুভ বসন্ত হে . অপ্রগলভ প্রেম আলিঙ্গনে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: শুভবসন্ত কাজী ফাতেমা ছবি
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: এমনেতে আর লাগেনা ভালো বসন্ত।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বসন্তের ছোঁয়া লাগুক প্রাণে । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩
তুহিন রানা বলেছেন: শুভ বসন্ত
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভ বসন্ত। নিরন্তর শুভকামনা ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১২
নজসু বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ফুলেল শভেচ্ছা । দারুন ছবি। এটা কবিতার ছবি হিসেবে ব্যবহার যোগ্য ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২১
জুল ভার্ন বলেছেন: বসন্ত এখন বসন্ত বিলাপ!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত বিলাপ পৌছে যাক প্রিয়তমার কাছে দূর ইথারে ভেসে। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২১
শাওন আহমাদ বলেছেন: শুধু জাম্বুরা ফুলের ফুলের ঘ্রাণের জন্যই এই বসন্তকে আমি ফিরে ফিরে চাই অন্যথায় বসন্ত আমার পছন্দ না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: তবুেও ঋতুরাজ বসন্ত বসন্তে কোকিল ডাকে ভালোবাসা মিশে থাকে আকাশে বাতাসে...
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬
কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি, শুভ বসন্ত।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বসন্ত