নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হয় যদি কোন ভুল!!!

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০০


হয় যদি কোন ভুল
ভুলের মাশুল শেষ করে
অভিমানের দেয়াল ভেঙে
ভালোবাসার ডানায় চড়ে
এসোগো মোর হৃদয়ের রাণী।

লজ্জার আবরণ ভেদ করে
কষ্টের শেকড় উপড়ে ফেলে
সময়ের ডানায় চড়ে যথাসময়ে,
এসো মোর বহুকাঙ্ক্ষিত রমণী।

বাঁধ ভাঙার উচ্ছ্বাসে আবেগে
অগাধ বিশ্বাস বুকে লয়ে
শত্রুর চোখে চুনকালি মেখে
এসো গো এবার বিজয়ীর বেশে।

বোশেখের ঝড়ের মতো এক নিমেষে
এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি লয়ে
ফুলের মতো সুঘ্রাণ ছড়িয়ে
এসো গো এসো মোর কাছে, অভিমানী।

ভালোবাসার জয় হোক
ঘৃণা গুলোর লয় হোক

সব বাঁধা গোলক ধাঁধার ইতি করে
প্রেম— প্রীতি ভালোবাসা যায় জিতে
এই তো জগতের রীতি , মম মিনতি;
হৃদয়ের আকুতি, যেন যুগ যুগ ধরে
এই অবণীর পরে কবিতা হয়ে
ব্যক্ত করে মোদের ভালোবাসার জয়গান
সব বাঁধা জয় করে এবার এসো গো
প্রিয়তমা, এই করে ঐ কর কর হে অর্পণ
তবেই হতে পারে সৃষ্টি সুখের বর্ষণ;
স্বপ্নের স্বর্গীয় দোসর , করি সেই কামনা।
এসো গো এসো মোর কাছে, হে অভিমানী।


ছবি: নেট থেকে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩০

ইসিয়াক বলেছেন:






আহা কি মধুর প্রণয় আহ্বান!

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভসকাল।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: ছবিটাও সুন্দর, কবিতাটাও সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। রাজীব নূর মানেই হওেলা ক্যামেরা তাক করে রাখা একজন ব্লগার।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪৪

শামসুল হক চাঁটগাঁইয়া বলেছেন: আমিও ছড়া কবিতা লিখি । ভাল লাগল আপনার কবিতা ।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.