নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবার ঈদ করেছি গ্রামে

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭

এবার ঈদ করেছি গ্রামে
বাবার সমাধি যে আছে সেখানে।
গতবার ঈদেও তিনি ছিলেন
দশ খতম তেলায়াতে মশগুল ছিলেন
গোটা রমজান মাস
এবার আর নেই তাই নেই কোন উচ্ছ্বাস।
পৃথিবীর চিরাচরিত নিয়মে
তিনি একাকি শুয়ে আছেন কবরে
তিনি রেখে গেছেন স্মৃতি
স্মৃতিরা এখন নীল প্রজাপতি।
উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় চষে বেড়ায় বোধের গোটা শহর
বাবাকে আর ধরা যায় না ছুয়া যায় না
বাবার আর লাগবে না কেনা নতুন কাপড়।
জীবন ভর বাবা দিয়ে গেছেন ঢের ভালোবাসা স্নেহ আদর
যক্ষের ধনের মতো আগলে রেখেছেন
যেন আমার গায়ে না লাগে— কোন আঁচড়।
সকল ঝঞ্ঝাট অবলীলায় মাথায় নিয়ে বাবা মোদের নিরাপদ নগর।
বাবা আর ডাকে না খোঁজ খবর রাখেনা মুঠোফোনে,
আগে নিতেন খুব—
কী করে নেবেন? বাবা যে মরে গেছেন কবরে শুয়ে আছেন নিশ্চুপ
রেখে গেছেন হাজার স্মৃতি স্মৃতির সাগরে দেই ডুব।
শুধু জানি বাবার মঙ্গল কামনায় করতে পারি সব
বাবা যেন ভালো থাকেন জান্নাতের খুশবো মেখে গায়ে
দুচোখে অশ্রু ফেলি আর এই প্রার্থনা করি
বাবা যেন আখেরাতে চিরো সুখের জীবন পায়।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৫

কামাল১৮ বলেছেন: গ্রামের বাড়িতে ঈদ করার আনন্দই আলাদা।

২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। বড়দের জন্য গ্রামই ভালো।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: বাবাদের নীরব আত্মত্যাগ অনেক সময় অজানা, অস্বীকৃত থেকে যায়। বাবার প্রতি আপনার এই শ্রদ্ধাঞ্জলি ভালো লেগেছে। + +
আপনার বাবার মাগফিরাত কামনা করছি।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবার প্রতি শ্রদ্ধা। আপনার বাবাকে আল্লাহ জান্নাতে ঠাই দিন

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিত।
আমি জীবনে কোনো ঈদ গ্রামে করিনি।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

গ্রামে নিজের আত্নীয়স্বজনদের উপস্থিতিতে ঈদ ভিন্ন মাত্রা লাভ করে ।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা সুন্দর হয়েছে ।
গ্রামগুলি শহড় হতে আর কতদিন লাগবে?
উন্নয়নের জোয়ারে হয়ত আর কিছুদিন পরেই
গ্রাম বলে কি কিছু আর থাকবে ?

আপনার পিতার জন্য দোয়া করছি
তিনি যেন সেখানে ভাল থাকেন ।
আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলছি
আপনার ধার্মিক পিতা যাকে আপনি ভালোবাসেন
তিনি দেহবসান করলেও কেবল আপনার জন্য
অন্য কোথাও অপেক্ষা করছেন।
জীবন মানেই বহমনতা
আছে পরম এবং অবিচ্ছিন্ন ধারাবাহিকতা।
সৃস্টির অমোঘ বিধানে সেটা ঘটা ছাড়া
এই মৃত্যু আর কী?
কেন তিনি দৃষ্টির বাইরে বলে
মনের বাইরে থাকবেন?
তিনি সবার জন্য অপেক্ষা করছেন,
একটি বিরতির জন্য,
সেখানে কিংবা এখানে
খুব কাছাকাছি কোথাও,
ঠিক যেমন আপনি
এ কবিতায় বলছেন ।

শুভেচ্ছা রইল

৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:১৫

শামসুল হক চাঁটগাঁইয়া বলেছেন: আমি ভুলিনি, কখনো ভুলব না
সে সুখ,সে স্মৃতি যা আমি খুঁজে পাব না
যখন যেথায় থাকি কর্মে, বিশ্রামে
নিশি দিন জপি মনে প্রাণে
বার বার ফিরে যাই
সে মায়ার টানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.