নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো হে সুন্দর;
এসো হে অন্তর মম প্রাণে
এসেছে যে বসন্ত যৌবনের অনুরাগে।
এসেছে কোকিলের কুহু গান
অপরূপ অপ্সরা সাজে সেজেছে যে বসন্ত বাগান
তবু সব অপূর্ণ যেন লাগে তুমিহীনা সবই যেন নিষ্প্রাণ,
তাই এসো হে উচ্ছ্বাস এসো হে মৌনতা
এসো হে উল্লাস প্রগাঢ় নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস ;
এসো হে, দাও ফিরিয়ে প্রাণ এই প্রাণে।
বহিছে যে ফাগুন উতলা হাওয়া দূর করো মোর অপূর্ণতা সব
হাসি আর গানে।
সঁপেছি যে মম প্রাণ ওগো শুধু তোমারে।
এসো হে বসন্ত বিলাস এই জীবনে যৌবনের অনুরাগে।
এসো হে কবিতা মম মোর কলমের আঁচড়ে তব কাগজে
মোদের গরজে মনের হরষে
আনন্দ ঘন উৎসব মুখর ক্ষণ বসন্ত হাওয়ায়
এসো হে অপ্সরা অন্তরে মম— জুড়াও এ প্রাণ।
ফুলের সুবাস যে আসে হাওয়ায় হাওয়ায় ভেসে,
লাগে প্রাণে দোলা এমন মধুর লগনে
যায় না যে তোমায় ভোলা।
যেমন করে জাগে শশী দূরের আকাশে
ভরা পূর্ণিমায় জোছনা স্নাত হয় ধরা।
আমারে তেমন আলোক উদ্ভাসিত করো হে
দাও গো হৃদয়ে মম বসন্তের প্রণয় ছূঁয়া।
তোমার আমার মিলন অভিপ্রায়ে আজ বহে বসন্ত হাওয়া।
বিনিদ্র রাত যে গেছে কেটে তোমায় ভেবে ভেবে—
এখন বহে ভোরের হাওয়া।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩
কৌতুহলী বয় বলেছেন: ভালো লাগল
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯
শেরজা তপন বলেছেন: কবিতায় ফাগুনে আগুনের পরশ নয় যেন শান্তির আবেশ ও বিরহী প্রানের চরম আকুতি ফুটে উঠেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: অতিব মনোরম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৮
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৯
রানার ব্লগ বলেছেন: আরে বাহ!!